ত্রিসুর(কেরালা), 12 মে : কেরালার 9 বছরের খুদে ভিগনাজ ৷ ব্যাটের পরিবর্তে একটি উইকেট নিয়ে ক্রিকেটীয় ব্য়াকারণ মেনে প্রতিটি বলে শট করে ৷ তার অনুশীলনের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ এবার তাঁর ক্রিকেটের প্রতি ভালবাসার পুরস্কার পেল ভিগনাজ ৷ স্কিল ও ব্যাটিংয়ের স্টাইল দেখে ভিগনাজের ক্রিকেট কেরিয়ারের দায়িত্ব নিল রাজস্থান রয়্যালস ৷
রাজস্থান রয়্য়ালসের সঙ্গে ট্রেনিং করবে এই ছোট্টো ক্রিকেটার ৷ আপাতত ত্রিসুরের লুঙ্গ ক্রিকেট অ্যাকাডেমিতে দিনের 5 ঘণ্টা অনুশীলন করে ভিগনাজ ৷ তবে কোভিড বিধি থাকায় বর্তমানে অ্যাকাডেমিতে অনুশীলনে যেতে পারে না ভিগনাজ ৷ তাই বাড়ির ছাদেই এখন অনুশীলন করছে সে ৷ তবে তার ব্যাটটি অনুশীলনের মাঝে ভেঙে যায় ৷
বর্তমানে সমস্ত ক্রীড়া সরঞ্জামের দোকান বন্ধ থাকায়, সে নতুন ক্রিকেট ব্যাট কিনতে পারেনি ৷ তবে তার জন্য অনুশীলন বন্ধ রাখেনি ভিগনাজ ৷ সে একটি উইকেট নিয়েই অনুশীলন চালিয়ে যায় ৷
আরও পড়ুন : দ্বীপরাষ্ট্রে কোভিডের বাড়াবাড়ি, কোহলিদের শ্রীলঙ্কা সফরে কালো মেঘ
ভিগনাজের অনুশীলনের ভিডিয়ো তোলেন তার বাবা ৷ এবং সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেন ৷ ইতিমধ্যে 53 লাখ লোক সেই ভিডিয়ো দেখেছেন ৷ দেশের গণ্ডি ছাড়িয়ে ভিগনাজের ভিডিয়ো দেখেছেন অস্ট্রেলিয়ান ক্লাব সিডনি সিক্সারের কোচ জর্জ শেফার্ড ৷ ভিগনাজের প্রশংসাও করেন শেফার্ড ৷