কলকাতা, 10 জুলাই: ছন্দহীন বিরাট কোহলির ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব ৷ টেস্টে সাড়ে চারশোর বেশি উইকেট পাওয়া অশ্বিনের টেস্ট দলে সুযোগ না-পাওয়ার প্রসঙ্গ টেনে বিরাটের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন বিশ্বজয়ী অধিনায়ক ৷ তাঁর কথায়, যদি সাড়ে চারশোর বেশি উইকেট নিয়েও টেস্ট দলে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) সুযোগ না পান, তাহলে বিরাট কোহলিকে কেন খারাপ ফর্মের জন্য টি-20 দলে বয়ে বেড়ানো হবে(Kapil Dev Raises Questions Over Selection of Virat Kohli in T20) ? প্রশ্ন তুলেছেন কিংবদন্তি ৷
2019 ইডেনে ভারতের প্রথম পিঙ্ক বল টেস্টে শেষবার শতরান এসেছে প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাটে ৷ এরপর দলের সাফল্যে বিরাটের ব্যাটে সেই অর্থে রান নেই ৷ এই পরিস্থিতিতে সীমিত ওভারের ক্রিকেটে 'মর্ডান এজ গ্রেট' বিরাট কোহলিকে সুযোগ করে দিতে বেঞ্চে বসতে হচ্ছে দীপক হুডা এবং শ্রেয়স আইয়ারকে ৷ যা নিয়ে প্রশ্ন তুলেছেন কপিল দেব ৷ কপিলের প্রশ্ন, বিরাট যেখানে ফর্মে নেই ৷ সেখানে রানের মধ্যে থাকা দীপক হুডা এবং শ্রেয়স আইয়ারের মতো ব্যাটারদের বাইরে রাখা হচ্ছে ৷ আর তা শুধুমাত্র বিরাট কোহলিকে এগারো জনের দলে সুযোগ করে দেওয়ার জন্য ৷
কপিল এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলেন, "এখন পরিস্থিতি যা তাতে, টি-20'র এগারো জনের দলের বাইরে কোহলিকে রাখতে হতে পারে ৷ তাঁকে ভালো পারফর্ম করতে হবে ৷ যদি, বিশ্বের 2 নম্বর বোলার অশ্বিন টেস্ট দল থেকে বাদ পড়তে পারেন, তাহলে বিশ্বের 1 নম্বর ব্যাটারকেও বাদ দেওয়া যায় ৷"
তবে, বিরাট কোহলির মধ্যে এখনও ক্রিকেট বেঁচে রয়েছে বলে মনে করেন কপিল দেব ৷ তিনি বলেন, "বিরাটের মধ্যে এখনও অনেক প্রতিভা এবং ক্ষমতা আছে ৷ এমন একজন ক্রিকেটারের দারুণভাবে ফিরে আসার বিষয়ে প্রত্যাশা করাই যায় ৷ এমন নয় যে, তাঁকে পুরোপুরি বাদ দেওয়ার কথা বলা হচ্ছে ৷ যদি,. ও এখন পারফর্ম করতে না পারে, তাহলে ঠিক আছে (তাঁকে বাইরে রাখা হোক) ৷ তরুণরা ভালো খেলছে ৷ কিন্তু, বিরাট যেদিন পারফর্ম করবে, তখন কি তাঁকে আপনি বাইরে রাখতে পারবেন ? আপনি অশ্বিনকে বাইরে রাখতে পারলে, যে কাউকে বাইরে রাখা যেতে পারে ৷"
আর কোহলির মহান ক্রিকেটার হয়ে ওঠা নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, "বছরের পর বছর ধরে বিরাটকে আমরা যেভাবে খেলতে দেখে আসছি ৷ এখন ও সেই পর্যায়ের ক্রিকেট খেলতে পারছে না ৷ ও নিজেকে মহান খেলোয়াড়ের জায়গায় নিয়ে গেছে, কেবলমাত্র নিজের পারফরম্যান্সের জোরে ৷ কিন্তু, বিরাট পারফর্ম করতে না-পারলে তরুণ ক্রিকেটারদের আপনি বাইরে রাখতে পারেন না ৷"
আরও পড়ুন: IND vs ENG 2nd T20I: এজবাস্টনে 'ভিনটেজ ভুবি' শো, একপেশে ম্যাচে সিরিজে পকেটে পুরল 'মেন ইন ব্লু'
কপিল এও জানান, "আমি আশা করব ভারতীয় দলে সুযোগ পেতে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতার পরিবেশ থাকবে ৷ তরুণ ক্রিকেটারদের বিরাট কোহলিকে ছাপিয়ে যাওয়া চেষ্টা করতে হবে ৷ কিন্তু, বিরাটকে একটা পর্যায়ে গিয়ে এটা ভাবতে হবে যে, ‘হ্যাঁ আমি একটা সময় আমি বড় ক্রিকেটার ছিলাম ৷ কিন্তু, আমাকে আবারও 1 নম্বর খেলোয়াড়ের মতো খেলতে হবে ৷’ আর তখন দলের পক্ষে সমস্যা হবে ৷ কিন্তু, সেটা খারাপ নয় ৷" পাশাপাশি, ভারতীয় ক্রিকেটারদের কোনও সুনিশ্চিত কারণ ছাড়া বারে বারে বিশ্রামে পাঠানোর বিষয়টিও ভালোভাবে দেখছেন না কপিল ৷ কপিলের দাবি, যদি সত্যিই বিশ্রাম দেওয়া হয়, তাহলে সঠিক কারণ জানানো হোক ৷