ETV Bharat / sports

Kapil Dev on Virat Kohli: 'অশ্বিন বাদ পড়লে বিরাট নয় কেন', প্রশ্ন তুললেন কপিল

ফর্ম না-থাকা সত্ত্বেও লাগাতার ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন বিরাট কোহলি ৷ বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে ৷ যেখানে ব্যাটে রান করেও বাইরে বসে দীপক হুডা এবং শ্রেয়স আইয়ার ৷ সেই সঙ্গে টেস্ট দল থেকে অশ্বিন বাদ পড়লে, কেন বিরাট কোহলি বাদ যাবেন না, সেই প্রশ্ন তুলেছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক (Kapil Dev Raises Questions Over Selection of Virat Kohli in T20) ৷

kapil-dev-raises-questions-over-selection-of-off-form-virat-kohli-in-t20
kapil-dev-raises-questions-over-selection-of-off-form-virat-kohli-in-t20
author img

By

Published : Jul 10, 2022, 10:21 AM IST

কলকাতা, 10 জুলাই: ছন্দহীন বিরাট কোহলির ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব ৷ টেস্টে সাড়ে চারশোর বেশি উইকেট পাওয়া অশ্বিনের টেস্ট দলে সুযোগ না-পাওয়ার প্রসঙ্গ টেনে বিরাটের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন বিশ্বজয়ী অধিনায়ক ৷ তাঁর কথায়, যদি সাড়ে চারশোর বেশি উইকেট নিয়েও টেস্ট দলে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) সুযোগ না পান, তাহলে বিরাট কোহলিকে কেন খারাপ ফর্মের জন্য টি-20 দলে বয়ে বেড়ানো হবে(Kapil Dev Raises Questions Over Selection of Virat Kohli in T20) ? প্রশ্ন তুলেছেন কিংবদন্তি ৷

2019 ইডেনে ভারতের প্রথম পিঙ্ক বল টেস্টে শেষবার শতরান এসেছে প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাটে ৷ এরপর দলের সাফল্যে বিরাটের ব্যাটে সেই অর্থে রান নেই ৷ এই পরিস্থিতিতে সীমিত ওভারের ক্রিকেটে 'মর্ডান এজ গ্রেট' বিরাট কোহলিকে সুযোগ করে দিতে বেঞ্চে বসতে হচ্ছে দীপক হুডা এবং শ্রেয়স আইয়ারকে ৷ যা নিয়ে প্রশ্ন তুলেছেন কপিল দেব ৷ কপিলের প্রশ্ন, বিরাট যেখানে ফর্মে নেই ৷ সেখানে রানের মধ্যে থাকা দীপক হুডা এবং শ্রেয়স আইয়ারের মতো ব্যাটারদের বাইরে রাখা হচ্ছে ৷ আর তা শুধুমাত্র বিরাট কোহলিকে এগারো জনের দলে সুযোগ করে দেওয়ার জন্য ৷

কপিল এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলেন, "এখন পরিস্থিতি যা তাতে, টি-20'র এগারো জনের দলের বাইরে কোহলিকে রাখতে হতে পারে ৷ তাঁকে ভালো পারফর্ম করতে হবে ৷ যদি, বিশ্বের 2 নম্বর বোলার অশ্বিন টেস্ট দল থেকে বাদ পড়তে পারেন, তাহলে বিশ্বের 1 নম্বর ব্যাটারকেও বাদ দেওয়া যায় ৷"

তবে, বিরাট কোহলির মধ্যে এখনও ক্রিকেট বেঁচে রয়েছে বলে মনে করেন কপিল দেব ৷ তিনি বলেন, "বিরাটের মধ্যে এখনও অনেক প্রতিভা এবং ক্ষমতা আছে ৷ এমন একজন ক্রিকেটারের দারুণভাবে ফিরে আসার বিষয়ে প্রত্যাশা করাই যায় ৷ এমন নয় যে, তাঁকে পুরোপুরি বাদ দেওয়ার কথা বলা হচ্ছে ৷ যদি,. ও এখন পারফর্ম করতে না পারে, তাহলে ঠিক আছে (তাঁকে বাইরে রাখা হোক) ৷ তরুণরা ভালো খেলছে ৷ কিন্তু, বিরাট যেদিন পারফর্ম করবে, তখন কি তাঁকে আপনি বাইরে রাখতে পারবেন ? আপনি অশ্বিনকে বাইরে রাখতে পারলে, যে কাউকে বাইরে রাখা যেতে পারে ৷"

আর কোহলির মহান ক্রিকেটার হয়ে ওঠা নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, "বছরের পর বছর ধরে বিরাটকে আমরা যেভাবে খেলতে দেখে আসছি ৷ এখন ও সেই পর্যায়ের ক্রিকেট খেলতে পারছে না ৷ ও নিজেকে মহান খেলোয়াড়ের জায়গায় নিয়ে গেছে, কেবলমাত্র নিজের পারফরম্যান্সের জোরে ৷ কিন্তু, বিরাট পারফর্ম করতে না-পারলে তরুণ ক্রিকেটারদের আপনি বাইরে রাখতে পারেন না ৷"

আরও পড়ুন: IND vs ENG 2nd T20I: এজবাস্টনে 'ভিনটেজ ভুবি' শো, একপেশে ম্যাচে সিরিজে পকেটে পুরল 'মেন ইন ব্লু'

কপিল এও জানান, "আমি আশা করব ভারতীয় দলে সুযোগ পেতে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতার পরিবেশ থাকবে ৷ তরুণ ক্রিকেটারদের বিরাট কোহলিকে ছাপিয়ে যাওয়া চেষ্টা করতে হবে ৷ কিন্তু, বিরাটকে একটা পর্যায়ে গিয়ে এটা ভাবতে হবে যে, ‘হ্যাঁ আমি একটা সময় আমি বড় ক্রিকেটার ছিলাম ৷ কিন্তু, আমাকে আবারও 1 নম্বর খেলোয়াড়ের মতো খেলতে হবে ৷’ আর তখন দলের পক্ষে সমস্যা হবে ৷ কিন্তু, সেটা খারাপ নয় ৷" পাশাপাশি, ভারতীয় ক্রিকেটারদের কোনও সুনিশ্চিত কারণ ছাড়া বারে বারে বিশ্রামে পাঠানোর বিষয়টিও ভালোভাবে দেখছেন না কপিল ৷ কপিলের দাবি, যদি সত্যিই বিশ্রাম দেওয়া হয়, তাহলে সঠিক কারণ জানানো হোক ৷

কলকাতা, 10 জুলাই: ছন্দহীন বিরাট কোহলির ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব ৷ টেস্টে সাড়ে চারশোর বেশি উইকেট পাওয়া অশ্বিনের টেস্ট দলে সুযোগ না-পাওয়ার প্রসঙ্গ টেনে বিরাটের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন বিশ্বজয়ী অধিনায়ক ৷ তাঁর কথায়, যদি সাড়ে চারশোর বেশি উইকেট নিয়েও টেস্ট দলে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) সুযোগ না পান, তাহলে বিরাট কোহলিকে কেন খারাপ ফর্মের জন্য টি-20 দলে বয়ে বেড়ানো হবে(Kapil Dev Raises Questions Over Selection of Virat Kohli in T20) ? প্রশ্ন তুলেছেন কিংবদন্তি ৷

2019 ইডেনে ভারতের প্রথম পিঙ্ক বল টেস্টে শেষবার শতরান এসেছে প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাটে ৷ এরপর দলের সাফল্যে বিরাটের ব্যাটে সেই অর্থে রান নেই ৷ এই পরিস্থিতিতে সীমিত ওভারের ক্রিকেটে 'মর্ডান এজ গ্রেট' বিরাট কোহলিকে সুযোগ করে দিতে বেঞ্চে বসতে হচ্ছে দীপক হুডা এবং শ্রেয়স আইয়ারকে ৷ যা নিয়ে প্রশ্ন তুলেছেন কপিল দেব ৷ কপিলের প্রশ্ন, বিরাট যেখানে ফর্মে নেই ৷ সেখানে রানের মধ্যে থাকা দীপক হুডা এবং শ্রেয়স আইয়ারের মতো ব্যাটারদের বাইরে রাখা হচ্ছে ৷ আর তা শুধুমাত্র বিরাট কোহলিকে এগারো জনের দলে সুযোগ করে দেওয়ার জন্য ৷

কপিল এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলেন, "এখন পরিস্থিতি যা তাতে, টি-20'র এগারো জনের দলের বাইরে কোহলিকে রাখতে হতে পারে ৷ তাঁকে ভালো পারফর্ম করতে হবে ৷ যদি, বিশ্বের 2 নম্বর বোলার অশ্বিন টেস্ট দল থেকে বাদ পড়তে পারেন, তাহলে বিশ্বের 1 নম্বর ব্যাটারকেও বাদ দেওয়া যায় ৷"

তবে, বিরাট কোহলির মধ্যে এখনও ক্রিকেট বেঁচে রয়েছে বলে মনে করেন কপিল দেব ৷ তিনি বলেন, "বিরাটের মধ্যে এখনও অনেক প্রতিভা এবং ক্ষমতা আছে ৷ এমন একজন ক্রিকেটারের দারুণভাবে ফিরে আসার বিষয়ে প্রত্যাশা করাই যায় ৷ এমন নয় যে, তাঁকে পুরোপুরি বাদ দেওয়ার কথা বলা হচ্ছে ৷ যদি,. ও এখন পারফর্ম করতে না পারে, তাহলে ঠিক আছে (তাঁকে বাইরে রাখা হোক) ৷ তরুণরা ভালো খেলছে ৷ কিন্তু, বিরাট যেদিন পারফর্ম করবে, তখন কি তাঁকে আপনি বাইরে রাখতে পারবেন ? আপনি অশ্বিনকে বাইরে রাখতে পারলে, যে কাউকে বাইরে রাখা যেতে পারে ৷"

আর কোহলির মহান ক্রিকেটার হয়ে ওঠা নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, "বছরের পর বছর ধরে বিরাটকে আমরা যেভাবে খেলতে দেখে আসছি ৷ এখন ও সেই পর্যায়ের ক্রিকেট খেলতে পারছে না ৷ ও নিজেকে মহান খেলোয়াড়ের জায়গায় নিয়ে গেছে, কেবলমাত্র নিজের পারফরম্যান্সের জোরে ৷ কিন্তু, বিরাট পারফর্ম করতে না-পারলে তরুণ ক্রিকেটারদের আপনি বাইরে রাখতে পারেন না ৷"

আরও পড়ুন: IND vs ENG 2nd T20I: এজবাস্টনে 'ভিনটেজ ভুবি' শো, একপেশে ম্যাচে সিরিজে পকেটে পুরল 'মেন ইন ব্লু'

কপিল এও জানান, "আমি আশা করব ভারতীয় দলে সুযোগ পেতে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতার পরিবেশ থাকবে ৷ তরুণ ক্রিকেটারদের বিরাট কোহলিকে ছাপিয়ে যাওয়া চেষ্টা করতে হবে ৷ কিন্তু, বিরাটকে একটা পর্যায়ে গিয়ে এটা ভাবতে হবে যে, ‘হ্যাঁ আমি একটা সময় আমি বড় ক্রিকেটার ছিলাম ৷ কিন্তু, আমাকে আবারও 1 নম্বর খেলোয়াড়ের মতো খেলতে হবে ৷’ আর তখন দলের পক্ষে সমস্যা হবে ৷ কিন্তু, সেটা খারাপ নয় ৷" পাশাপাশি, ভারতীয় ক্রিকেটারদের কোনও সুনিশ্চিত কারণ ছাড়া বারে বারে বিশ্রামে পাঠানোর বিষয়টিও ভালোভাবে দেখছেন না কপিল ৷ কপিলের দাবি, যদি সত্যিই বিশ্রাম দেওয়া হয়, তাহলে সঠিক কারণ জানানো হোক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.