মুম্বই, 18 মে : মঙ্গলবার ওয়াংখেড়েতে রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফের ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে দল ৷ অথচ পরদিন সকালেই দলের জৈব বলয় ছাড়লেন অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ বুধবার সোশ্যাল মিডিয়ায় সানরাইজার্স হায়দরাবাদের তরফে কিউয়ি ব্যাটারের জৈব বলয় ছাড়ার বিষয়টি জানানো হয়েছে ৷ যদিও এর নেপথ্যে রয়েছে একটি খুশির খবর ৷ সন্তানসম্ভবা স্ত্রী-র পাশে থাকতে দেশে ফিরে যাছেন উইলিয়ামসন, জানানো হয়েছে সানরাইজার্সের তরফে (Kane Williamson leaves SRH bubble to be with his pregnant wife) ৷
এদিন দক্ষিণের ফ্র্যাঞ্চাইজি দলটি লিখেছে, "দলের অধিনায়ক নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছেন সন্তানসম্ভবা স্ত্রী-র পাশে থাকার জন্য ৷ শিবিরের প্রত্যেক সদস্যের তরফ থেকে কেন উইলিয়ামসন এবং তাঁর স্ত্রী-র জন্য শুভকামনা রইল ৷" এই নিয়ে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ক ৷ এর আগে 2020 কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন উইলিয়ামসন-পত্নী সারাহ রহিম ৷
-
𝑶𝑭𝑭𝑰𝑪𝑰𝑨𝑳 𝑼𝑷𝑫𝑨𝑻𝑬:
— SunRisers Hyderabad (@SunRisers) May 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Our skipper Kane Williamson is flying back to New Zealand, to usher in the latest addition to his family. 🧡
Here's everyone at the #Riser camp wishing Kane Williamson and his wife a safe delivery and a lot of happiness!#OrangeArmy #ReadyToRise pic.twitter.com/3CFbvN60r4
">𝑶𝑭𝑭𝑰𝑪𝑰𝑨𝑳 𝑼𝑷𝑫𝑨𝑻𝑬:
— SunRisers Hyderabad (@SunRisers) May 18, 2022
Our skipper Kane Williamson is flying back to New Zealand, to usher in the latest addition to his family. 🧡
Here's everyone at the #Riser camp wishing Kane Williamson and his wife a safe delivery and a lot of happiness!#OrangeArmy #ReadyToRise pic.twitter.com/3CFbvN60r4𝑶𝑭𝑭𝑰𝑪𝑰𝑨𝑳 𝑼𝑷𝑫𝑨𝑻𝑬:
— SunRisers Hyderabad (@SunRisers) May 18, 2022
Our skipper Kane Williamson is flying back to New Zealand, to usher in the latest addition to his family. 🧡
Here's everyone at the #Riser camp wishing Kane Williamson and his wife a safe delivery and a lot of happiness!#OrangeArmy #ReadyToRise pic.twitter.com/3CFbvN60r4
মঙ্গলবার রুদ্ধশ্বাস ম্যাচে রোহিতের দলকে 3 রানে হারিয়ে প্লে-অফে যোগ্যতা অর্জনের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে সানরাইজার্স ৷ যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ ৷ রাহুল ত্রিপাঠী. প্রিয়ম গর্গ এবং নিকোলাস পুরানের ব্যাটে প্রথমে ব্যাট করে 6 উইকেটে 193 রান তোলে অরেঞ্জ ব্রিগেড ৷ ত্রিপাঠী করেন 44 বলে 76 ৷ প্রিয়ম এবং পুরানের ব্যাট থেকে আসে যথাক্রমে 42 (26) এবং 38 (22) রান ৷
আরও পড়ুন : হ্যামস্ট্রিংয়ে চোট, নাইট শিবির ছাড়লেন রাহানে
জবাবে টিম ডেভিডের বিস্ফোরক ব্যাটিং, রোহিত-ইশানের ব্যাটে রান সত্ত্বেও লক্ষ্যমাত্রা থেকে কিছুটা দূরেই (190/7) থমকে যায় মুম্বইয়ের ইনিংস ৷ ডেভিড করেন 18 বলে 46 ৷ মুম্বই অধিনায়কের ব্যাট থেকে আসে 48 রান ৷