ETV Bharat / sports

আর্চারের চোট ইংল্যান্ডের জন্য চিন্তার বিষয় : নাসের হুসেন

জোফরা আর্চারের কনুইয়ের চোট ইংল্যান্ড দলের জন্য চিন্তার বিষয় বলে মনে করছেন নাসের হুসেন ৷ আর জোফরা আর্চারের চোট ঠিক সারাতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বোর্ডকে আরও সচেতন হতে হবে বলে মনে করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ৷

author img

By

Published : May 19, 2021, 10:17 PM IST

jofra-archers-recurring-injury-a-worry-for-england-Nasser hussain
জোফরা আর্চারের চোট ইংল্যান্ডের জন্য চিন্তার বিষয় : নাসের হুসেন

লন্ডন, 19 মে : পেসার জোফরা আর্চারের চোট নিয়ে চিন্তিত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন ৷ আসন্ন টি-20 বিশ্বকাপ এবং অ্যাসেজের আগে জোফরা আর্চারের পুরনো কনুইয়ের চোট ফের বেড়ে যাওয়া ইংল্যান্ড শিবিরের কাছে খুব একটা ভাল খবর নয় বলেই মনে করছেন তিনি ৷

এক সাক্ষাৎকারে হুসেন জানিয়েছেন, যেকোনও ক্রিকেটারের কাছে এই বিষয়টা খুবই চিন্তার ৷ তাঁর কথায়, একজন ক্রিকেটার কখনই চাইবেন না পুরনো চোটকে বয়ে নিয়ে যেতে ৷ বিশেষ করে করে জোফরার মতো একজন বোলারের ক্ষেত্রে তা তো কখনই কাম্য নয় ৷ হুসেন বলেন, ‘‘জোফরা এক বিরল প্রতিভা, এক কথায় রত্ন ৷ এটা আরও বেশি করে প্রমাণিত হয়েছে, গত সপ্তাহে সাসেক্সের বিরুদ্ধে জ়্যাক ক্রোলিকে যে বলে আউট করেছেন, সেটি এক কথায় অসাধারণ ছিল ৷’’

আরও পড়ুন : প্রকাশিত অ্যাশেজ সিরিজ়ের সূচি, প্রথা ভেঙে শেষ ম্য়াচ পার্থে

হুসেনের দাবি, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের উচিত টি-20 বিশ্বকাপ এবং অবশ্যই অ্যাসেজের আগে তাঁকে পুরোপুরি ফিট করে তোলা ৷ তাঁর মতে, জোফরা যা সহজে করতে পারেন, তা অন্য অনেক বোলারই করতে পারেন না ৷

লন্ডন, 19 মে : পেসার জোফরা আর্চারের চোট নিয়ে চিন্তিত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন ৷ আসন্ন টি-20 বিশ্বকাপ এবং অ্যাসেজের আগে জোফরা আর্চারের পুরনো কনুইয়ের চোট ফের বেড়ে যাওয়া ইংল্যান্ড শিবিরের কাছে খুব একটা ভাল খবর নয় বলেই মনে করছেন তিনি ৷

এক সাক্ষাৎকারে হুসেন জানিয়েছেন, যেকোনও ক্রিকেটারের কাছে এই বিষয়টা খুবই চিন্তার ৷ তাঁর কথায়, একজন ক্রিকেটার কখনই চাইবেন না পুরনো চোটকে বয়ে নিয়ে যেতে ৷ বিশেষ করে করে জোফরার মতো একজন বোলারের ক্ষেত্রে তা তো কখনই কাম্য নয় ৷ হুসেন বলেন, ‘‘জোফরা এক বিরল প্রতিভা, এক কথায় রত্ন ৷ এটা আরও বেশি করে প্রমাণিত হয়েছে, গত সপ্তাহে সাসেক্সের বিরুদ্ধে জ়্যাক ক্রোলিকে যে বলে আউট করেছেন, সেটি এক কথায় অসাধারণ ছিল ৷’’

আরও পড়ুন : প্রকাশিত অ্যাশেজ সিরিজ়ের সূচি, প্রথা ভেঙে শেষ ম্য়াচ পার্থে

হুসেনের দাবি, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের উচিত টি-20 বিশ্বকাপ এবং অবশ্যই অ্যাসেজের আগে তাঁকে পুরোপুরি ফিট করে তোলা ৷ তাঁর মতে, জোফরা যা সহজে করতে পারেন, তা অন্য অনেক বোলারই করতে পারেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.