গল, 21 নভেম্বর : প্রথমদিনেই ভয়ানক দুর্ঘটনার সাক্ষী থাকল শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ (SL v WI) প্রথম টেস্ট ৷ গল টেস্টের প্রথমদিন মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়লেন অভিষেককারী ক্য়ারিবিয়ান ব্য়াটার জেরেমি সোলোজানো (Jeremy Solozano) ৷ শর্ট লেগে ফিল্ডিংরত অবস্থায় বিপক্ষ ব্য়াটারের নেওয়া শট হেলমেটে এসে লাগে তাঁর ৷ আপাতত ক্য়ারিবিয়ান ক্রিকেটারের ঠিকানা হাসপাতাল ৷
রবিবার গল টেস্টের প্রথমদিন শ্রীলঙ্কা ইনিংসের 24তম ওভারে এই দুর্ঘটনা ঘটে ৷ রস্টন চেজের (Roston Chase) ডেলিভারিতে শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নের (Dimuth Karunaratne) জোরালো পুল শট শর্ট লেগে ফিল্ডিংরত জেরেমি সোলোজানোর হেলমেটে গিয়ে সজরা আঘাত করে ৷ অভিঘাতে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন বছর ছাব্বিশের ক্য়ারিবিয়ান ক্রিকেটার ৷ গলে সাময়িকভাবে ফিরে আসে ফিল হিউজেস স্মৃতি ৷
স্ট্রেচারে মাঠ ছাড়ার আগে মেডিক্য়াল টিমের তত্ত্বাবধানে মাঠেই প্রাথমিক চিকিৎসা চলে জেরেমির ৷ আশার কথা এই যে, স্ট্রেচারে মাঠ ছাড়ার সময় জেরেমি সজ্ঞানে ছিলেন এবং মেডিক্য়াল টিমের প্রশ্নে সাড়া দিচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ জেরেমির আঘাতে উদ্বিগ্ন সেদেশের ক্রিকেট বোর্ড টুইটে লেখে, "অভিষেককারী জেরেমি সোলোজানো মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছেন ৷ আপাতত তাঁকে হাসপাতালে স্ক্য়ানের জন্য় নিয়ে যাওয়া হয়েছে ৷ আমরা তাঁর দ্রুত আরোগ্য় কামনা করছি ৷"
আরও পড়ুন : টাইগার্সের বিরুদ্ধে টি-20 সিরিজ জয় পাকিস্তানের
দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে দু'ম্য়াচের সিরিজে ক্য়ারিবিয়ান একাদশে এদিন অভিষেক হয় জেরেমির ৷ টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন সিংহলী দলনায়ক দিমুথ করুণারত্নে ৷ অধিনায়কের ব্য়াটে প্রথমদিন ভাল জায়গায় শ্রীলঙ্কা ৷