মুম্বই, 31 মে : প্রাক্তনীদের ধন্যবাদ জানিয়ে টুইটারে আবেগপ্রবণ পোস্ট ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান জেমিমা রডরিগেজ’র ৷ ভারতীয় মহিলা ক্রিকেট দলের টেস্ট দলের জার্সি উন্মোচনের ছবির সঙ্গে একটি লেখাও পোস্ট করেছেন তিনি ৷ যেখানে বর্তমান ভারতীয় দলকে গড়ে তোলার জন্য প্রাক্তনীরা যে অবদান রেখেছেন, তার জন্য তাঁদের কুর্ণিশ জানালেন ভারতী ওপেনার ৷
ওই পোস্টে জেমিমা লিখেছেন, ‘‘আজ রমেশ (পাওয়ার) স্য়ার আমাদের টিম মিটিং ডেকেছিলেন ৷ যেখানে তিনি আমাদের ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাস দেখালেন ৷ যেখানে কোথা থেকে আমরা করেছিলাম এবং আজ আমরা কোথায় এসে পৌঁছেছি... আমরা আজ যে জায়গায় পৌঁছেছি, সেখানে পৌঁছানোর রাস্তাটা আমাদের আগের খেলোয়াড়রা তৈরি করে দিয়ে গিয়েছেন ৷’’
-
Something that's very close to my heart. Do read if possible :) pic.twitter.com/dPic3n82fy
— Jemimah Rodrigues (@JemiRodrigues) May 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Something that's very close to my heart. Do read if possible :) pic.twitter.com/dPic3n82fy
— Jemimah Rodrigues (@JemiRodrigues) May 30, 2021Something that's very close to my heart. Do read if possible :) pic.twitter.com/dPic3n82fy
— Jemimah Rodrigues (@JemiRodrigues) May 30, 2021
আরও পড়ুন :টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসি’র কাছে আরও 1 মাসের সময় চাইবে বিসিসিআই
প্রায় সাত বছর পর ইংল্যান্ডের মাটিতে ফের একবার টেস্ট ক্রিকেট খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ তার আগে রবিবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের টেস্ট ম্যাচের জার্সি উন্মোচন হয় ৷ যে দলের অধিনায়কত্ব করবেন মিতালি রাজ ৷