ETV Bharat / sports

Successful Test Bowling Pair: ওয়ার্ন-ম্যাকগ্রাকে পিছনে ফেলে টেস্টে সফল বোলিং জুটি অ্যান্ডারসন-ব্রড - স্টুয়ার্ট ব্রড

টেস্টে সফল বোলিং জুটি হলেন জিমি অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড (Successful Test Bowling Pair) ৷ এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে এই কীর্তি গড়েছেন তাঁরা ৷ সেই সঙ্গে পিছনে ফেলেছেন প্রাক্তন দুই অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা এবং শেন ওয়ার্নকে ৷

Successful Bowling Pair in Test ETV BHARAT
Successful Bowling Pair in Test
author img

By

Published : Feb 18, 2023, 10:15 PM IST

মাউন্ট মাউনগানুই, 18 ফেব্রুয়ারি: নয়া কীর্তি ব্রিটিশ পেস জুটি জিমি অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের (James Anderson-Stuart Broad) ৷ টেস্ট ক্রিকেটে সেরা সফল জুটি এই দুই ইংরেজ পেসার ৷ জুটিতে সর্বাধিক উইকেট নেওয়ার ক্ষেত্রে প্রাক্তন দুই অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা এবং প্রয়াত শেন ওয়ার্নকে টপকে গেলেন তাঁরা ৷ ম্যাকগ্রা এবং ওয়ার্ন টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে জুটিতে 1001 উইকেট নিয়েছেন ৷ আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনের সেই রেকর্ড ভেঙে দিয়েছে জিমি-স্টুয়ার্ট জুটি ৷ তাঁদের মিলিত উইকেট সংখ্যা 1002 (Most Successful Bowling Pair in Test) ৷

এদিন মাউন্ট মাউনগানুইয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের ফাইনাল সেশনে ডেভন কনওয়েকে বোল্ড করেন স্টুয়ার্ট ব্রড ৷ সেই সঙ্গেই ম্যাকগ্রা এবং ওয়ার্নের টেস্ট ক্রিকেটের জুটিতে তোলা উইকেটের সংখ্যা টপকে যান তাঁরা ৷

এই তালিকায় বর্তমানে প্রথম চারটি জুটি হলেন,

জিমি অ্যান্ডারসন- স্টুয়ার্ট ব্রড জুটি (1002 উইকেট)*

শেন ওয়ার্ন-গ্লেন ম্যাকগ্রা (1001)

মুথাইয়া মুরলীধরন-চামিন্ডা ভাস (895)

কোর্টনি ওয়ালশ-কার্টলি অ্যামব্রোস (762)

জিমি অ্যান্ডারসন টেস্ট অভিষেক করেছিলেন 2003 সালের মে মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৷ আর স্টুয়ার্ট ব্রডের টেস্টে আত্মপ্রকাশ 2007 সালে 21 বছর বয়সে ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্টে অভিষেক করেন তিনি ৷ সেই থেকে স্টুয়ার্ট-জিমি জুটি টেস্ট ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছে ৷ বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে ৷ শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটে 500-র বেশি উইকেট নেওয়া 7 জন ক্রিকেটারের মধ্যে রয়েছেন এই 2 জন ৷

আরও পড়ুন: ম্যাককালামকে টপকে টেস্টে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড স্টোকসের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে এই মুহূর্তে চালকের আসনে রয়েছে ইংল্যান্ড ৷ প্রথম ইনিংসে 19 রানে এগিয়ে ছিল ইংল্যান্ড ৷ প্রথমে ব্যাট করে 325 রান করেন বেন স্টোকসরা ৷ সেখানে 306 রানে অল-আউট হয়ে যায় কিউয়িরা ৷ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড 374 রান করে ৷ নিউজিল্যান্ড 394 রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে 5 উইকেট হারিয়ে 63 রান করেছে ৷ এখনও 331 রান দরকার নিউজিল্যান্ডের জেতার জন্য ৷ কিন্তু, তাদের হাতে মাত্র 5 উইকেট রয়েছে ৷

মাউন্ট মাউনগানুই, 18 ফেব্রুয়ারি: নয়া কীর্তি ব্রিটিশ পেস জুটি জিমি অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের (James Anderson-Stuart Broad) ৷ টেস্ট ক্রিকেটে সেরা সফল জুটি এই দুই ইংরেজ পেসার ৷ জুটিতে সর্বাধিক উইকেট নেওয়ার ক্ষেত্রে প্রাক্তন দুই অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা এবং প্রয়াত শেন ওয়ার্নকে টপকে গেলেন তাঁরা ৷ ম্যাকগ্রা এবং ওয়ার্ন টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে জুটিতে 1001 উইকেট নিয়েছেন ৷ আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনের সেই রেকর্ড ভেঙে দিয়েছে জিমি-স্টুয়ার্ট জুটি ৷ তাঁদের মিলিত উইকেট সংখ্যা 1002 (Most Successful Bowling Pair in Test) ৷

এদিন মাউন্ট মাউনগানুইয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের ফাইনাল সেশনে ডেভন কনওয়েকে বোল্ড করেন স্টুয়ার্ট ব্রড ৷ সেই সঙ্গেই ম্যাকগ্রা এবং ওয়ার্নের টেস্ট ক্রিকেটের জুটিতে তোলা উইকেটের সংখ্যা টপকে যান তাঁরা ৷

এই তালিকায় বর্তমানে প্রথম চারটি জুটি হলেন,

জিমি অ্যান্ডারসন- স্টুয়ার্ট ব্রড জুটি (1002 উইকেট)*

শেন ওয়ার্ন-গ্লেন ম্যাকগ্রা (1001)

মুথাইয়া মুরলীধরন-চামিন্ডা ভাস (895)

কোর্টনি ওয়ালশ-কার্টলি অ্যামব্রোস (762)

জিমি অ্যান্ডারসন টেস্ট অভিষেক করেছিলেন 2003 সালের মে মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৷ আর স্টুয়ার্ট ব্রডের টেস্টে আত্মপ্রকাশ 2007 সালে 21 বছর বয়সে ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্টে অভিষেক করেন তিনি ৷ সেই থেকে স্টুয়ার্ট-জিমি জুটি টেস্ট ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছে ৷ বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে ৷ শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটে 500-র বেশি উইকেট নেওয়া 7 জন ক্রিকেটারের মধ্যে রয়েছেন এই 2 জন ৷

আরও পড়ুন: ম্যাককালামকে টপকে টেস্টে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড স্টোকসের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে এই মুহূর্তে চালকের আসনে রয়েছে ইংল্যান্ড ৷ প্রথম ইনিংসে 19 রানে এগিয়ে ছিল ইংল্যান্ড ৷ প্রথমে ব্যাট করে 325 রান করেন বেন স্টোকসরা ৷ সেখানে 306 রানে অল-আউট হয়ে যায় কিউয়িরা ৷ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড 374 রান করে ৷ নিউজিল্যান্ড 394 রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে 5 উইকেট হারিয়ে 63 রান করেছে ৷ এখনও 331 রান দরকার নিউজিল্যান্ডের জেতার জন্য ৷ কিন্তু, তাদের হাতে মাত্র 5 উইকেট রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.