ETV Bharat / sports

Sachin on Son Arjun's IPL Debut: মাঠে নিজেকে মেলে ধরুক অর্জুন, সেটাই চেয়েছিলেন বাবা সচিন - মুম্বই ইন্ডিয়ান্স

ছেলে অর্জুন তেন্ডুলকর চাপে থাকুক, সেটা চাননি সচিন ৷ তাই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অর্জুনের অভিষেক ম্যাচে ড্রেসিংরুমের ভিতরেই ছিলেন মাস্টার ব্লাস্টার ৷ ছেলেকে স্বাধীনভাবে খেলার সুযোগ দিতে চেয়েছিলেন ৷

Sachin on Son Arjun's IPL Debut ETV BHARAT
Sachin on Son Arjun's IPL Debut
author img

By

Published : Apr 17, 2023, 9:15 PM IST

মুম্বই, 17 এপ্রিল: অভিষেক ম্যাচে ছেলে অর্জুন তেন্ডুলকর চাপে থাকুক সেটা চাননি প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ তাই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অর্জুনের আইপিএল অভিষেক ম্যাচে টিম ডাগ আউটে ছিলেন না মেন্টর সচিন ৷ জানালেন, এতে করে অর্জুন তাঁর পরিকল্পনাকে ম্যাচে কার্যকর করতে পারতেন না ৷ উল্লেখ্য, রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল অভিষেক করেছেন অর্জুন তেন্ডুলকর ৷ যে ম্যাচে 2 ওভারে বিনা উইকেটে 17 রান দিয়েছেন তিনি ৷

ম্যাচ শেষে রবিবার অর্জুন জানিয়েছেন, মুম্বইয়ের হয়ে তাঁর অভিষেক স্বপ্নের মুহূর্ত ছিল ৷ আর 2008 সাল থেকে যে দলকে তিনি সমর্থন করে আসছেন, সেই দলের হয়ে আইপিএল ক্যাপ পাওয়া অর্জুনের কাছে খুবই বিশেষ মুহূর্ত ৷ এবার তাঁর লক্ষ্য ভারতীয় দলের ক্যাপ পরে মাঠে নামা ৷ তবে, অর্জুন তেন্ডুলকরের সঙ্গে জুড়ে রয়েছে, তাঁর বাবা কিংবদন্তী সচিনের নাম ৷ যা কোথাও না কোথাও তাঁকে প্রতিমুহূর্তে চাপে রাখবে ৷ আর সেটা হয়তো আগেই বুঝে গিয়েছিলেন বাবা সচিন ৷

তাই অর্জুনের অভিষেকে তিনি অন্যান্য সময়ের মতো ডাগআউটে ছিলেন না ৷ মুম্বইয়ের ড্রেসিংরুমে বসেছিলেন ৷ কারণ, তিনি চাননি তাঁর উপস্থিতি কখনই ছেলের খেলায় প্রভাব ফেলুক ৷ বিশেষত, আইপিএল অভিষেকে অর্জুনের নিজের পরিকল্পনা যাতে তাঁর উপস্থিতিতে বিফলে না যায়, সেটাই চেয়েছিলেন মাস্টার ব্লাস্টার ৷ সচিন জানিয়েছেন, এতগুলো বছরে তিনি কোনওদিন ছেলের খেলা দেখতে মাঠে যাননি ৷ কারণ, তিনি চেয়েছেন অর্জুন স্বাধীনভাবে নিজের খেলাটাকে উপভোগ করুক ৷ সচিন তেন্ডুলকরের উপস্থিতি কোথাও গিয়ে তাঁকে চাপে রাখতে পারে ৷ তবে সচিন পুত্রের আইপিএল অভিষেক নিয়ে আবেগতাড়িত শাহরুখ খান ৷

আরও পড়ুন: অর্জুনের অভিষেকে শুভেচ্ছাবার্তা বাবা সচিনের, ছেলের জন্য কী লিখলেন মাস্টার ব্লাস্টার?

তবে, বাবা সচিনের জন্য রবিবারের দিনটা খুবই আবেগপ্রবণ ছিল ৷ 6 বছর তিনি মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্রিকেট খেলেছেন ৷ আর গত 10 বছর ধরে তিনি এই দলের মেন্টর ৷ সেই দলের হয়ে তাঁর নিজের ছেলে খেলছে ৷ এটা বাবা হিসেবে তাঁর কাছে গর্বের বলে মনে করেন সচিন তেন্ডুলকর ৷

মুম্বই, 17 এপ্রিল: অভিষেক ম্যাচে ছেলে অর্জুন তেন্ডুলকর চাপে থাকুক সেটা চাননি প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ তাই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অর্জুনের আইপিএল অভিষেক ম্যাচে টিম ডাগ আউটে ছিলেন না মেন্টর সচিন ৷ জানালেন, এতে করে অর্জুন তাঁর পরিকল্পনাকে ম্যাচে কার্যকর করতে পারতেন না ৷ উল্লেখ্য, রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল অভিষেক করেছেন অর্জুন তেন্ডুলকর ৷ যে ম্যাচে 2 ওভারে বিনা উইকেটে 17 রান দিয়েছেন তিনি ৷

ম্যাচ শেষে রবিবার অর্জুন জানিয়েছেন, মুম্বইয়ের হয়ে তাঁর অভিষেক স্বপ্নের মুহূর্ত ছিল ৷ আর 2008 সাল থেকে যে দলকে তিনি সমর্থন করে আসছেন, সেই দলের হয়ে আইপিএল ক্যাপ পাওয়া অর্জুনের কাছে খুবই বিশেষ মুহূর্ত ৷ এবার তাঁর লক্ষ্য ভারতীয় দলের ক্যাপ পরে মাঠে নামা ৷ তবে, অর্জুন তেন্ডুলকরের সঙ্গে জুড়ে রয়েছে, তাঁর বাবা কিংবদন্তী সচিনের নাম ৷ যা কোথাও না কোথাও তাঁকে প্রতিমুহূর্তে চাপে রাখবে ৷ আর সেটা হয়তো আগেই বুঝে গিয়েছিলেন বাবা সচিন ৷

তাই অর্জুনের অভিষেকে তিনি অন্যান্য সময়ের মতো ডাগআউটে ছিলেন না ৷ মুম্বইয়ের ড্রেসিংরুমে বসেছিলেন ৷ কারণ, তিনি চাননি তাঁর উপস্থিতি কখনই ছেলের খেলায় প্রভাব ফেলুক ৷ বিশেষত, আইপিএল অভিষেকে অর্জুনের নিজের পরিকল্পনা যাতে তাঁর উপস্থিতিতে বিফলে না যায়, সেটাই চেয়েছিলেন মাস্টার ব্লাস্টার ৷ সচিন জানিয়েছেন, এতগুলো বছরে তিনি কোনওদিন ছেলের খেলা দেখতে মাঠে যাননি ৷ কারণ, তিনি চেয়েছেন অর্জুন স্বাধীনভাবে নিজের খেলাটাকে উপভোগ করুক ৷ সচিন তেন্ডুলকরের উপস্থিতি কোথাও গিয়ে তাঁকে চাপে রাখতে পারে ৷ তবে সচিন পুত্রের আইপিএল অভিষেক নিয়ে আবেগতাড়িত শাহরুখ খান ৷

আরও পড়ুন: অর্জুনের অভিষেকে শুভেচ্ছাবার্তা বাবা সচিনের, ছেলের জন্য কী লিখলেন মাস্টার ব্লাস্টার?

তবে, বাবা সচিনের জন্য রবিবারের দিনটা খুবই আবেগপ্রবণ ছিল ৷ 6 বছর তিনি মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্রিকেট খেলেছেন ৷ আর গত 10 বছর ধরে তিনি এই দলের মেন্টর ৷ সেই দলের হয়ে তাঁর নিজের ছেলে খেলছে ৷ এটা বাবা হিসেবে তাঁর কাছে গর্বের বলে মনে করেন সচিন তেন্ডুলকর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.