ETV Bharat / sports

Virat Unfollows Sourav: 'বিরাট' প্রত্যর্পণ, করমর্দন বিতর্কের মাঝেই ইনস্টায় সৌরভকে আনফলো কোহলির - সৌরভ গঙ্গোপাধ্যায়

আরসিবি'র বিরুদ্ধে গত ম্যাচে হারের পর বিরাট কোহলির সঙ্গে করমর্দন না-করে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছিলেন সৌরভই ৷ তার ফলশ্রুতি হিসেবে ঠিক পরদিনই সোশাল মিডিয়ায় প্রাক্তন বোর্ড সভাপতিকে আনফলো করে বসলেন বিরাট কোহলি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 17, 2023, 8:28 PM IST

Updated : Apr 17, 2023, 8:39 PM IST

নয়াদিল্লি, 17 এপ্রিল: সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির মধ্যে ঠান্ডা লড়াই যেন থামছেই না ৷ সেই লড়াই যতটা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের তরফে, ততোধিক যেন প্রাক্তন ভারত অধিনায়কের তরফেও ৷ জাতীয় দলের অধিনায়ক হিসেবে সব ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর নেপথ্য কারণ হিসেবে তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছু বিষয় নিয়ে সরব হয়েছিলেন কোহলি ৷ রানমেশিনের দাবি ছিল, বোর্ড প্রেসিডেন্টের ইন্ধনেই হয়েছে সবটা ৷ যার রেশ অব্যাহত 2023 আইপিএলের মঞ্চেও ৷

আরসিবি'র বিরুদ্ধে গত ম্যাচে হারের পর বিরাট কোহলির সঙ্গে করমর্দন না-করে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছিলেন সৌরভই ৷ তার ফলশ্রুতি হিসেবে ঠিক পরদিনই সোশাল মিডিয়ায় প্রাক্তন বোর্ড সভাপতিকে আনফলো করে বসলেন বিরাট কোহলি ৷ যা নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক ৷ জাতীয় দলের পাশাপাশি আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বিরাট ৷ নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও এখনও আরসিবি ব্যাটিংয়ের 'বিরাট স্তম্ভ' কোহলি ৷

আর বোর্ড প্রেসিডেন্টের চেয়ার যাওয়ার পর আইপিএলে ফের দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর পদে বহাল হয়েছে সৌরভ ৷ তবে চলতি আইপিএলের প্রথম পাঁচ ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি সৌরভের দিল্লি ৷ গত শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-র কাছে 23 রানে হেরে চলতি আইপিএলে টানা পঞ্চম হার স্বীকার করে তারা ৷ আর ম্যাচ হারের পর বিরাটের সঙ্গে হ্যান্ডশেক না-করে নেটমাধ্যামে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন 'মহারাজ' ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয় নেটপাড়ায় ৷

আরও পড়ুন: ব্যাট হাতে আরসিবির সাফল্যের অধিকাংশ কৃতিত্ব বিরাটের, বললেন গাভাসকর

কোহলিও ছাড়বার পাত্র নন ৷ ঘটনার পরদিন অর্থাৎ রবিবার ইনস্টাগ্রামে সৌরভকে ফলো করা বন্ধ করেন বিরাট ৷ সোমবার সকালে দেখা যায়, সৌরভের ইনস্টা প্রোফাইলে ফলোয়ারের সংখ্যা 107 থেকে কমে দাঁড়িয়েছে 106 ৷ খোঁজ নিয়ে জানা যায়, আর কেউ নন; প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টকে আনফলো করেছেন খোদ কোহলি ৷ আইপিএলের ভরা মরশুমে যা নতুন করে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷

নয়াদিল্লি, 17 এপ্রিল: সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির মধ্যে ঠান্ডা লড়াই যেন থামছেই না ৷ সেই লড়াই যতটা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের তরফে, ততোধিক যেন প্রাক্তন ভারত অধিনায়কের তরফেও ৷ জাতীয় দলের অধিনায়ক হিসেবে সব ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর নেপথ্য কারণ হিসেবে তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছু বিষয় নিয়ে সরব হয়েছিলেন কোহলি ৷ রানমেশিনের দাবি ছিল, বোর্ড প্রেসিডেন্টের ইন্ধনেই হয়েছে সবটা ৷ যার রেশ অব্যাহত 2023 আইপিএলের মঞ্চেও ৷

আরসিবি'র বিরুদ্ধে গত ম্যাচে হারের পর বিরাট কোহলির সঙ্গে করমর্দন না-করে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছিলেন সৌরভই ৷ তার ফলশ্রুতি হিসেবে ঠিক পরদিনই সোশাল মিডিয়ায় প্রাক্তন বোর্ড সভাপতিকে আনফলো করে বসলেন বিরাট কোহলি ৷ যা নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক ৷ জাতীয় দলের পাশাপাশি আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বিরাট ৷ নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও এখনও আরসিবি ব্যাটিংয়ের 'বিরাট স্তম্ভ' কোহলি ৷

আর বোর্ড প্রেসিডেন্টের চেয়ার যাওয়ার পর আইপিএলে ফের দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর পদে বহাল হয়েছে সৌরভ ৷ তবে চলতি আইপিএলের প্রথম পাঁচ ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি সৌরভের দিল্লি ৷ গত শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-র কাছে 23 রানে হেরে চলতি আইপিএলে টানা পঞ্চম হার স্বীকার করে তারা ৷ আর ম্যাচ হারের পর বিরাটের সঙ্গে হ্যান্ডশেক না-করে নেটমাধ্যামে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন 'মহারাজ' ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয় নেটপাড়ায় ৷

আরও পড়ুন: ব্যাট হাতে আরসিবির সাফল্যের অধিকাংশ কৃতিত্ব বিরাটের, বললেন গাভাসকর

কোহলিও ছাড়বার পাত্র নন ৷ ঘটনার পরদিন অর্থাৎ রবিবার ইনস্টাগ্রামে সৌরভকে ফলো করা বন্ধ করেন বিরাট ৷ সোমবার সকালে দেখা যায়, সৌরভের ইনস্টা প্রোফাইলে ফলোয়ারের সংখ্যা 107 থেকে কমে দাঁড়িয়েছে 106 ৷ খোঁজ নিয়ে জানা যায়, আর কেউ নন; প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টকে আনফলো করেছেন খোদ কোহলি ৷ আইপিএলের ভরা মরশুমে যা নতুন করে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷

Last Updated : Apr 17, 2023, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.