বেঙ্গালুরু, 27 এপ্রিল: বুধবার রাতে চলতি আইপিএলে আরও একটি অর্ধশতরান করে কমলা টুপির দৌড়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন তিনি ৷ কিন্তু তাঁর 54 রানের ইনিংস কোনও কাজে আসেনি এদিনের হাইভোল্টেজ ম্যাচে ৷ অলরাউন্ড পারফরম্যান্সে আরসিবি'কে 21 রানে হারিয়ে বুধবার চার ম্যাচ পর জয়ে ফিরেছে কেকেআর ৷ তাই ব্যাটে রান এলেও দলের সামগ্রিক পারফরম্যান্সে আশাহত বিরাট কোহলি ৷ ম্যাচ শেষে একপ্রকার ক্ষুব্ধ হয়ে আরসিবি'র স্টপগ্যাপ দলনায়ক জানালেন, হারের মতোই খেলেছি আমরা ৷
চলতি টুর্নামেন্টে দ্বিতীয়বার নাইটদের কাছে হারের পর কোহলি এদিন বলেন, "সত্যি বলতে ম্যাচটা আমরা ওদের উপহার দিয়েছি ৷ আমরা হারার মতোই খেলেছি ৷ পেশাদারিত্বের অভাব ছিল দলের ক্রিকেটারদের মধ্যে ৷ আমাদের বোলিং ভালো হলেও ফিল্ডিং মোটেই আহামরি ছিল না ৷ বিনামূল্যে ম্যাচটা আমরা ওদের ছেড়ে দিয়েছি ৷"
দলের দুর্বল ফিল্ডিং নিয়ে বলতে গিয়ে কোহলি জানান, 4-5 ওভার দলের ফিল্ডিং এতটাই জঘন্য হয়েছে যে 25-30 রান সেখানে বেরিয়ে গিয়েছে ৷ পাশাপাশি রান তাড়া করার ক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্সের স্টপগ্যাপ দলনায়ক বলেন, "শুরুটা ভালো করেও চার-পাঁচটা উইকেট আমরা ছুড়ে দিয়ে এসেছি ৷ ওগুলো কখনোই উইকেট নেওয়ার মতো ডেলিভারি ছিল না ৷ কিন্তু আমরা সরাসরি ফিল্ডারদের হাতে বল তুলে দিয়েছি ৷"
আরও পড়ুন: আরসিবি'র হ্যাটট্রিক রুখে জয়ের সরণিতে প্রত্যাবর্তন নাইটদের
200 রান তাড়া করতে নেমে এদিন কোহলি ছাড়া কেউই পালটা লড়াই দিতে পারেননি নাইট বোলারদের ৷ চতুর্থ উইকেটে মহিপাল লোমরর একটা চেষ্টা করেছিলেন বটে, কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট ছিল না ৷ বরুণ চক্রবর্তীর 3 উইকেট, আন্দ্রে রাসেল এবং সুয়াশ শর্মার জোড়া উইকেটে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 179 রানে থেমে যায় হোম টিমের ইনিংস ৷ জয়ের হ্যাটট্রিক হাতছাড়া করে আট ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পাঁচেই রইল আরসিবি ৷ অন্যদিকে চার ম্যাচ হারের পর তৃতীয় জয়ে সাতে উঠে এল নাইটরা ৷