ETV Bharat / sports

IPL 2023: ব্যাট হাতে আরসিবির সাফল্যের অধিকাংশ কৃতিত্ব বিরাটের, বললেন গাভাসকর - RCB vs CSK

প্রতি ম্যাচে আরসিবি-র স্কোর বোর্ডে বড় রানের জন্য বিরাট কোহলিকে কৃতিত্ব দিলেন সুনীল গাভাসকর ৷ জানালেন, একমাত্র বিরাট যেভাবে ইনিংসের শুরুটা করছেন, তার কারণেই আরসিবি প্রথমে ব্যাট করে বড় রান তুলতে পারছে ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 17, 2023, 12:48 PM IST

বেঙ্গালুরু, 17 এপ্রিল: আরসিবি-র সাফল্যে বিরাট কোহলিকে অধিকাংশ কৃতিত্ব দিলেন সুনীল গাভাসকর ৷ কিংবদন্তি জানালেন, ওর আক্রমণাত্মক ইনিংসের কারণেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাওয়ার প্লে-তে বড় রান করতে পারছে ৷ আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের একটি শো-তে 'লিটল মাস্টার' বিরাটের প্রশস্তি করেন ৷ উল্লেখ্য, সোমবার আইপিএলের সাউথ ইন্ডিয়ান ডার্বিতে মুখোমুখি হচ্ছে আরসিবি এবং সিএসকে ৷ ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে এই ম্যাচ জিততে মরিয়া ফ্যাফ ডু'প্লেসিরা ৷

আইপিএল-এ এখনও পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে আরসিবি ৷ যেখানে 3 ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন বিরাট ৷ আর প্রতি ম্যাচেই পাওয়ার প্লে-তে প্রতিপক্ষের বোলরদের বিরুদ্ধে আক্রমণে গিয়েছেন বিরাট ৷ ফলে শুরুতেই বড় রানের ভিত তৈরি হয়েছে আরসিবি-র জন্য ৷ তা সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ হোক কিংবা দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে শেষ ম্যাচ ৷ শুরুতেই প্রতিপক্ষের সেরা বোলারের আক্রমণের জন্য বেছে নিচ্ছেন বিরাট ৷ আর কোহলির এই ব্যাটিং ভঙ্গিমার প্রশংসা করেছেন কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকর ৷

তিনি বলেন, ‘‘আরসিবি-র যে দারুণ শুরু করছে, এর অধিকাংশ প্রশংসা বিরাট কোহলির প্রাপ্য ৷ একমাত্র তাঁর ইনিংসের কারণেই আরসিবি স্কোরবোর্ডে বড় রান তুলতে পারছে ৷ এটা আরসিবি-র পক্ষে ভালো লক্ষণ ৷’’ বিরাট কোহলি চলতি আইপিএলের প্রথম চার ম্যাচে যথাক্রমে 82*, 21, 61 ও 50 রান করেছেন ৷ পাশাপাশি, অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি প্রথম ম্যাচে এবং লখনউয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন ৷ তবে, লখনউ ম্যাচে বোলারদের ব্যর্থতায় 212 রান তুলেও হারতে হয়েছিল আরসিবি-কে ৷

আরও পড়ুন: অর্জুনের অভিষেকে শুভেচ্ছাবার্তা বাবা সচিনের, ছেলের জন্য কী লিখলেন মাস্টার ব্লাস্টার?

আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচেও বিরাটের ব্যাটে রান আসবে, এমনটাই আশা করছেন সুনীল গাভাসকর ৷ বিশেষত, সিএসকে-এর অনভিজ্ঞ বোলিংয়ের সামনে বিরাট মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবেন বলে মনে করছেন তিনি ৷ তবে, সিএসকে-এর উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনি থাকবেন ৷ ফলে কাজটা অতটাও সহজ হবে না বলেও মনে করিয়ে দিয়েছেন সুনীল গাভাসকর ৷

বেঙ্গালুরু, 17 এপ্রিল: আরসিবি-র সাফল্যে বিরাট কোহলিকে অধিকাংশ কৃতিত্ব দিলেন সুনীল গাভাসকর ৷ কিংবদন্তি জানালেন, ওর আক্রমণাত্মক ইনিংসের কারণেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাওয়ার প্লে-তে বড় রান করতে পারছে ৷ আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের একটি শো-তে 'লিটল মাস্টার' বিরাটের প্রশস্তি করেন ৷ উল্লেখ্য, সোমবার আইপিএলের সাউথ ইন্ডিয়ান ডার্বিতে মুখোমুখি হচ্ছে আরসিবি এবং সিএসকে ৷ ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে এই ম্যাচ জিততে মরিয়া ফ্যাফ ডু'প্লেসিরা ৷

আইপিএল-এ এখনও পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে আরসিবি ৷ যেখানে 3 ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন বিরাট ৷ আর প্রতি ম্যাচেই পাওয়ার প্লে-তে প্রতিপক্ষের বোলরদের বিরুদ্ধে আক্রমণে গিয়েছেন বিরাট ৷ ফলে শুরুতেই বড় রানের ভিত তৈরি হয়েছে আরসিবি-র জন্য ৷ তা সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ হোক কিংবা দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে শেষ ম্যাচ ৷ শুরুতেই প্রতিপক্ষের সেরা বোলারের আক্রমণের জন্য বেছে নিচ্ছেন বিরাট ৷ আর কোহলির এই ব্যাটিং ভঙ্গিমার প্রশংসা করেছেন কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকর ৷

তিনি বলেন, ‘‘আরসিবি-র যে দারুণ শুরু করছে, এর অধিকাংশ প্রশংসা বিরাট কোহলির প্রাপ্য ৷ একমাত্র তাঁর ইনিংসের কারণেই আরসিবি স্কোরবোর্ডে বড় রান তুলতে পারছে ৷ এটা আরসিবি-র পক্ষে ভালো লক্ষণ ৷’’ বিরাট কোহলি চলতি আইপিএলের প্রথম চার ম্যাচে যথাক্রমে 82*, 21, 61 ও 50 রান করেছেন ৷ পাশাপাশি, অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি প্রথম ম্যাচে এবং লখনউয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন ৷ তবে, লখনউ ম্যাচে বোলারদের ব্যর্থতায় 212 রান তুলেও হারতে হয়েছিল আরসিবি-কে ৷

আরও পড়ুন: অর্জুনের অভিষেকে শুভেচ্ছাবার্তা বাবা সচিনের, ছেলের জন্য কী লিখলেন মাস্টার ব্লাস্টার?

আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচেও বিরাটের ব্যাটে রান আসবে, এমনটাই আশা করছেন সুনীল গাভাসকর ৷ বিশেষত, সিএসকে-এর অনভিজ্ঞ বোলিংয়ের সামনে বিরাট মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবেন বলে মনে করছেন তিনি ৷ তবে, সিএসকে-এর উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনি থাকবেন ৷ ফলে কাজটা অতটাও সহজ হবে না বলেও মনে করিয়ে দিয়েছেন সুনীল গাভাসকর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.