কলকাতা, 6 জুন : দলে নেই ঋদ্ধিমান সাহা ৷ তাঁর মতো অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটারকে ছাড়াই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে নেমেছে বাংলা দল ৷ বেঙ্গালুরুর মাঠে বঙ্গ ব্রিগেডের প্রথম দিনের পারফরম্যান্সে অবশ্য তা বোঝার জো নেই ৷ ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথমদিনের শেষে বাংলার স্কোরবোর্ডে উঠল এক উইকেট খুইয়ে 310 রান ৷ প্রথমদিনই সুদীপ ঘরামীর ব্যাটে উঠল ঝকঝকে শতরান ৷ অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদারদের অর্ধশতরানে শুরুটা দারুণ করল বঙ্গ ব্রিগেড ৷
সবুজ ঘাসের উইকেটে টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠান ঝাড়খণ্ড অধিনায়ক সৌরভ তিওয়ারি । শুরুটা নড়বড়ে হলেও উইকেট হারায়নি বাংলা । দুই ওপেনিং ব্যাটার অভিষেক রমন ও অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ কোনও ঝুঁকি না নিয়ে ইনিংস গড়তে থাকেন । কিন্তু 41 রান করে পিঠের চোটের কারণে অবসৃত হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় অভিষেক রামনকে । আর সেই জায়গাতেই ব্যাট করতে নামেন বছর 23-এর সুদীপ ঘরামি । বাংলার কোচ অরুণ লাল যে ভুল মানুষের উপর আস্থা রাখেননি তা দিনের শেষে প্রমাণিত ।
175 বলে 106 রান পূর্ণ করেন সুদীপ । এর আগে রঞ্জিতে তাঁর কোনও শতরান ছিল না ৷ এমনকী প্রাথমিক পর্বেও বড় রান ছিল না । চারটি ম্যাচে মোট সংগ্রহ ছিল 101 রান । কিন্তু একটি ইনিংসেই গত চারটি ম্যাচের মোট রানকে টপকে গেলেন তিনি । নিঃসন্দেহে সুদীপের এই পারফরম্যান্স আশ্বস্ত করবে কোচ অরুণ লালকে । দিনের শেষে বাংলার রান 1 উইকেট হারিয়ে 310 । রানের পাহাড় গড়ার দিকে এগিয়ে চলেছে বাংলা ।
আরও পড়ুন : Joe Root : সচিনের রেকর্ড ভাঙতে পারেন রুট, দশ হাজারি ক্লাবের নয়া সদস্যকে দরাজ সার্টিফিকেট টেলরের
রঞ্জিতে প্রথম সেঞ্চুরি পেয়ে উচ্ছ্বসিত সুদীপ । দল তাঁর উপর ভরসা রাখায় খুশি তিনি । প্রথম থেকেই নিজের স্বাভাবিক খেলা খেলতে চেয়েছিলেন । এই ব্যাপারে অভিমন্যু ঈশ্বরণ এবং অনুস্টুপ মজুমদারের পরামর্শ তার কাজে লেগেছে বলে জানিয়েছেন। দিনের নায়কের প্রশংসায় কোচ অরুণ লাল । বলছেন, সুদীপের প্রতিভা এবং ব্যাটিং টেকনিকের উপর তাঁর আস্থা ছিল । আগের তিনটে ম্যাচে রান সেভাবে করতে না পারলেও দল তাঁর পাশে ছিল । এবং তা যে ভুল হয়নি তা স্কোরবোর্ডে দেখা যাচ্ছে । সুদীপের সঙ্গে দিনের শেষে অপরাজিত রয়েছেন অনুষ্টুপ মজুমদার । অনুষ্টুপ 139 বলে 11 টি বাউন্ডারির সাহায্যে 85 রান করে অপরাজিত ।
দলের অন্যতম সিনিয়র ব্যাটসম্যানের প্রশংসাও কোচের মুখে । পাশাপাশি দলের সার্বিক ব্যাটিং পারফরম্যান্স নিয়েই খুশি তিনি । তবে উইকেটের চরিত্র নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নন । দুই দলের বোলিং দেখার পরই বলতে চান । উইকেটে ঘাস রয়েছে, সঙ্গে বাউন্স । তাই ব্যাট করা সহজ নয় বলেই মনে করেন অরুণ লাল ।
রান পেয়েছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ । 124 বলে 9টি বাউন্ডারি এবং একটি বিশাল ছক্কায় সাজানো তার 65 রানের ইনিংস বাংলাকে শক্ত ভিতে দাঁড়াতে বড় ভূমিকা নিয়েছে । ঝাড়খণ্ড বোলাররা সেভাবে দাগ কাটতে পারেনি বাংলার ব্যাটসম্যানদের উপর। একটিমাত্র উইকেট পেয়েছেন সুশান্ত মিশ্র । প্রথম দিনেই তিনশো প্লাস রান স্কোরবোর্ডে । সেঞ্চুরি থেকে 15 রান দূরে অনুস্টুপ । রানের পাহাড় প্রতিপক্ষের উপর চাপিয়ে দিতে চায় বাংলা ।
আরও পড়ুন : New Eden: নতুন ইডেন গড়বে সিএবি, মিলল জমি