কলকাতা, 19 জুলাই: ফের করোনাভাইরাসে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায় (Nirupa Ganguly)৷ তিনি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ আজ তাঁকে দেখতে যান মহারাজ (Sourav Ganguly mother)৷
সোমবার রাতে শারীরিক সমস্যা দেখা দেয় নিরূপা গঙ্গোপাধ্যায়ের (Covid 19)৷ আজ সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ জানা গিয়েছে, তিনি শ্বাসকষ্টে ভুগছেন । আপাতত তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে । গত কয়েকদিন ধরেই তাঁর শরীরটা ভালো যাচ্ছিল না । জ্বর, সর্দি এবং কাশিতে ভুগছিলেন তিনি । সে কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে ৷ চিকিৎসক সপ্তর্ষি বসুর অধীনে চিকিৎসা চলছে সৌরভের মায়ের ।
আরও পড়ুন: করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, ভর্তি হাসপাতালে
গত বছর অগস্ট মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন নিরূপা গঙ্গোপাধ্যায় ৷ তখন তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷