ETV Bharat / sports

IPL 2023: আগামী দশকেও বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবেন শুভমন, মত হেডেনের - Punjab Kings

বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবেন শুভমন গিল ৷ এমনটাই মনে করেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেডেন ৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর ধৈর্য দেখে এমনটাই মনে হয়েছে প্রাক্তন অজি এই ওপেনারের ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 14, 2023, 1:49 PM IST

কলকাতা, 14 এপ্রিল: আগামী দশকেও বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবেন শুভমন গিল ৷ এমনটাই মনে করেন প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন ৷ নিজের ওপেনার হিসেবে প্রতিপক্ষের ত্রাস ছিলেন বাঁ-হাতি এই অস্ট্রেলিয়ান ৷ তবে, তাঁর বিপরীত চরিত্রের শুভমন গিল আগামী বছরগুলিতে বিশ্ব ক্রিকেটে নিজের দাপট দেখাবেন বলে জানিয়েছেন হেডেন ৷ আইপিএল-এ পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতের ম্যাচে শুভমনের ইনিংস দেখে এমনটাই মনে হয়েছে তাঁর ৷

সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন হেডেন ৷ সেখানেই শুভমনের হাফসেঞ্চুরি ইনিংসের প্রশংসা করেন ম্যাথু ৷ তিনি বলেন, ‘‘গুজরাত টাইটান্সের এই রান চেজে একজনকে প্রয়োজন ছিল, যিনি শেষ পর্যন্ত খেলে ম্যাচ বের করে নিয়ে যাবেন ৷ আর পঞ্জাব কিংসের কোয়ালিটি বোলিংয়ের সামনে শুভমন ঠিক সেটাই করেছেন ৷ আর কয়েকটি শট তিনি খেলেছেন, যা দৃষ্টিনন্দন ছিল ৷’’

এর পরেই শুভমনের প্রশংসায় হেডেন জানান, আগামী দশক পর্যন্ত শুভমন বিশ্ব ক্রিকেটে দাপটের সঙ্গে রাজত্ব করবেন ৷ হেডেন বলেন, ‘‘ও অসাধারণ ক্লাস প্লেয়ার এবং আগামী দশক অথবা তারও বেশি বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবেন শুভমন ৷’’ উল্লেখ্য, মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে এক বল বাকি থাকতে 6 উইকেটে ম্যাচ জিতেছে গুজরাত টাইটান্স ৷ প্রথমে বল করে পঞ্জাবকে 8 উইকেটে 153 রানে আটকে দেন হার্দিক পান্ডিয়ারা ৷ সেই রান তাড়া করতে নেমে ঋদ্ধিমান সাহা (19 বলে 30 রান) পাওয়ার প্লে-তে গুজরাতের হয়ে আক্রমণাত্মক ইনিংস খেলা শুরু করেন ৷

আরও পড়ুন: মোহালিতে অনবদ্য গিল, পঞ্জাব তনয়ের ব্যাটে কিংস গুজরাতই

উলটো দিকে শুভমন গিল (49 বলে 67 রান) শুরু থেকেই সাবধানে ইনিংস এগিয়ে নিয়ে যান ৷ তাঁকে মিডল-অর্ডারে যোগ্য সঙ্গ দেন ডেভিড মিলার ৷ গুজরাত 6 উইকেটে ম্যাচ জিতেছে ৷ এই মুহূর্তে গুজরাত টাইটান্স 4 ম্যাচ খেলে 3টে জিতে 6 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে ৷ পয়েন্ট তালিকায় 1 নম্বরে রয়েছে রাজস্থান রয়্যাল এবং 2 নম্বরে আছে লখনউ সুপার জায়েন্টস ৷

কলকাতা, 14 এপ্রিল: আগামী দশকেও বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবেন শুভমন গিল ৷ এমনটাই মনে করেন প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন ৷ নিজের ওপেনার হিসেবে প্রতিপক্ষের ত্রাস ছিলেন বাঁ-হাতি এই অস্ট্রেলিয়ান ৷ তবে, তাঁর বিপরীত চরিত্রের শুভমন গিল আগামী বছরগুলিতে বিশ্ব ক্রিকেটে নিজের দাপট দেখাবেন বলে জানিয়েছেন হেডেন ৷ আইপিএল-এ পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতের ম্যাচে শুভমনের ইনিংস দেখে এমনটাই মনে হয়েছে তাঁর ৷

সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন হেডেন ৷ সেখানেই শুভমনের হাফসেঞ্চুরি ইনিংসের প্রশংসা করেন ম্যাথু ৷ তিনি বলেন, ‘‘গুজরাত টাইটান্সের এই রান চেজে একজনকে প্রয়োজন ছিল, যিনি শেষ পর্যন্ত খেলে ম্যাচ বের করে নিয়ে যাবেন ৷ আর পঞ্জাব কিংসের কোয়ালিটি বোলিংয়ের সামনে শুভমন ঠিক সেটাই করেছেন ৷ আর কয়েকটি শট তিনি খেলেছেন, যা দৃষ্টিনন্দন ছিল ৷’’

এর পরেই শুভমনের প্রশংসায় হেডেন জানান, আগামী দশক পর্যন্ত শুভমন বিশ্ব ক্রিকেটে দাপটের সঙ্গে রাজত্ব করবেন ৷ হেডেন বলেন, ‘‘ও অসাধারণ ক্লাস প্লেয়ার এবং আগামী দশক অথবা তারও বেশি বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবেন শুভমন ৷’’ উল্লেখ্য, মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে এক বল বাকি থাকতে 6 উইকেটে ম্যাচ জিতেছে গুজরাত টাইটান্স ৷ প্রথমে বল করে পঞ্জাবকে 8 উইকেটে 153 রানে আটকে দেন হার্দিক পান্ডিয়ারা ৷ সেই রান তাড়া করতে নেমে ঋদ্ধিমান সাহা (19 বলে 30 রান) পাওয়ার প্লে-তে গুজরাতের হয়ে আক্রমণাত্মক ইনিংস খেলা শুরু করেন ৷

আরও পড়ুন: মোহালিতে অনবদ্য গিল, পঞ্জাব তনয়ের ব্যাটে কিংস গুজরাতই

উলটো দিকে শুভমন গিল (49 বলে 67 রান) শুরু থেকেই সাবধানে ইনিংস এগিয়ে নিয়ে যান ৷ তাঁকে মিডল-অর্ডারে যোগ্য সঙ্গ দেন ডেভিড মিলার ৷ গুজরাত 6 উইকেটে ম্যাচ জিতেছে ৷ এই মুহূর্তে গুজরাত টাইটান্স 4 ম্যাচ খেলে 3টে জিতে 6 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে ৷ পয়েন্ট তালিকায় 1 নম্বরে রয়েছে রাজস্থান রয়্যাল এবং 2 নম্বরে আছে লখনউ সুপার জায়েন্টস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.