ETV Bharat / sports

ওয়াংখেড়ের পিচ নিয়ে ধোনির অনুমানে অবাক সঞ্জু স্যামসন

ধোনির অনুমান ক্ষমতা দেখে অবাক রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন ৷ রাজস্থানের ইনিংসে দশম ওভারে বল বদল করার পর থেকে ওয়াংখেড়ের পিচে বল ঘুরতে শুরু করে ৷ যা আগে থেকেই রবীন্দ্র জাদেজাকে বলেছিলেন চেন্নাই সুপার কিংগস অধিনায়ক ৷

sanju-samson-surprised-by-mahendra-singh-dhonis-prediction-on-wankhede-pitch
ওয়াংখেড়ের পিচ নিয়ে ধোনির অনুমানে অবাক সঞ্জু স্যামসন
author img

By

Published : Apr 20, 2021, 2:20 PM IST

মুম্বই, 20 এপ্রিল : মহেন্দ্র সিং ধোনির অনুমান ক্ষমতা দেখে হতবাক হয়ে গেলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন ৷ রাজস্থানের ইনিংসে দশম ওভারে বল বদল করার পর থেকে ওয়াংখেড়ের পিচে বল ঘুরতে শুরু করে ৷ যা আগে থেকেই রবীন্দ্র জাদেজাকে বলেছিলেন চেন্নাই সুপার কিংগস অধিনায়ক ৷ স্টাম্প মাইকে ধোনির সেই কথা স্পষ্ট শোনা গিয়েছিন ৷ ধোনির সেই অনুমান ফলে যাওয়ায় অবাক সঞ্জু স্যামসন ৷

প্রসঙ্গত, গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংগস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে প্রথমে ব্যাট করে 188 রান করে চেন্নাই ৷ জবাবে ব্যাট করতে নেমে ভালই শুরু করেছিল রাজস্থান ৷ শুরুতে দ্রুত 2 উইকেট হারালেও জস বাটলার রাজস্থানের ইনিংস টেনে নিয়ে যাচ্ছিলেন ৷ মুম্বইয়ে শিশিরের কারণে বল ভিজে যাওয়ায় ঠিকভাবে গ্রিপ করতে পারছিলেন না বোলাররা ৷ সেই অবস্থায় দশম ওভারের চতুর্থ বলে রবীন্দ্র জাদেজাকে মিড উইকেটের উপর দিয়ে একটি বিশাল ছয় মারেন জস ৷ সেই বল আর খুঁজে পাওয়া যায়নি ৷ স্বাভাবিকভাবেই তখন বল বদল করতে হয় আম্পায়ারদের ৷

  • When butler hit jadeja for a six and then ball was replaced , you could hear dhoni on the stump mic saying that the ball will turn because it’s dry ... that’s exactly what happened !! #ipl2021 #csk

    — Rohan Gavaskar (@rohangava9) April 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 200 তম ম্যাচে জয় অধিনায়ক ধোনির, রাজস্থানকে 45 রানে হারাল চেন্নাই

শুকনো বল হাতে আসতেই রবীন্দ্র জাদেজাকে উইকেটের পিছন থেকে ধোনি নির্দেশ দেন, ‘‘বল শুকনো আছে, ঘুরবে ৷ সামনে খেলাও ৷’’ আর ঠিক পরের বলটাই শার্প টার্ন নেয় ৷ এমনকি 12 তম ওভারে জাদেজার প্রথম বলে সেই টার্ন সামলাতে না পেরে বোল্ড হন জস বাটলার ৷ মহেন্দ্র সিং ধোনির এই অসাধারণ অনুমান দেখে বেশ আশ্চর্য সঞ্জু ৷ কারণ সিএসকে ব্যাট করার সময় মুম্বইয়ের পিচে তেমন কোনও ঘূর্ণি দেখা যায়নি ৷ কিন্তু, রাজস্থানের ইনিংসের মাঝে বল পরিবর্তন করতেই পিচে ঘূর্ণির দেখা পাওয়া যায় ৷

ধোনির এই অসাধারণ অনুমান ক্ষমতা বেশ অবাক করেছে সঞ্জু স্য়ামসনকে ৷ ম্যাচ শেষে তিনি জানান, রাজস্থান শিবির পিচের এই ঘূর্ণি আশা করেনি ৷ মাঠে শিশির থাকা সত্ত্বেও বল ঘুরেছে ৷ তাই এটা অনেকটাই আশ্চর্যের বলে মনে করেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ৷

মুম্বই, 20 এপ্রিল : মহেন্দ্র সিং ধোনির অনুমান ক্ষমতা দেখে হতবাক হয়ে গেলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন ৷ রাজস্থানের ইনিংসে দশম ওভারে বল বদল করার পর থেকে ওয়াংখেড়ের পিচে বল ঘুরতে শুরু করে ৷ যা আগে থেকেই রবীন্দ্র জাদেজাকে বলেছিলেন চেন্নাই সুপার কিংগস অধিনায়ক ৷ স্টাম্প মাইকে ধোনির সেই কথা স্পষ্ট শোনা গিয়েছিন ৷ ধোনির সেই অনুমান ফলে যাওয়ায় অবাক সঞ্জু স্যামসন ৷

প্রসঙ্গত, গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংগস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে প্রথমে ব্যাট করে 188 রান করে চেন্নাই ৷ জবাবে ব্যাট করতে নেমে ভালই শুরু করেছিল রাজস্থান ৷ শুরুতে দ্রুত 2 উইকেট হারালেও জস বাটলার রাজস্থানের ইনিংস টেনে নিয়ে যাচ্ছিলেন ৷ মুম্বইয়ে শিশিরের কারণে বল ভিজে যাওয়ায় ঠিকভাবে গ্রিপ করতে পারছিলেন না বোলাররা ৷ সেই অবস্থায় দশম ওভারের চতুর্থ বলে রবীন্দ্র জাদেজাকে মিড উইকেটের উপর দিয়ে একটি বিশাল ছয় মারেন জস ৷ সেই বল আর খুঁজে পাওয়া যায়নি ৷ স্বাভাবিকভাবেই তখন বল বদল করতে হয় আম্পায়ারদের ৷

  • When butler hit jadeja for a six and then ball was replaced , you could hear dhoni on the stump mic saying that the ball will turn because it’s dry ... that’s exactly what happened !! #ipl2021 #csk

    — Rohan Gavaskar (@rohangava9) April 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 200 তম ম্যাচে জয় অধিনায়ক ধোনির, রাজস্থানকে 45 রানে হারাল চেন্নাই

শুকনো বল হাতে আসতেই রবীন্দ্র জাদেজাকে উইকেটের পিছন থেকে ধোনি নির্দেশ দেন, ‘‘বল শুকনো আছে, ঘুরবে ৷ সামনে খেলাও ৷’’ আর ঠিক পরের বলটাই শার্প টার্ন নেয় ৷ এমনকি 12 তম ওভারে জাদেজার প্রথম বলে সেই টার্ন সামলাতে না পেরে বোল্ড হন জস বাটলার ৷ মহেন্দ্র সিং ধোনির এই অসাধারণ অনুমান দেখে বেশ আশ্চর্য সঞ্জু ৷ কারণ সিএসকে ব্যাট করার সময় মুম্বইয়ের পিচে তেমন কোনও ঘূর্ণি দেখা যায়নি ৷ কিন্তু, রাজস্থানের ইনিংসের মাঝে বল পরিবর্তন করতেই পিচে ঘূর্ণির দেখা পাওয়া যায় ৷

ধোনির এই অসাধারণ অনুমান ক্ষমতা বেশ অবাক করেছে সঞ্জু স্য়ামসনকে ৷ ম্যাচ শেষে তিনি জানান, রাজস্থান শিবির পিচের এই ঘূর্ণি আশা করেনি ৷ মাঠে শিশির থাকা সত্ত্বেও বল ঘুরেছে ৷ তাই এটা অনেকটাই আশ্চর্যের বলে মনে করেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.