ETV Bharat / sports

Samson praises Chahal : ‘সেরা লেগস্পিনার’, চহালকে দরাজ সার্টিফিকেট স্যামসনের

author img

By

Published : Apr 11, 2022, 10:38 AM IST

যজুবেন্দ্র চহালের ভূয়সী প্রশংসায় ভাসলেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন ৷ রাজস্থান ক্যাপ্টেন বলেন, “চহাল এমন একজন বোলার যাকে 1-20 ওভারের যে কোনও সময় বল দেওয়া যেতে পারে । দেশের জার্সিতে বর্তমানে ও সেরা লেগস্পিনার (Sanju Samson Praises Yuzvendra Chahal) ।’’

Yuzvendra Chahal
চহালের ভূয়সী প্রশংসায় ভাসলেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন

মুম্বই, 11 এপ্রিল : দুরন্ত পারফর্ম্যান্সে কেকেআর-কে পেছনে ফেলে টেবিলের এক নম্বরে উঠে এসেছে রাজস্থান রয়্যালস ৷ বিরাটদের বিরুদ্ধে হার বাদ দিলে 4 ম্যাচের 3টিতেই জিতেছে মরু শহর ৷ শেষ ম্যাচে 3 রানে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে সঙ্গকারার ছেলেরা ৷ ব্যাটাররা ছন্দে না থাকলেও বোলারদের কাঁধে ভর করে প্রতি ম্যাচেই কামাল দেখাচ্ছে রাজস্থান ৷ লখনউয়ের বিরুদ্ধেও 4 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন যুজবেন্দ্র চহাল ৷ তারপরেই লেগস্পিনারের ভূয়সী প্রশংসায় ভাসলেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন (Sanju Samson Praises Yuzvendra Chahal) ৷

চলতি আইপিএলে রাজস্থানের এহেন ছন্দেও অধিকাংশ অবদান চহালের ৷ 4 ম্যাচে মোট 11টি উইকেট ঝুলিতে পুরে এই মুহূর্তে পার্পল ক্যাপের মালিক ভারতীয় লেগস্পিনার ৷ ফলে ম্যাচ শেষের পরই চহালকে প্রশংসায় ভরালেন সঞ্জু ৷ রাজস্থান ক্যাপ্টেন বলেন, “চহাল এমন একজন বোলার যাকে 1-20 ওভারের যে কোনও সময় বল দেওয়া যেতে পারে । দেশের জার্সিতে বর্তমানে ও সেরা লেগস্পিনার । ফলে চাপ বেশি থাকলে ওকে কেন বেশি ব্যবহার করব না ।”

আরও পড়ুন : 4 উইকেটে উপেক্ষার জবাব কুলদীপের, দিল্লির কাছে অন্ধকারে ডুবল নাইটরা

সদ্য প্রয়াত শেন ওয়ার্নকে দেখেই লেগস্পিনে আগ্রহী হয়েছিলেন চহাল ৷ 2011 সালে আইপিএলে সুযোগ পেলেও প্রথম মাঠে নামেন 2013 সালে ৷ ওই বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাত্র 1টি ম্যাচ খেলেছিলেন চহাল । তারপরেই ব্যাঙ্গালুরুতে যোগ দেন ভারতীয় রিস্টস্পিনার ৷ 2014 থেকে 2021 সাল পর্যন্ত আরসিবি-র হয়ে 113 ম্যাচে 139টি উইকেট নিয়েছেন তিনি ।

মুম্বই, 11 এপ্রিল : দুরন্ত পারফর্ম্যান্সে কেকেআর-কে পেছনে ফেলে টেবিলের এক নম্বরে উঠে এসেছে রাজস্থান রয়্যালস ৷ বিরাটদের বিরুদ্ধে হার বাদ দিলে 4 ম্যাচের 3টিতেই জিতেছে মরু শহর ৷ শেষ ম্যাচে 3 রানে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে সঙ্গকারার ছেলেরা ৷ ব্যাটাররা ছন্দে না থাকলেও বোলারদের কাঁধে ভর করে প্রতি ম্যাচেই কামাল দেখাচ্ছে রাজস্থান ৷ লখনউয়ের বিরুদ্ধেও 4 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন যুজবেন্দ্র চহাল ৷ তারপরেই লেগস্পিনারের ভূয়সী প্রশংসায় ভাসলেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন (Sanju Samson Praises Yuzvendra Chahal) ৷

চলতি আইপিএলে রাজস্থানের এহেন ছন্দেও অধিকাংশ অবদান চহালের ৷ 4 ম্যাচে মোট 11টি উইকেট ঝুলিতে পুরে এই মুহূর্তে পার্পল ক্যাপের মালিক ভারতীয় লেগস্পিনার ৷ ফলে ম্যাচ শেষের পরই চহালকে প্রশংসায় ভরালেন সঞ্জু ৷ রাজস্থান ক্যাপ্টেন বলেন, “চহাল এমন একজন বোলার যাকে 1-20 ওভারের যে কোনও সময় বল দেওয়া যেতে পারে । দেশের জার্সিতে বর্তমানে ও সেরা লেগস্পিনার । ফলে চাপ বেশি থাকলে ওকে কেন বেশি ব্যবহার করব না ।”

আরও পড়ুন : 4 উইকেটে উপেক্ষার জবাব কুলদীপের, দিল্লির কাছে অন্ধকারে ডুবল নাইটরা

সদ্য প্রয়াত শেন ওয়ার্নকে দেখেই লেগস্পিনে আগ্রহী হয়েছিলেন চহাল ৷ 2011 সালে আইপিএলে সুযোগ পেলেও প্রথম মাঠে নামেন 2013 সালে ৷ ওই বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাত্র 1টি ম্যাচ খেলেছিলেন চহাল । তারপরেই ব্যাঙ্গালুরুতে যোগ দেন ভারতীয় রিস্টস্পিনার ৷ 2014 থেকে 2021 সাল পর্যন্ত আরসিবি-র হয়ে 113 ম্যাচে 139টি উইকেট নিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.