ETV Bharat / sports

Sania to Guide RCB Girls: আরসিবি উইমেনসের মেন্টর হলেন সানিয়া মির্জা

আরসিবি উইমেনস দলের মেন্টর করা হল সানিয়া মির্জাকে (Sania to Guide RCB Girls) ৷ এদিন আরসিবি ফ্র্যাঞ্চাইজির তরফে একথা ঘোষণা করা হয়েছে ৷ সানিয়ার একটি সাক্ষাৎকারও আরসিবি-র তরফে সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ৷

Sania Mirza to Mentor RCB Women's ETV BHARAT
Sania Mirza to Mentor RCB Women's
author img

By

Published : Feb 15, 2023, 12:41 PM IST

Updated : Feb 15, 2023, 1:09 PM IST

বেঙ্গালুরু, 15 ফেব্রুয়ারি: ফের একবার ক্রিকেট এবং টেনিসের মেলবন্ধন ৷ এবার মঞ্চ উইমেনস প্রিমিয়র লিগ ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উইমেনস টিমের মেন্টর হলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza to Mentor RCB Women's Team in WPL) ৷ আজ সকালে এই চমক নিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজি ৷ যেখানে বলা হয়েছে, দলের কোচিং স্টাফরা ক্রিকেট সামলাবেন ৷ কিন্তু, সানিয়া মির্জা ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে কাজ করবেন ৷ টিম বন্ডিং এবং মাঠের ভিতরের ও বাইরের চাপ কীভাবে সামলাতে হবে ? সেই গুরুমন্ত্র দেবেন টেনিস সুন্দরী ৷

এদিন আরসিবির সোশাল মিডিয়ায় তাদের মার্চেন্ডাইজ পরা সানিয়ার একটি ছবি পোস্ট করা হয় ৷ তাঁর নিচে লেখা, 'সানিয়া মির্জা- আরসিবি উইমেনস টিম' ৷ সেই সঙ্গে একটি বিবৃতিও প্রকাশ করেছে আরসিবি ফ্র্যাঞ্চাইজি ৷ সেখানে বলা হয়েছে,"কোচিং স্টাফরা ক্রিকেট এবং সেই সংক্রান্ত বিষয়গুলি সামলে নেবেন ৷ কীভাবে চাপের মুহূর্তে নিজেদের সেরাটা দিতে হয়, তাঁর থেকে ভালো অন্য কেউ আমাদের ক্রিকেটারদের শেখাতে পারবেন ৷ আসুন আমাদের সঙ্গে স্বাগত জানান মহিলা দলের মেন্টরকে ৷ একজন চ্যাম্পিয়ন ক্রীড়াবিদ এবং ট্রেলব্লেজার ! নমস্কারা, সানিয়া মির্জা !"

  • While our coaching staff handle the cricket side of things, we couldn’t think of anyone better to guide our women cricketers about excelling under pressure.

    Join us in welcoming the mentor of our women's team, a champion athlete and a trailblazer! 🙌

    Namaskara, Sania Mirza! 🙏 pic.twitter.com/r1qlsMQGTb

    — Royal Challengers Bangalore (@RCBTweets) February 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরসিবির মেন্টর হয়ে সানিয়া নিজেও খুব খুশি ৷ আরসিবিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় টেনিস তারকা জানিয়েছেন, প্রথমে তিনিও অবাক হয়েছিলেন ৷ তবে, তাঁর কাজ কী হবে, তা স্পষ্ট করে দিয়েছেন সানিয়া ৷ জানিয়েছেন, দীর্ঘ 20 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিনিও একাধিকবার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ৷ সেই জায়গায় কীভাবে নিজেদের তুলে ধরতে হবে, সেটাই তিনি আরসিবি-র ক্রিকেটারদের শেখাবেন ৷ পাশাপাশি, তাঁর উদ্দেশ্য প্রতিটি মেয়েকে এটা বোঝানো যে, স্পোর্টস তাঁ তাঁদের প্রথম কেরিয়ার অপশন হতে পারে ৷

আরও পড়ুন: মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে রোহিতদের সাফল্যকে ছুুঁতে চান হরমনপ্রীত

তিনি জানিয়েছেন, প্রত্যেক ক্রীড়াবিদের ক্ষেত্রে মাঠে হোক বা মাঠের বাইরে চাপ সমান হয় ৷ সেটা ক্রিকেট বা টেনিস বলে আলাদা নয় ৷ চাপ সবার ক্ষেত্রে থাকে ৷ আর সেটাকে উপভোগ করতে হবে ৷ খেলায় চাপ থাকা একজন ক্রীড়াবিদের কাছে আর্শীবাদ ৷ আর সেটাকে উপভোগ করতে না-পারলেই সমস্যা তৈরি হবে ৷ সানিয়া বিশ্বাস করেন, আইপিএল পুরুষদের ক্রিকেটে যে বিবর্তন এনেছে ৷ উইমেনস প্রিমিয়র লিগ সেই কাজটাই করবে ৷

  • The pioneer in Indian sports for women, a youth icon, someone who has played Bold and broken barriers throughout her career, and a champion on and off the field. We are proud to welcome Sania Mirza as the mentor of the RCB women’s cricket team. 🤩#PlayBold @MirzaSania pic.twitter.com/eMOMU84lsC

    — Royal Challengers Bangalore (@RCBTweets) February 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ডব্লিউপিএল-এ প্রথমবার একাধিক দেশের ক্রিকেটাররা একটি দলের হয়ে খেলবেন ৷ আরসিবি-র ক্ষেত্রেও বিষয়টি এক ৷ সেখানে টিম বন্ডিং এবং খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া একটি ম্যাচ জেতার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নেয় ৷ সেই কাজটাই করতে হবে সানিয়াকে ৷ এ নিয়ে ভারতীয় টেনিস তারকা বলেন, "সবাই সবার বন্ধু হবে এমনটা কখনই সম্ভব নয় ৷ কিন্তু, টিম স্পোর্টসে সকলের লক্ষ্য এক হওয়া দরকার ৷ সকলকে মনে রাখতে হবে তাঁরা কিসের জন্য মিলিত হয়েছেন ৷ সেটাই টিম বন্ডিং এবং খেলোয়াড়দের বোঝাপড়া তৈরির জন্য প্রয়োজন ৷"

বেঙ্গালুরু, 15 ফেব্রুয়ারি: ফের একবার ক্রিকেট এবং টেনিসের মেলবন্ধন ৷ এবার মঞ্চ উইমেনস প্রিমিয়র লিগ ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উইমেনস টিমের মেন্টর হলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza to Mentor RCB Women's Team in WPL) ৷ আজ সকালে এই চমক নিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজি ৷ যেখানে বলা হয়েছে, দলের কোচিং স্টাফরা ক্রিকেট সামলাবেন ৷ কিন্তু, সানিয়া মির্জা ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে কাজ করবেন ৷ টিম বন্ডিং এবং মাঠের ভিতরের ও বাইরের চাপ কীভাবে সামলাতে হবে ? সেই গুরুমন্ত্র দেবেন টেনিস সুন্দরী ৷

এদিন আরসিবির সোশাল মিডিয়ায় তাদের মার্চেন্ডাইজ পরা সানিয়ার একটি ছবি পোস্ট করা হয় ৷ তাঁর নিচে লেখা, 'সানিয়া মির্জা- আরসিবি উইমেনস টিম' ৷ সেই সঙ্গে একটি বিবৃতিও প্রকাশ করেছে আরসিবি ফ্র্যাঞ্চাইজি ৷ সেখানে বলা হয়েছে,"কোচিং স্টাফরা ক্রিকেট এবং সেই সংক্রান্ত বিষয়গুলি সামলে নেবেন ৷ কীভাবে চাপের মুহূর্তে নিজেদের সেরাটা দিতে হয়, তাঁর থেকে ভালো অন্য কেউ আমাদের ক্রিকেটারদের শেখাতে পারবেন ৷ আসুন আমাদের সঙ্গে স্বাগত জানান মহিলা দলের মেন্টরকে ৷ একজন চ্যাম্পিয়ন ক্রীড়াবিদ এবং ট্রেলব্লেজার ! নমস্কারা, সানিয়া মির্জা !"

  • While our coaching staff handle the cricket side of things, we couldn’t think of anyone better to guide our women cricketers about excelling under pressure.

    Join us in welcoming the mentor of our women's team, a champion athlete and a trailblazer! 🙌

    Namaskara, Sania Mirza! 🙏 pic.twitter.com/r1qlsMQGTb

    — Royal Challengers Bangalore (@RCBTweets) February 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরসিবির মেন্টর হয়ে সানিয়া নিজেও খুব খুশি ৷ আরসিবিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় টেনিস তারকা জানিয়েছেন, প্রথমে তিনিও অবাক হয়েছিলেন ৷ তবে, তাঁর কাজ কী হবে, তা স্পষ্ট করে দিয়েছেন সানিয়া ৷ জানিয়েছেন, দীর্ঘ 20 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিনিও একাধিকবার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ৷ সেই জায়গায় কীভাবে নিজেদের তুলে ধরতে হবে, সেটাই তিনি আরসিবি-র ক্রিকেটারদের শেখাবেন ৷ পাশাপাশি, তাঁর উদ্দেশ্য প্রতিটি মেয়েকে এটা বোঝানো যে, স্পোর্টস তাঁ তাঁদের প্রথম কেরিয়ার অপশন হতে পারে ৷

আরও পড়ুন: মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে রোহিতদের সাফল্যকে ছুুঁতে চান হরমনপ্রীত

তিনি জানিয়েছেন, প্রত্যেক ক্রীড়াবিদের ক্ষেত্রে মাঠে হোক বা মাঠের বাইরে চাপ সমান হয় ৷ সেটা ক্রিকেট বা টেনিস বলে আলাদা নয় ৷ চাপ সবার ক্ষেত্রে থাকে ৷ আর সেটাকে উপভোগ করতে হবে ৷ খেলায় চাপ থাকা একজন ক্রীড়াবিদের কাছে আর্শীবাদ ৷ আর সেটাকে উপভোগ করতে না-পারলেই সমস্যা তৈরি হবে ৷ সানিয়া বিশ্বাস করেন, আইপিএল পুরুষদের ক্রিকেটে যে বিবর্তন এনেছে ৷ উইমেনস প্রিমিয়র লিগ সেই কাজটাই করবে ৷

  • The pioneer in Indian sports for women, a youth icon, someone who has played Bold and broken barriers throughout her career, and a champion on and off the field. We are proud to welcome Sania Mirza as the mentor of the RCB women’s cricket team. 🤩#PlayBold @MirzaSania pic.twitter.com/eMOMU84lsC

    — Royal Challengers Bangalore (@RCBTweets) February 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ডব্লিউপিএল-এ প্রথমবার একাধিক দেশের ক্রিকেটাররা একটি দলের হয়ে খেলবেন ৷ আরসিবি-র ক্ষেত্রেও বিষয়টি এক ৷ সেখানে টিম বন্ডিং এবং খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া একটি ম্যাচ জেতার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নেয় ৷ সেই কাজটাই করতে হবে সানিয়াকে ৷ এ নিয়ে ভারতীয় টেনিস তারকা বলেন, "সবাই সবার বন্ধু হবে এমনটা কখনই সম্ভব নয় ৷ কিন্তু, টিম স্পোর্টসে সকলের লক্ষ্য এক হওয়া দরকার ৷ সকলকে মনে রাখতে হবে তাঁরা কিসের জন্য মিলিত হয়েছেন ৷ সেটাই টিম বন্ডিং এবং খেলোয়াড়দের বোঝাপড়া তৈরির জন্য প্রয়োজন ৷"

Last Updated : Feb 15, 2023, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.