মুম্বই, 26 এপ্রিল: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারত অধিনায়কের তরতাজা থাকা প্রয়োজন ৷ রোহিত শর্মার আইপিএলের কয়েকটি ম্যাচ থেকে বিরতি নেওয়া প্রয়োজন ৷ এমনটাই মত প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকর ৷ জানালেন, চলিত আইপিএল থেকে তাঁর বিশ্রাম নেওয়া উচিত আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফিট থাকার জন্য ৷ সানির মতে, অন্তত পক্ষে 3-4 ম্যাচে রোহিতের বিশ্রাম নেওয়া উচিত ৷ আগামী 7 জুন লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া ৷
আইপিএল শেষ হবে 28 এপ্রিল ৷ মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে কোয়ালিফাই করলে রোহিত শর্মাকে কমপক্ষে 16টি ম্যাচ খেলতে হবে ৷ সেক্ষেত্রে মাত্র 9 দিনের ব্যবধানে টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল খেলা বেশ চাপের হবে রোহিতকে পক্ষে ৷ তবে, শুধু রোহিত নন ৷ ভারতীয় টেস্ট দলে থাকা যে কোনও ক্রিকেটারের পক্ষে তা বেশ কঠিন ৷ তবে, রোহিতের ফর্মকে মাথায় রেখে সুনীল গাভাসকর এ দিন জানিয়েছেন, ভারত অধিনায়কের উচিত আইপিএল-এর কয়েকটি ম্যাচ থেকে বিরতি নেওয়া ৷ শেষ কয়েক ম্যাচে আবারও ফিরে আসতে পারবেন ৷ গাভাসকরের মতে, এতে রোহিত আইপিএল-এর শেষ কয়েকটি ম্যাচ ও টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে বেশি তরতাজা হয়ে নামতে পারবেন ৷
উল্লেখ্য, রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এই সিজনে 7 ম্যাচে মাত্র 181 রান করেছেন ৷ তাঁর গড় 2586 এবং স্ট্রাইক রেট 135.07 ৷ যা আইপিএল-এ রোহিত শর্মার পরিচিত খেলার ভঙ্গি নয় ৷ তবে, সুনীল গাভাসকর এই মুহূর্তে আইপিএল নিয়ে ভাবতে নারাজ ৷ তাঁর চিন্তায় শুধুমাত্র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ৷ 2021 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে হেরে প্রথমবারেই এই খেতাব জয়ের স্বপ্নপূরণ হয়নি ভারতের ৷ তাই ক্রিকেটের সবচেয়ে রোম্যান্টিক ফরম্যাটে সেরা হওয়াকেই গুরুত্ব দিচ্ছেন সানি গাভাসকর ৷
আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড ঘোষণা, প্রত্যাবর্তন রাহানের
উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে জসপ্রীত বুমরার মতো বোলার নেই ৷ মহম্মদ শামি এবং সিরাজের সঙ্গে শার্দূল বা উমেশকে সেই অভাব পূরণ করতে হবে ৷ তবে, অজিঙ্ক রাহানে দলে ফেরায় ভারতের মিডল অর্ডার ব্যাটিং আরও মজবুত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷