ETV Bharat / sports

RCB Win: ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে 7 উইকেটে হারাল ব্যাঙ্গালোর - rajasthan royals

এই ম্যাচে জয়ের ফলে প্লে-অফের দৌড়ে এগিয়ে গেল বিরাট কোহলির দল ৷ আর লড়াইয়ে পিছিয়ে পড়ল রাজস্থান ৷

RCB Win
ম্যাক্সওয়েল ঝড়ে উড়ে গেল রাজস্থান
author img

By

Published : Sep 29, 2021, 11:11 PM IST

আবুধাবি, 29 সেপ্টেম্বর : রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ 30 বলে 50 রান করেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ শ্রীকর ভারত করেন 44 রান ৷ অধিনায়ক কোহলি 25 রান করে রান আউট হন ৷

এর আগে প্রথমে ব্যাট করে রাজস্থান 9 উইকেটে 149 রান করে ৷ ভিন লুইস ও যশস্বী জসওয়ালের 77 রানের ওপেনিং পার্টনারশিপে রয়্যালসবাহিনী দারুণ শুরু করলেও মিডল-অর্ডারের ব্যর্থতায় স্কোর বোর্ডে বড় রান তুলতে পারেনি রাজস্থান ৷

হারের হ্য়াটট্রিক ভুলে আগের ম্যাচেই জয়ে ফিরেছে বিরাট কোহলির রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ 10 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে এদিন রয়্যালস বধের উদ্দেশ্যে মাঠে নামে আরসিবি ৷ অন্যদিকে মরু শহরে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব জয় দিয়ে শুরু করলেও টানা দু'ম্যাচ হেরে প্লে-অফের দৌড় থেকে আরও দূরে সরে যায় রাজস্থান রয়্যালস ৷

আরসিবি-র ব্যাটিংয়ের আমন্ত্রণে শুরুটা দারুণ করে রাজস্থান ৷ মাত্র 8.2 ওভারে স্কোর বোর্ডে 77 রান যোগ করেন লুইস ও যশস্বী ৷ আগের ম্যাচে রান না-পাওয়া লুইস এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ৷ তাঁকে যোগ্য সঙ্গ দেন যশস্বী ৷ মাত্র 22 বলে তিনটি চার ও দুটি ছক্কা-সহ 31 রান করেন তিনি ৷ যশস্বী ডাগ-আউটে ফিরলেও আক্রমণাত্মক ব্যাটিং জারি রাখেন লুইস ৷ শেষ পর্যন্ত তিনটি ছয় ও পাঁচটি বাউন্ডারি-সহ 37 বলে 58 রান করেন তিনি ৷ তবে দুই ওপেনার ছাড়া রয়্যালসের কোনও ব্যাটার 20 রানের গণ্ডি ছুঁতে পারেননি ৷ ক্যাপ্টেন সঞ্জু 19 এবং ক্রিস মরিস 14 রান করেন ৷

আবুধাবি, 29 সেপ্টেম্বর : রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ 30 বলে 50 রান করেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ শ্রীকর ভারত করেন 44 রান ৷ অধিনায়ক কোহলি 25 রান করে রান আউট হন ৷

এর আগে প্রথমে ব্যাট করে রাজস্থান 9 উইকেটে 149 রান করে ৷ ভিন লুইস ও যশস্বী জসওয়ালের 77 রানের ওপেনিং পার্টনারশিপে রয়্যালসবাহিনী দারুণ শুরু করলেও মিডল-অর্ডারের ব্যর্থতায় স্কোর বোর্ডে বড় রান তুলতে পারেনি রাজস্থান ৷

হারের হ্য়াটট্রিক ভুলে আগের ম্যাচেই জয়ে ফিরেছে বিরাট কোহলির রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ 10 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে এদিন রয়্যালস বধের উদ্দেশ্যে মাঠে নামে আরসিবি ৷ অন্যদিকে মরু শহরে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব জয় দিয়ে শুরু করলেও টানা দু'ম্যাচ হেরে প্লে-অফের দৌড় থেকে আরও দূরে সরে যায় রাজস্থান রয়্যালস ৷

আরসিবি-র ব্যাটিংয়ের আমন্ত্রণে শুরুটা দারুণ করে রাজস্থান ৷ মাত্র 8.2 ওভারে স্কোর বোর্ডে 77 রান যোগ করেন লুইস ও যশস্বী ৷ আগের ম্যাচে রান না-পাওয়া লুইস এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ৷ তাঁকে যোগ্য সঙ্গ দেন যশস্বী ৷ মাত্র 22 বলে তিনটি চার ও দুটি ছক্কা-সহ 31 রান করেন তিনি ৷ যশস্বী ডাগ-আউটে ফিরলেও আক্রমণাত্মক ব্যাটিং জারি রাখেন লুইস ৷ শেষ পর্যন্ত তিনটি ছয় ও পাঁচটি বাউন্ডারি-সহ 37 বলে 58 রান করেন তিনি ৷ তবে দুই ওপেনার ছাড়া রয়্যালসের কোনও ব্যাটার 20 রানের গণ্ডি ছুঁতে পারেননি ৷ ক্যাপ্টেন সঞ্জু 19 এবং ক্রিস মরিস 14 রান করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.