ETV Bharat / sports

DC vs RR : ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং রয়্যালসের - রাজস্থান রয়্য়ালস

মরু শহরে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ডাবল হেডার ৷ আবুধাবিতে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস ৷ বাইশ গজে টক্কর আইপিএলের দুই তরুণ ক্যাপ্টেনের ৷ প্রথম ম্যাচেই ব্য়াটিং ও বোলিংয়ে সুপারহিট স্যামসনের দল ৷ 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থেকে দিল্লির বিরুদ্ধে মাঠে নামছে রাজস্থান ৷ আর প্রথম 9 ম্যাচের সাতটি জিতে 14 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ক্যাপিটালস ৷

DC vs RR
ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং রয়্যালসের
author img

By

Published : Sep 25, 2021, 3:11 PM IST

Updated : Sep 25, 2021, 3:59 PM IST

আবুধাবি, 25 সেপ্টেম্বর : মরু শহরে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ডাবল হেডার ৷ আবুধাবিতে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস ৷ বাইশ গজে টক্কর আইপিএলের দুই তরুণ ক্যাপ্টেনের ৷ প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে শুরুটা দারুণ করেছে ঋষভ পন্থের দিল্লি ৷ আর পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান ৷ শনিবার আবুধাবিতে দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থান রয়্যালস অধিনায়ক স্যামসনের ৷

মে মাসে ঘরের মাঠে 2021 আইপিএলের প্রথম পর্ব স্থগিত হওয়ার আগে দারুণ ছন্দে ছিল দিল্লি ক্যাপিটালস ৷ মরু শহরেও সেই ছন্দ ধরে রাখে পন্থবাহিনী ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে হাসতে হাসতে জয় পেয়েছে দিল্লি ৷ সানরাইজার্সের বিরুদ্ধে 134 রান তাড়া করে মাত্র 2 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ক্যাপিটালস ৷ রান পান দলের তিন তারকা ব্যাটসম্যান শিখর ধাওয়ান (42), ক্যাপ্টেন পন্থ (35) এবং শ্রেয়স আইয়ার (47) ৷ স্বাভাবিকভাবেই এদিনও দিল্লি ব্যাটারদের সামনে কঠিন চ্যালেঞ্জ রয়্যালস বোলারদের ৷

অন্যদিকে রাজস্থান প্রথম ম্য়াচের বোলারদের দাপটে জয় পেয়েছে ৷ প্রায় হারা ম্যাচে দলকে জিতিয়েছেন কার্তিক ত্যাগি ৷ শেষ ওভারে তাঁর দুরন্ত বোলিংয়ে 2 রানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় রয়্যালসবাহিনী ৷

আরও পড়ুন : ফের হার আরসিবির, 6 উইকেটে বিরাট-বধ করে শীর্ষে ধোনিরা

রাজস্থান রয়্যালস একাদশ : জস্বশী জসওয়াল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন), লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, মহিপাল লোমরোর, রিয়ান প্রয়াগ, রাহুল তেওটিয়া, কার্তিক ত্যাগি, চেতেন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান ও তাবরেজ শামসি ৷

দিল্লি ক্যাপিটালস একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (ক্যাপ্টেন), ললিত যাদব, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, আনরিখ নর্টজে ও আবেশ খান ৷

আবুধাবি, 25 সেপ্টেম্বর : মরু শহরে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ডাবল হেডার ৷ আবুধাবিতে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস ৷ বাইশ গজে টক্কর আইপিএলের দুই তরুণ ক্যাপ্টেনের ৷ প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে শুরুটা দারুণ করেছে ঋষভ পন্থের দিল্লি ৷ আর পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান ৷ শনিবার আবুধাবিতে দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থান রয়্যালস অধিনায়ক স্যামসনের ৷

মে মাসে ঘরের মাঠে 2021 আইপিএলের প্রথম পর্ব স্থগিত হওয়ার আগে দারুণ ছন্দে ছিল দিল্লি ক্যাপিটালস ৷ মরু শহরেও সেই ছন্দ ধরে রাখে পন্থবাহিনী ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে হাসতে হাসতে জয় পেয়েছে দিল্লি ৷ সানরাইজার্সের বিরুদ্ধে 134 রান তাড়া করে মাত্র 2 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ক্যাপিটালস ৷ রান পান দলের তিন তারকা ব্যাটসম্যান শিখর ধাওয়ান (42), ক্যাপ্টেন পন্থ (35) এবং শ্রেয়স আইয়ার (47) ৷ স্বাভাবিকভাবেই এদিনও দিল্লি ব্যাটারদের সামনে কঠিন চ্যালেঞ্জ রয়্যালস বোলারদের ৷

অন্যদিকে রাজস্থান প্রথম ম্য়াচের বোলারদের দাপটে জয় পেয়েছে ৷ প্রায় হারা ম্যাচে দলকে জিতিয়েছেন কার্তিক ত্যাগি ৷ শেষ ওভারে তাঁর দুরন্ত বোলিংয়ে 2 রানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় রয়্যালসবাহিনী ৷

আরও পড়ুন : ফের হার আরসিবির, 6 উইকেটে বিরাট-বধ করে শীর্ষে ধোনিরা

রাজস্থান রয়্যালস একাদশ : জস্বশী জসওয়াল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন), লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, মহিপাল লোমরোর, রিয়ান প্রয়াগ, রাহুল তেওটিয়া, কার্তিক ত্যাগি, চেতেন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান ও তাবরেজ শামসি ৷

দিল্লি ক্যাপিটালস একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (ক্যাপ্টেন), ললিত যাদব, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, আনরিখ নর্টজে ও আবেশ খান ৷

Last Updated : Sep 25, 2021, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.