গুয়াহাটি, 8 এপ্রিল: বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে হেরে গিয়েছিস রাজস্থান রয়্যালস । বোলারদের ব্যর্থতায় ম্যাচ বের করে নিয়ে গিয়েছিল পঞ্জাব কিংস । দ্বিতীয় ম্যাচে ফর্মে ফিরলেন যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্টরা । জমাটি ব্যাটিংয়ের পর দুরন্ত বোলিংয়ে দিল্লি ক্যাপিটালসকে 57 রানে হারিয়ে দিল রাজস্থান ।
এদিন 200 রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পৃথ্বী শ'র উইকেট হারায় দিল্লি । শূন্য রানে ফেরেন ক্যাপিটালসের ওপেনার । পৃথ্বীকে ফেরান ট্রেন্ট বোল্ট । খাতা খুলতে পারেননি মণীশ পাণ্ডেও । তাঁকেও ডাগ-আউটে ফেরান কিউয়ি পেসার । বড় রান করতে পারেননি রিলি রসোও । 14 রানে ফেরেন তিনি ।
সেখান থেকেই লড়াই চালাচ্ছিলেন ডেভিড ওয়ার্নার-ললিত যাদব জুটি । 65 রান করেন ওয়ার্নার । এদিন দুরন্ত ব্যাটিংয়ে আইপিএলে ব্যক্তিগত 6000 রানের গণ্ডি টপকালেন অজি ব্যাটার । ললিতের সংগ্রহ 38 । তাঁকে দুর্দান্ত ডেলিভারিতে ফিরিয়ে জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন । তারপর চাহালের বলে ওয়ার্নার ক্রিজ ছাড়তেই দিল্লির জয়ের যাবতীয় আশা শেষ হয়ে যায় । বাকি ব্য়াটাররা কেউই দু'অঙ্কের রানের গণ্ডি ছুঁতে পারেননি । টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ ঋষভ পন্তের বদলি হিসেবে টিমে যোগ দেওয়া অভিষেক পোড়েলও । বঙ্গতনয়ের এদিনের সংগ্রহ 9 বলে 7 ।
এদিন বিধ্বংসী ব্যাটিং করে রাজস্থান রয়্যালসের ওপেনিং জুটি ৷ যশস্বী জয়সওয়াল (31 বলে 60 রান) এবং জস বাটলারের (51 বলে 79 রান) ব্যাটিং তাণ্ডবে 199 রান তোলে রাজস্থান রয়্যালস ৷ শনিবার দিল্লি বোলারদের রীতিমতো ছেলেখেলা করেন দুই ওপেনার ৷ শুরু থেকেই পাওয়ার ব্যাটিংয়ে দিল্লির বোলাররা ছন্নছাড়া হয়ে যান ৷
আজকের ম্যাচে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে দিল্লি ক্যাপিটালস 3টি পরিবর্তন করেছিল প্রথম একাদশে ৷ কিন্তু, তা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় ছিল ৷ শেষ পর্যন্ত দেখা গেল রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়দের স্ট্র্যাটেজি কোনও কাজেই এল না ।