ETV Bharat / sports

IPL 2023: হারের পর পিছু হটল রয়্যালস, মশকরা পোস্টের জন্য ক্ষমাপ্রার্থী রাজস্থানের সোশাল মিডিয়া টিম - ক্ষমাপ্রার্থী আর আর মিডিয়া টিম

ক্ষমা চাইল রাজস্থান রয়্যালস শিবির ৷ সঞ্জু স্যামসনকে আরআরআর মুভির থেকেও সেরা বলার জন্য ক্ষমা চাইল ফ্র্যাঞ্চাইজির সোশাল মিডিয়া টিম ৷ নাটকীয়ভাবে শেষ বলে ছক্কা হাঁকিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে 4 উইকেটে ম্যাচ জিতিয়েছেন আব্দুল সামাদ

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : May 8, 2023, 10:23 PM IST

কলকাতা, 8 মে: 214 রান ডিফেন্ড করতে গিয়ে মাঠে ধরাশায়ী রাজস্থান ৷ মাঠের বাইরেও মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না রয়্যালসরা ৷ রয়্যাল অধিনায়ক সঞ্জু স্যামসনকে, ‘আরআরআর’ সিনেমার থেকেও সেরা বলার খেসারত দিতে হল রাজস্থান রয়্যালসকে ৷ প্রকাশ্যে ক্ষমা চাইতে হল ফ্র্যাঞ্চাইজির সোশাল মিডিয়া টিমকে ৷ এখানেই শেষ নয় ৷ প্রতিপক্ষের কাছেও এই পোস্ট করার জন্য হেয় হতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিকে ৷

রবিবার রাতে জস বাটলার এবং সঞ্জু স্যামসনের ইনিংসে ভর করে স্কোর বোর্ডে 214 রান তোলে রাজস্থান রয়্যালস ৷ রান ডিফেন্ড করতে নেমে শুরু থেকেই ভালো অবস্থায় ছিল রাজস্থান ৷ সানরাইজার্স ম্যাচ থেকে হারিয়ে না গেলেও, সঞ্জুর রয়্যালরা অনেকটাই এগিয়ে ছিল ৷ সেই সময় রাজস্থান রয়্যালসের সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় ৷ সেখানে লেখা হয়, ‘‘এসএসএস (স্কিপার সঞ্জু স্যামসন) ব্যাট > আরআরআর মুভি ৷’’ কিন্তু, আরআরআর মুভির থেকে সঞ্জুকে সেরা বলা ভালোভাবে নেয়নি সমর্থকরা ৷ সোশাল মিডিয়ায় এ নিয়ে রাজস্থান রয়্যালসকে নিয়ে সমালোচনা ও ট্রোল শুরু হয় ৷ পরিস্থিতি আরও খারাপ হয়, নাটকীয়ভাবে শেষ বলে রাজস্থানের হারের পর ৷

  • SSS (skipper sanju samson) 🏏 > RRR 🎬

    — Rajasthan Royals (@rajasthanroyals) May 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

20 তম ওভারের শেষ বলে 5 রান প্রয়োজন ছিল সানরাইজার্স হায়দরাবাদের ৷ সন্দীপ শর্মার বল লং অফের উপর দিয়ে গ্যালারিতে পাঠান আব্দুল সামাদ ৷ বাউন্ডারি লাইনে ক্যাচ ধরে নেন জস বাটলার ৷ স্টেডিয়ামে উপস্থিত রাজস্থান শিবির এবং সমর্থকরা উৎসব শুরু করে দেয় ৷ কিন্তু, কয়েক মিনিটের মধ্যে পট পরিবর্তন হয়ে যায় ৷ থার্ড আম্পায়ারের নির্দেশে মাঠের আম্পায়ার নো-বল ঘোষণা করেন ৷ নাটকীয়ভাবে শেষ বলে ছক্কা হাঁকিয়ে সানরাইজার্সকে ম্যাচ জেতান সেই সামাদই ৷ এবারে আর কোনও ভুল করেননি কাশ্মীরি ব্যাটার ৷

আরও পড়ুন: শেষ বলে বাজিমাত, সামাদের ছক্কায় স্তব্ধ মরুঝড়

অবিশ্বাস্য এই জয়ের পরেই সঞ্জুকে নিয়ে করা পোস্টটিকে থ্রেড করে, আরেকটি একটি পোস্ট করে সানরাইজার্স হায়দরাবাদ ৷ সেখানে আম্পায়ারের নো-বলের সিগন্যালের ছবি পোস্ট করে এসআরএইচ ৷ সেই রিপ্লাই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ এর পরেই সেই টুইটের জন্য ক্ষমা প্রার্থনা করতে হয় রাজস্থান রয়্যালসকে ৷ সেখানে লেখা হয়, ‘‘এই সিনেমাটি পুরো বিশ্বে সুনাম অর্জন করেছে ৷ আই আমরাও ক্ষমা চাইছি... এসএসএস অ্যান্ড আরআরআর ৷’’ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রবিবারের ম্যাচের পর শেষ 6 ম্যাচে 5টিতে হারল রাজস্থান রয়্যালস ৷

কলকাতা, 8 মে: 214 রান ডিফেন্ড করতে গিয়ে মাঠে ধরাশায়ী রাজস্থান ৷ মাঠের বাইরেও মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না রয়্যালসরা ৷ রয়্যাল অধিনায়ক সঞ্জু স্যামসনকে, ‘আরআরআর’ সিনেমার থেকেও সেরা বলার খেসারত দিতে হল রাজস্থান রয়্যালসকে ৷ প্রকাশ্যে ক্ষমা চাইতে হল ফ্র্যাঞ্চাইজির সোশাল মিডিয়া টিমকে ৷ এখানেই শেষ নয় ৷ প্রতিপক্ষের কাছেও এই পোস্ট করার জন্য হেয় হতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিকে ৷

রবিবার রাতে জস বাটলার এবং সঞ্জু স্যামসনের ইনিংসে ভর করে স্কোর বোর্ডে 214 রান তোলে রাজস্থান রয়্যালস ৷ রান ডিফেন্ড করতে নেমে শুরু থেকেই ভালো অবস্থায় ছিল রাজস্থান ৷ সানরাইজার্স ম্যাচ থেকে হারিয়ে না গেলেও, সঞ্জুর রয়্যালরা অনেকটাই এগিয়ে ছিল ৷ সেই সময় রাজস্থান রয়্যালসের সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় ৷ সেখানে লেখা হয়, ‘‘এসএসএস (স্কিপার সঞ্জু স্যামসন) ব্যাট > আরআরআর মুভি ৷’’ কিন্তু, আরআরআর মুভির থেকে সঞ্জুকে সেরা বলা ভালোভাবে নেয়নি সমর্থকরা ৷ সোশাল মিডিয়ায় এ নিয়ে রাজস্থান রয়্যালসকে নিয়ে সমালোচনা ও ট্রোল শুরু হয় ৷ পরিস্থিতি আরও খারাপ হয়, নাটকীয়ভাবে শেষ বলে রাজস্থানের হারের পর ৷

  • SSS (skipper sanju samson) 🏏 > RRR 🎬

    — Rajasthan Royals (@rajasthanroyals) May 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

20 তম ওভারের শেষ বলে 5 রান প্রয়োজন ছিল সানরাইজার্স হায়দরাবাদের ৷ সন্দীপ শর্মার বল লং অফের উপর দিয়ে গ্যালারিতে পাঠান আব্দুল সামাদ ৷ বাউন্ডারি লাইনে ক্যাচ ধরে নেন জস বাটলার ৷ স্টেডিয়ামে উপস্থিত রাজস্থান শিবির এবং সমর্থকরা উৎসব শুরু করে দেয় ৷ কিন্তু, কয়েক মিনিটের মধ্যে পট পরিবর্তন হয়ে যায় ৷ থার্ড আম্পায়ারের নির্দেশে মাঠের আম্পায়ার নো-বল ঘোষণা করেন ৷ নাটকীয়ভাবে শেষ বলে ছক্কা হাঁকিয়ে সানরাইজার্সকে ম্যাচ জেতান সেই সামাদই ৷ এবারে আর কোনও ভুল করেননি কাশ্মীরি ব্যাটার ৷

আরও পড়ুন: শেষ বলে বাজিমাত, সামাদের ছক্কায় স্তব্ধ মরুঝড়

অবিশ্বাস্য এই জয়ের পরেই সঞ্জুকে নিয়ে করা পোস্টটিকে থ্রেড করে, আরেকটি একটি পোস্ট করে সানরাইজার্স হায়দরাবাদ ৷ সেখানে আম্পায়ারের নো-বলের সিগন্যালের ছবি পোস্ট করে এসআরএইচ ৷ সেই রিপ্লাই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ এর পরেই সেই টুইটের জন্য ক্ষমা প্রার্থনা করতে হয় রাজস্থান রয়্যালসকে ৷ সেখানে লেখা হয়, ‘‘এই সিনেমাটি পুরো বিশ্বে সুনাম অর্জন করেছে ৷ আই আমরাও ক্ষমা চাইছি... এসএসএস অ্যান্ড আরআরআর ৷’’ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রবিবারের ম্যাচের পর শেষ 6 ম্যাচে 5টিতে হারল রাজস্থান রয়্যালস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.