শারজা, 25 সেপ্টেম্বর : মরু শহরে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সামনে বড় রানের লক্ষ্যমাত্রা রাখতে পারল না পঞ্জাব কিংস ৷ শারজায় ছোট মাঠে সাত উইকেটে মাত্র 125 রান তোলে প্রীতি জিন্টার দল ৷ প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে না-খেললেও এদিন ক্রিস গেইলকে খেলায় পঞ্জাব থিঙ্কট্যাঙ্ক ৷ কিন্তু ব্যাট হাতে ঝড় তুলতে ব্যর্থ 'ইউনিভার্স বস' ৷
শুক্রবার শারজায় মরশুমের প্রথম ম্যাচেও বড় স্কোর হয়নি ৷ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সকে 156 রানে বেঁধে রেখেছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৷ রান তাড়া করে 6 উইকেট ম্যাচ জেতে নেয় সিএসকে ৷ শনিবারও শারজার ছোট মাঠে বড় স্কোর করতে পারলেন না পঞ্জাব কিংসের ব্যাটাররা ৷ গত মরসুমে প্রথম থেকেই হাইস্কোরিং ম্যাচের সাক্ষী ছিল শারজা ক্রিকেট স্টেডিয়াম ৷
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স ক্যাপ্টেন কেন উইলিয়ামস ৷ প্রথম ব্যাটিং করে মোটেই সুবিধা করতে পারেনি পঞ্জাব ৷ প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে বড় রান তুলেছিল পঞ্জাবের ওপেনিং জুটি ৷ এদিন অবশ্য লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল জুটি 26 রানের বেশি স্কোর বোর্ডে যোগ করতে পারেনি ৷ জেসন হোল্ডার দুই ওপেনারকে ফিরিয়ে প্রীতির দলকে বড় ধাক্কা দেন ৷ ময়াঙ্ক 5 ও রাহুল 21 রানে ডাগ-আউটে ফেরেন ৷
আরও পড়ুন : ব্যর্থ সঞ্জুর লড়াই, 'রয়্যালস বধ' করে এক নম্বরে দিল্লি
প্রথম ম্যাচে সুযোগ না-পাওয়া গেইল এদিন খেললেও তাঁর ব্যাট খামোস ছিল ৷ 17 বলে মাত্র 14 রান করে রশিদ খানের বলে এলবিডব্লিউ হন 'ক্যারিবিয়ান দৈত্য' ৷ একটি মাত্র বাউন্ডারি মারেন গেইল ৷ যা তাঁর স্বভাববিরুদ্ধ ৷ এরপর আইডেন মার্করাম 27, হরপ্রীত ব্রার 18 এবং দীপক হুডা 13 রান করেন ৷ কেউ বড় রান না-করায় 130 রানের গণ্ডিও ছুঁতে পারেনি পঞ্জাব ৷ হায়দরাবাদের হয়ে দারুণ বোলিং করেন হোল্ডার ৷ 4 ওভারে মাত্র 19 রান দিয়ে তিনটি উইকেট নেন সানরাইজার্সের এই ক্যারিবিয়ান অল-রাউন্ডার ৷