মুম্বই, 4 মে : পাঁচ ম্যাচ পরে থামল গুজরাতের জয়রথ ৷ প্রথমে রাবাদার দুরন্ত বোলিং, পরে ধাওয়ান-লিভিংস্টোনের বেদম প্রহারে হার্দিক পাণ্ডিয়ার দলকে রুখে দিল পঞ্জাব কিংস । 8 উইকেটে ম্যাচ জিতে কলকাতাকে টপকে পয়েন্ট টেবিলের 5 নম্বরে উঠে এল অনিল কুম্বলের ছেলেরা (Punjab Kings beat Gujarat Titans by 8 wickets) ৷
ঋদ্ধিমান, সাই সুদর্শনদের দেওয়া 144 রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে নেমে শুরুতেই ডাগ-আউটে ফেরেন জনি বেয়ারস্টো ৷ তারপরেই ম্যাচের হাল ধরেন ধাওয়ান-রাজাপক্ষ জুটি ৷ 53 বলে 62 রানের অপরাজিত ইনিংস খেললেন ‘গব্বর’ ৷ শ্রীলঙ্কান সুপারস্টারের ব্যাটে এল 28 বলে 40 রান ৷
ভানুকা রাজাপক্ষ আউট হওয়ার পর প্রীতি জিন্টার দলের হয়ে বাকি কাজটা সারলেন লিয়াম লিভিংস্টোন ৷ 4 নম্বরে নেমে 10 বলে 30 রানের বিধ্বংসী ইনিংস খেললেন ইংরেজ ব্যাটার ৷ 16তম ওভারে বল করতে এসেছিলেন মহম্মদ শামি ৷ চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বাংলার পেসার ৷ ওভারের প্রথম বলেই 117 মিটারের বিশাল ছক্কা হাঁকান লিভিংস্টোন ৷ যা চলতি আইপিএলের সবচেয়ে লম্বা ছয় ৷ গোটা ওভারে তিনটি ছয়-সহ 28 রান করেন তিনি ৷ 4 ওভার বাকি থাকতেই 8 উইকেটে ম্যাচ পকেটে পোরে পঞ্জাব ৷
-
That's that from Match 48.@PunjabKingsIPL win by 8 wickets with four overs to spare.
— IndianPremierLeague (@IPL) May 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard - https://t.co/LcfJL3mlUQ #GTvPBKS #TATAIPL pic.twitter.com/qIgMxRhh0B
">That's that from Match 48.@PunjabKingsIPL win by 8 wickets with four overs to spare.
— IndianPremierLeague (@IPL) May 3, 2022
Scorecard - https://t.co/LcfJL3mlUQ #GTvPBKS #TATAIPL pic.twitter.com/qIgMxRhh0BThat's that from Match 48.@PunjabKingsIPL win by 8 wickets with four overs to spare.
— IndianPremierLeague (@IPL) May 3, 2022
Scorecard - https://t.co/LcfJL3mlUQ #GTvPBKS #TATAIPL pic.twitter.com/qIgMxRhh0B
আরও পড়ুন : জল্পনায় সিলমোহর, আইপিএলের জোড়া প্লে-অফ ইডেন গার্ডেন্সে
এদিন ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গুজরাত টাইটান্স ৷ কাগিসো রাবাদার দাপটে শুরুতেই উইকেট হারাতে থাকে টেবিল টপার'রা ৷ শেষ পর্যন্ত একা ‘কুম্ভ’ হয়ে দাঁড়ানো সাই সুদর্শনের ব্যাটে ভদ্রস্থ জায়গায় পৌঁছয় দলের স্কোর ৷ 50 বলে 65 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তামিল ব্যাটার ৷ 4 ওভারে মাত্র 33 রান খরচ করে 4 উইকেট নেন প্রোটিয়া পেসার ৷ জয়ের ফলে প্রবলভাবে প্লে-অফের দৌড়ে ঢুকে পড়ল ‘ময়াঙ্ক অ্যান্ড কোং’ ৷