ETV Bharat / sports

জাতীয় দল থেকে বাদ পড়ে ব্যাটিং টেকনিক নিয়ে চিন্তিত ছিলেন পৃথ্বী

নিজের ব্য়াটিং টেকনিক নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন পৃথ্বী শ ৷ অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে প্রথম ম্যাচের 2 ইনিংসে ব্যর্থ হওয়ার পর তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ সেই টেকনিক শুধরে নিয়ে দাপটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেন ৷ এবার আইপিএল-র মঞ্চেও দাপট দেখাচ্ছেন পৃথ্বী শ ৷

prithvi-shaw-was-worried-about-the-batting-technique-after-being-dropped-from-the-national-team
জাতীয় দল থেকে বাদ পড়ে ব্যাটিং টেকনিক নিয়ে চিন্তিত ছিলেন পৃথ্বী শ
author img

By

Published : Apr 19, 2021, 4:33 PM IST

মুম্বই, 19 এপ্রিল : জাতীয় দল থেকে বাদ পড়ে নিজের ব্য়াটিং টেকনিক নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন পৃথ্বী শ ৷ অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে প্রথম ম্যাচের 2 ইনিংসে ব্যর্থ হওয়ার পর তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ তবে, দল থেকে বাদ পড়ে নিজের ব্যাটিং টেকনিকে বদল ঘটিয়েছেন বলে জানালেন ভারতীয় এই ওপেনার ৷ আর তারপরেই দারুণভাবে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন মুম্বইয়ে এই তরুণ ক্রিকেটার ৷

প্রসঙ্গত, বিজয় হাজারে ট্রফিতে এবছর 827 রান করেছেন তিনি ৷ বিজয় হাজারে ট্রফির ইতিহাসে প্রথম কোনও ক্রিকেটার এত রান করেছেন ৷ আর সেই ছন্দ এবার আইপিএলেও ধরে রেখেছেন পৃথ্বী শ ৷ দিল্লি ক্যাপিটালসের হয়ে চেন্নাই সুপার কিংগসের বিরুদ্ধে আইপিএল-র প্রথম ম্যাচে মাত্র 38 বলে 72 রানের ইনিংস খেলেন তিনি ৷ গতকাল পঞ্জাব কিংগসের বিরুদ্ধেও 196 রান তাড়া করে জিতেছে দিল্লি ক্যাপিটালস ৷ যে ম্যাচে মাত্র 17 বলে 32 রান করেছেন পৃথ্বী ৷

এই ম্যাচ জিতে এক সাক্ষাৎকারে পৃথ্বী জানিয়েছেন, ‘‘অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট ম্যাচের পর জাতীয় দল থেকে বাদ পড়ে আমার ব্যাটিং টেকনিক নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম ৷ কেন আমি বোল্ড হয়ে যাচ্ছিলাম তা আমাকে ভাবাচ্ছিল ৷ যদিও কোনও সামান্য ভুলও থাকে, তাহলেও আমি তা শুধরে নিতে চেয়েছিলাম ৷ সেখানেই (অস্ট্রেলিয়া) আমি টেকনিকের উপর কাজ করতে শুরু করেছিলাম ৷’’

আরও পড়ুন : ম্যাকালামের উত্তরসূরি হতে পারলেন না রাসেলরা, 14 বছর পর রাহুলের বদলা কোহলির হাত ধরে

পৃথ্বী তাঁর ব্যাটিংয়ের ভুল শুধরাতে ক্রিজ়ে নিজের মুভমেন্টের উপর কাজ করেছিলেন বলে জানিয়েছেন ৷ সেই সঙ্গে বোলার বল রিলিজ় করার আগে ক্রিজ়ে যতটা সম্ভব স্থির থাকার চেষ্টা করছেন তিনি ৷

মুম্বই, 19 এপ্রিল : জাতীয় দল থেকে বাদ পড়ে নিজের ব্য়াটিং টেকনিক নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন পৃথ্বী শ ৷ অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে প্রথম ম্যাচের 2 ইনিংসে ব্যর্থ হওয়ার পর তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ তবে, দল থেকে বাদ পড়ে নিজের ব্যাটিং টেকনিকে বদল ঘটিয়েছেন বলে জানালেন ভারতীয় এই ওপেনার ৷ আর তারপরেই দারুণভাবে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন মুম্বইয়ে এই তরুণ ক্রিকেটার ৷

প্রসঙ্গত, বিজয় হাজারে ট্রফিতে এবছর 827 রান করেছেন তিনি ৷ বিজয় হাজারে ট্রফির ইতিহাসে প্রথম কোনও ক্রিকেটার এত রান করেছেন ৷ আর সেই ছন্দ এবার আইপিএলেও ধরে রেখেছেন পৃথ্বী শ ৷ দিল্লি ক্যাপিটালসের হয়ে চেন্নাই সুপার কিংগসের বিরুদ্ধে আইপিএল-র প্রথম ম্যাচে মাত্র 38 বলে 72 রানের ইনিংস খেলেন তিনি ৷ গতকাল পঞ্জাব কিংগসের বিরুদ্ধেও 196 রান তাড়া করে জিতেছে দিল্লি ক্যাপিটালস ৷ যে ম্যাচে মাত্র 17 বলে 32 রান করেছেন পৃথ্বী ৷

এই ম্যাচ জিতে এক সাক্ষাৎকারে পৃথ্বী জানিয়েছেন, ‘‘অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট ম্যাচের পর জাতীয় দল থেকে বাদ পড়ে আমার ব্যাটিং টেকনিক নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম ৷ কেন আমি বোল্ড হয়ে যাচ্ছিলাম তা আমাকে ভাবাচ্ছিল ৷ যদিও কোনও সামান্য ভুলও থাকে, তাহলেও আমি তা শুধরে নিতে চেয়েছিলাম ৷ সেখানেই (অস্ট্রেলিয়া) আমি টেকনিকের উপর কাজ করতে শুরু করেছিলাম ৷’’

আরও পড়ুন : ম্যাকালামের উত্তরসূরি হতে পারলেন না রাসেলরা, 14 বছর পর রাহুলের বদলা কোহলির হাত ধরে

পৃথ্বী তাঁর ব্যাটিংয়ের ভুল শুধরাতে ক্রিজ়ে নিজের মুভমেন্টের উপর কাজ করেছিলেন বলে জানিয়েছেন ৷ সেই সঙ্গে বোলার বল রিলিজ় করার আগে ক্রিজ়ে যতটা সম্ভব স্থির থাকার চেষ্টা করছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.