ETV Bharat / sports

IPL 2023: পঞ্জাব কিংসের বিদায়ে বোলারদের কাঠগড়ায় তুললেন জাফর - পঞ্জাব কিংস

‘যত দোষ নন্দ ঘোষ’ ৷ বাংলার এই প্রবাদ পঞ্জাব কিংসের সঙ্গে খুব ভালো যায় ৷ অন্তত গতকাল ব্যাটিং কোচ ওয়াসিম জাফরের সাংবাদিক বৈঠকের পর ৷ যেখানে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার জন্য বোলারদের কাঠগড়ায় তুললেন তিনি ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : May 20, 2023, 8:21 PM IST

ধর্মশালা, 20 মে: আইপিএলে ব্যর্থতা নিয়ে এবার বোলারদের উপরেই সব দায় চাপালেন পঞ্জাব কিংসের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর ৷ ধর্মশালায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচ 4 উইকেটে হেরেছে পঞ্জাব কিংস ৷ ম্যাচে 188 রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছে শিখর ধাওয়ানরা ৷ আর শুধু এই ম্যাচ নয় ৷ এর আগের যত ম্যাচে পঞ্জাব ব্যর্থ হয়েছে, তার জন্য বোলারদের প্রত্যাশা মতো পারফর্ম্যান্স না করতে পারাকেই দায়ী করেছেন তিনি ৷ যাকে ‘বিরক্তিকর’ বলে উল্লেখ করেছেন জাফর ৷

পঞ্জাব কিংস আইপিএল সিজন-16’তে 14 ম্যাচে মাত্র 6টি ম্যাচে জিতেছে ৷ ফলে 12 পয়েন্ট নিয়ে প্লে-অফে কোয়ালিফাই করার দিবা স্বপ্ন ৷ কিন্তু, টুর্নামেন্টের শুরুটা ভালোই করেছিলেন শিখর ধাওয়ানরা ৷ শুরুতে প্রথম চারের মধ্যেই ছিল পঞ্জাব কিংস ৷ কিন্তু, টুর্নামেন্টের মাঝামাঝি পৌঁছে তাল-কাটে দলের ৷ অধিনায়ক শিখর কাঁধের চোটের কারণে 4 ম্যাচ খেলতে পারেননি ৷ সেখানেও পঞ্জাবের নেতৃত্বে ধাক্কা লাগে ৷ স্যাম কারেন অধিনায়ক হিসেবে 2 টি ম্যাচ জিতলেও, বাকি দু’টিতে হারতে হয় ৷ কিন্তু, এই হারের জন্য বোলারদের ব্যর্থতাকেই সরাসরি দায়ী করছেন জাফর ৷

তিনি বলেন, ‘‘যে ধরনে বোলিং অ্যাটাক আমাদের রয়েছে ৷ বিশেষত, পেস বোলিং এমনকি স্পিন বোলিং কোয়ালিটিও অনেক ভালো ৷ সেখানে আমাদের কয়েকটি মুহূর্তে আরও ভালো বল করা প্রয়োজন ছিল ৷ আমাদের বোলিং বিভাগ আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেনি ৷’’ তাঁর কথায়, পঞ্জাব কিংসের কাছ থেকে সমর্থকরা অনেক ভালো খেলা প্রত্যাশা করেছিল ৷ কিন্তু, দল হিসেবে সেই প্রত্যাশাপূরণে পঞ্জাবের ক্রিকেটাররা ব্যর্থ ৷

আরও পড়ুন: সম্মান ও টুর্নামেন্টে অস্তিত্ব রক্ষার লড়াই কেকেআর-এলএসজি’র

কার্যত হারের দায় ক্রিকেটারদের উপরেই চাপালেন পঞ্জাব কিংসের ব্যাটিং কোচ ৷ তবে, ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে ৷ যেখানে আর্শদীপ সিংয়ের মতো বোলারকে মিডল ওভারে বোলিং করানো নিয়ে প্রশ্ন উঠেছে ৷ পাশাপাশি, রাহুল চাহার এবং লিয়াম লিভিংস্টনের মতো ক্রিকেটারদের নিয়মিত না খেলানোর মতো সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে ৷ হরপ্রীত ব্রারের মতো ভারতীয় অলরাউন্ডারকে ঠিক মতো কাজে না লাগানোয় টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন গাভাসকর, অনীল কুম্বলের মতো বিশেষজ্ঞরা ৷

ধর্মশালা, 20 মে: আইপিএলে ব্যর্থতা নিয়ে এবার বোলারদের উপরেই সব দায় চাপালেন পঞ্জাব কিংসের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর ৷ ধর্মশালায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচ 4 উইকেটে হেরেছে পঞ্জাব কিংস ৷ ম্যাচে 188 রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছে শিখর ধাওয়ানরা ৷ আর শুধু এই ম্যাচ নয় ৷ এর আগের যত ম্যাচে পঞ্জাব ব্যর্থ হয়েছে, তার জন্য বোলারদের প্রত্যাশা মতো পারফর্ম্যান্স না করতে পারাকেই দায়ী করেছেন তিনি ৷ যাকে ‘বিরক্তিকর’ বলে উল্লেখ করেছেন জাফর ৷

পঞ্জাব কিংস আইপিএল সিজন-16’তে 14 ম্যাচে মাত্র 6টি ম্যাচে জিতেছে ৷ ফলে 12 পয়েন্ট নিয়ে প্লে-অফে কোয়ালিফাই করার দিবা স্বপ্ন ৷ কিন্তু, টুর্নামেন্টের শুরুটা ভালোই করেছিলেন শিখর ধাওয়ানরা ৷ শুরুতে প্রথম চারের মধ্যেই ছিল পঞ্জাব কিংস ৷ কিন্তু, টুর্নামেন্টের মাঝামাঝি পৌঁছে তাল-কাটে দলের ৷ অধিনায়ক শিখর কাঁধের চোটের কারণে 4 ম্যাচ খেলতে পারেননি ৷ সেখানেও পঞ্জাবের নেতৃত্বে ধাক্কা লাগে ৷ স্যাম কারেন অধিনায়ক হিসেবে 2 টি ম্যাচ জিতলেও, বাকি দু’টিতে হারতে হয় ৷ কিন্তু, এই হারের জন্য বোলারদের ব্যর্থতাকেই সরাসরি দায়ী করছেন জাফর ৷

তিনি বলেন, ‘‘যে ধরনে বোলিং অ্যাটাক আমাদের রয়েছে ৷ বিশেষত, পেস বোলিং এমনকি স্পিন বোলিং কোয়ালিটিও অনেক ভালো ৷ সেখানে আমাদের কয়েকটি মুহূর্তে আরও ভালো বল করা প্রয়োজন ছিল ৷ আমাদের বোলিং বিভাগ আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেনি ৷’’ তাঁর কথায়, পঞ্জাব কিংসের কাছ থেকে সমর্থকরা অনেক ভালো খেলা প্রত্যাশা করেছিল ৷ কিন্তু, দল হিসেবে সেই প্রত্যাশাপূরণে পঞ্জাবের ক্রিকেটাররা ব্যর্থ ৷

আরও পড়ুন: সম্মান ও টুর্নামেন্টে অস্তিত্ব রক্ষার লড়াই কেকেআর-এলএসজি’র

কার্যত হারের দায় ক্রিকেটারদের উপরেই চাপালেন পঞ্জাব কিংসের ব্যাটিং কোচ ৷ তবে, ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে ৷ যেখানে আর্শদীপ সিংয়ের মতো বোলারকে মিডল ওভারে বোলিং করানো নিয়ে প্রশ্ন উঠেছে ৷ পাশাপাশি, রাহুল চাহার এবং লিয়াম লিভিংস্টনের মতো ক্রিকেটারদের নিয়মিত না খেলানোর মতো সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে ৷ হরপ্রীত ব্রারের মতো ভারতীয় অলরাউন্ডারকে ঠিক মতো কাজে না লাগানোয় টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন গাভাসকর, অনীল কুম্বলের মতো বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.