কলকাতা, 27 মার্চ: কলকাতা নাইট রাইডার্সের স্ট্যান্ডবাই অধিনায়ক করা হল নীতীশ রানাকে (Nitish Rana Would Captain KKR) ৷ শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে বাঁ-হাতি এই ব্যাটিং অলরাউন্ডার আইপিএল এর শুরুতে কেকেআর-কে নেতত্ব দেবেন ৷ এদিন কেকেআর-এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে ৷ শ্রেয়স পিঠের চোটের কারণে এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন ৷ নাইট শিবিরের তরফে বিবৃতিতে এও বলা হয়েছে, শ্রেয়স (Shreyas Iyer) সিজনের মাঝে সুস্থ হয়ে ফিরে এলে, তিনিই অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব নেবেন ৷
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ফিল্ডিং করার সময় পিঠে চোট পান শ্রেয়স ৷ এমনকী বোলিং করতে গিয়েও তিনি পড়ে যান ৷ এই পরিস্থিতিতে তাঁর পিঠের চোট গুরুতর পর্যায়ে পৌঁছয় ৷ এমনকী ওই টেস্টে ব্যাটিং পর্যন্ত করতে পারেননি তিনি ৷ পরে দেখা যায় শ্রেয়সের পিঠের চোট বেশ গুরুতর ৷ টিম ম্যানেজমেন্ট তাঁকে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠিয়ে দেয় ৷ সেখানেই রিহ্যাবে রয়েছেন কেকেআর অধিনায়ক ৷ তাঁকে টুর্নামেন্টের শুরুতে পাবে না নাইট রাইডার্স ৷ এদিন তাঁর বদলে স্ট্যান্ডবাই হিসেবে নীতীশ রানাকে অধিনায়ক করেছে ফ্র্যাঞ্চাইজি ৷
কেকেআর-এর তরফে জানানো হয়েছে, তাঁরা আশাবাদী যে শ্রেয়স আইয়ার টুর্নামেন্টের কোনও সময় আইপিএল-এ দলের সঙ্গে যোগ দেবেন ৷ আর নীতীশ রানাকে কলকাতা নাইট রাইডার্সের স্ট্যান্ডবাই অধিনায়ক করা নিয়ে ম্যানেজমেন্ট জানিয়েছে, সাদা বলের ক্রিকেটে নীতীশ রানা তাঁর রাজ্য দলকে নেতৃত্ব দিয়েছেন ৷ পাশাপাশি, 2018 সাল থেকে তাঁর কলকাতা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে ৷ কেকেআর এর অধিনায়ক হিসেবে তিনি সফল হবেন ৷
-
Official statement. @NitishRana_27 #AmiKKR #KKR #Nitish #NitishRana pic.twitter.com/SeGP5tBoql
— KolkataKnightRiders (@KKRiders) March 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Official statement. @NitishRana_27 #AmiKKR #KKR #Nitish #NitishRana pic.twitter.com/SeGP5tBoql
— KolkataKnightRiders (@KKRiders) March 27, 2023Official statement. @NitishRana_27 #AmiKKR #KKR #Nitish #NitishRana pic.twitter.com/SeGP5tBoql
— KolkataKnightRiders (@KKRiders) March 27, 2023
আরও পড়ুন: অধিনায়ক নিয়ে জল্পনার মধ্যে নতুন মরশুমের জার্সি উন্মোচন নাইটদের
পাশাপাশি, নীতীশকে অধিনায়ক হিসেবে গাইড করার জন্য হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং অন্যান্য সাপোর্ট স্টাফরা রয়েছেন ৷ তাঁদের গাইডেন্সে নীতীশ দলকে ভালোভাবে নেতৃত্ব দেবেন বলে তাঁরা আশাবাদী, জানিয়েছে নাইট রাইডার্স ম্যানেজমেন্ট ৷ একইসঙ্গে শ্রেয়স আইয়ারের দ্রুত সুস্থতা কামনা করেছে ফ্র্যাঞ্চাইজি ৷ তবে নীতীশ রানাকে অধিনায়ক করা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ রাজ্য দলকে নেতৃত্ব দেওয়া এবং আন্তর্জাতিক স্তরের তারকা ক্রিকেটারদের নেতৃত্ব দেওয়া কি এক ? যার উত্তর সময় দেবে ৷