কলকাতা, 6 মে: প্লে-অফের আশা টিকিয়ে রাখতে সামনের চারটে ম্যাচ মরণ-বাঁচন লড়াই ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লড়াকু জয়ের পর এভাবেই পরবর্তী চারটে ম্যাচ নিয়ে কেকেআর-এর লক্ষ্যের কথা জানালেন বরুণ চক্রবর্তী ৷ কলকাতা নাইট রাইডার্সের স্পিনার গত ম্যাচে চার ওভারে কুড়ি রান দিয়ে একটি উইকেট নিয়েছেন ৷ শেষ ওভারে 9 রান করতে পারলে হায়দরাবাদ ম্যাচ জিতে যাবে এই পরিস্থিতিতে তাদের পাঁচ রান দূরে থামিয়ে রাখলেন ৷ ম্যাচের সেরাও তিনি ৷
শেষ ওভারে অধিনায়ক নীতীশ রানা বল তুলে দিয়েছিলেন বরুণের হাতে ৷ নীতীশ যে সঠিক ব্যক্তির উপরে আস্থা রেখে ছিলেন তা প্রমাণিত ৷ কিন্তু, শেষ ওভারে বল করার সময় অধিনায়ক কী নির্দেশ দিয়েছিলেন ? বরুণ জানালেন, অধিনায়ক তাঁকে দায়িত্ব দিয়েছিলেন ৷ কিন্তু, সেই সময় তাঁর হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল ৷ মাঠের একটা দিক বড় ছিল সেটা জানতেন বরুণ ৷ এসআরএইচ ব্যাটারদের তাই সেই দিকেই বড় শট খেলানোর জন্য প্রলোভিত করার চেষ্টা করেছিলেন ৷ তবে, বিষয়টি অত সহজ ছিল না ৷ সেই সময় হালকা বৃষ্টি হচ্ছিল ৷ ফলে ভেজা বল গ্রিপ করা কঠিন হচ্ছিল বলে জানান বরুণ ৷ তাই কয়েকটি বল শর্ট পিচ পড়ে যায় ৷ কিন্তু, সৌভাগ্য বরুণের যে, ব্যাটার বল টাইমিং করতে পারেননি ৷
প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে গত বৃহস্পতিবারের ম্যাচ জিততেই হত কলকাতা নাইট রাইডার্সকে ৷ সেটা করতে পেরেছে কেকেআর ৷ এবার বাকি চারটে ম্যাচ মরণ-বাঁচন লড়াই বলে জানালেন নাইট স্পিনার ৷ 8 মে, সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেনে খেলবে নাইটরা ৷ 11 মে কলকাতায় প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস ৷ ঘরের মাঠে পর দু’টো ম্যাচে জয় শুধু মধুর বদলা নেওয়ার সুযোগই নয় প্লে-অফের দৌড়ে টিকে থাকার লড়াই ৷
আরও পড়ুন: সোয়াই মানসিংয়ে 'সিংহ গর্জন' ! রয়্যালসের বিরুদ্ধে রাজকীয় জয় হার্দিকদের
এই মুহূর্তে 10 ম্যাচে আট পয়েন্ট পেয়েছে কেকেআর ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতলেও ব্যাটিং এখনও চিন্তায় রেখেছে কলকাতা শিবিরকে ৷ বিশেষ করে ওপেনিং পুরোপুরি ভরসা দিতে ব্যর্থ ৷ রিঙ্কু সিং এবং নীতীশ রানা পার্টনারশিপ তৈরি করছেন ৷ কিন্তু, সেখান থেকে বড় রান করতে ব্যর্থ বাকি ব্যাটাররা ৷ আন্দ্রে রাসেল ফের রান পাননি ৷ সবমিলিয়ে শেষ চারটে ম্যাচে জিতে নাইটরা নিজেদের আশা বাঁচিয়ে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার ৷ অতীতে এই পরিস্থিতিতে জ্বলে উঠেছিল কেকেআর ৷ এবারেও সেটাই করে দেখাতে হবে নীতীশ রানার দলকে ৷ তাহলেই আশা থাকবে, নচেৎ ব্যর্থতাই ভবিতব্য ৷