মুম্বই, 17 মে : 15 বছরের আইপিএল কেরিয়ারে মুকুটে শোভা পেয়েছে প্রচুর মণিমাণিক্য ৷ চলতি আইপিএলে ফ্র্যাঞ্চাইজির হয়ে 200টি আইপিএল ম্যাচ খেলারও নজির গড়েছেন 'মাহি' ৷ সবুজ গালিচার জাদুতেই শুধু নয়, অন্যান্যভাবেও বিভিন্ন সময় ভক্তদের মন কেড়েছেন ধোনি ৷ এদিনও সেই দৃশ্যই দেখল ক্রিকেটদুনিয়া ৷
এক ভক্ত একটি চিঠি দেন ক্যাপ্টেন কুল‘কে । চলতি আইপিএল শুরুর আগে নেতৃত্ব ছেড়েছিলেন ধোনি ৷ তা পছন্দ হয়নি ওই ভক্তর ৷ তাই লিখেছিলেন তিনি ৷ সেই চিঠিটি শুধু পড়ে রেখে দেননি ধোনি । ফ্রেমের ওপর লিখে দিয়েছেন, ‘দারুণ লেখা, শুভেচ্ছা রইল ।’ ভক্তের প্রতি ধোনির এই ভালবাসার প্রকাশ নেটমাধ্যমে ভাগ করে নিয়েছে চেন্নাই সুপার কিংস ।
-
Words from the 💛 framed for life &
— Chennai Super Kings (@ChennaiIPL) May 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
signed with 7⃣ove!#SuperFans #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/cpYgyTxBOI
">Words from the 💛 framed for life &
— Chennai Super Kings (@ChennaiIPL) May 17, 2022
signed with 7⃣ove!#SuperFans #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/cpYgyTxBOIWords from the 💛 framed for life &
— Chennai Super Kings (@ChennaiIPL) May 17, 2022
signed with 7⃣ove!#SuperFans #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/cpYgyTxBOI
আরও পড়ুন : 'বিরাট' নজির ছুঁয়ে সিএসকে জার্সিতে 200তম ম্যাচ 'মাহি'র
টুর্নামেন্ট শুরুর আগে অনুরাগীদের চমকে দিয়ে দলের দায়িত্বভার রবীন্দ্র জাদেজার হাতে সঁপে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ তবে সেই সিদ্ধান্ত সুখকর হয়নি দলের জন্য ৷ ফলে দলের স্বার্থে ধোনিকে ফের নেতৃত্বের গুরুদায়িত্ব ফিরিয়ে দিয়েছেন 'জাড্ডু' ৷ দলের খারাপ সময়ে চেন্নাই দলের ‘ব্যাকবোন’ ফের নেতার দায়িত্ব নিতে দু'বার ভাবেননি ৷
প্রসঙ্গত, চেন্নাই নির্বাসনে থাকার কারণে 2016 এবং 2017 রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন বিশ্বজয়ী ভারত অধিনায়ক ৷