ETV Bharat / sports

Matthew Hayden on MSD: 'জাদুকর' অ্যাখ্যা দিয়ে ধোনির প্রশংসায় হেডেন - Mahendra Singh Dhoni

মহেন্দ্র সিং ধোনি আগামী আইপিএল খেলবেন কি না, তা শত কোটির প্রশ্ন ৷ কিন্তু, সে সবে যেতে চান না প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন ৷ তাঁর কাছে এমএস হলেন, একজন জাদুকর ৷ যিনি আবর্জনাকেও সোনায় রূপান্তর করতে পারেন ৷

Matthew Hayden on MSD ETV BHARAT
Matthew Hayden on MSD
author img

By

Published : May 26, 2023, 10:16 PM IST

এমএস ধোনির কৃতিত্বে মুগ্ধ প্রাক্তন অজি ওপেনার

চেন্নাই, 26 মে: মহেন্দ্র সিং ধোনি কে ? কারও কাছে তিনি ‘ক্যাপ্টেন কুল’, কারও কাছে তিনি ‘এমএস’, কারও কাছে তিনি ‘মাহি ভাই’ ৷ আর কারও কারও কাছে তিনি, ‘জাদুকর’ ৷ হ্যাঁ, প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেডেনের কাছে মহেন্দ্র সিং ধোনি একজন ‘জাদুকর’ ৷ যিনি অন্যের কাছে আবর্জনা মনে হওয়া জিনিসকে ‘অমূল্য সম্পদ’-এ পরিণত করতে পারেন ৷ ধোনির কৌশলী মাথার কারণেই চেন্নাই সুপার কিংস 10 বার আইপিএল ফাইনালে উঠেছে বলে মনে করেন হেডেন ৷

এবারের আইপিএল-এ ধোনি তাঁর সেরা বোলিং বিভাগকে পাননি ৷ ক্রিকেট খেলাটা বোঝেন, এমন যে কেউ তা স্বীকার করবেন ৷ তার অন্যথা হয়নি ম্যাথু হেডেনের ক্ষেত্রেও ৷ হেডেন জানান, টুর্নামেন্টের শুরুতে ধোনি তাঁর সেরা বোলিং আক্রমণ পাননি ৷ কিন্তু, তার মধ্যে থেকেও ধোনি সেরা খেলাটা বের করে এনেছেন ৷ অজিঙ্ক রাহানে এবং শিবম দুবের ব্যবহার নিয়েও ধোনির প্রশংসা করেছেন প্রাক্তন অজি ওপেনার ৷

আইপিএল সিজন-16’র পুরোটাই হাঁটুর চোট নিয়ে খেলে গিয়েছেন ধোনি ৷ এক ম্যাচের জন্যও মাঠের বাইরে থাকতে দেখা যায়নি তাঁকে ৷ শুধু ব্যাটিং অর্ডারে 7 নম্বর থেকে নিজেকে 8 নম্বরে নামিয়ে এনেছেন ৷ কিন্তু, গ্লাভস হাতে 20 ওভার টানা উইকেটের পিছনে ছিলেন ৷ এমনকি আগামী আইপিএল-এ তিনি খেলবেন কি না, সে নিয়ে সিদ্ধান্ত নিতে 8-9 মাস সময় নেবেন বলে প্রথম কোয়ালিফায়ারের শেষে জানিয়েছেন এমএস ৷ তবে, হেডেন মনে করেন আগামী আইপিএল-এ খেলার মতো জায়গায় থাকবেন না ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ৷

আরও পড়ুন: হৃদয় ছোঁয়া 'ফ্যান মোমেন্ট', গাভাসকরকে অটোগ্রাফ মাহির

হেডেন বলেন, ‘‘এমএস একজন জাদুকর ৷ ধোনি যে কারও আবর্জনা মনে হওয়া ক্রিকেটারকে তুলে নেন এবং তাঁদের সম্পদে পরিণত করেন ৷ ও অসাধারণ কৌশলী এবং ইতিবাচক ভাবনাচিন্তার মধ্যে থাকা একজন অধিনায়ক ৷’’ তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং চেন্নাই সুপার কিংসে সমান্তরালভাবে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও ধোনির ভূমিকা রয়েছে বলে মনে করেন হেডেন ৷ যে ক্রিকেট সংস্থার হয়ে ধোনি প্রতিনিধিত্ব করেন না, তেমনকি একটি অ্যাসোসিয়েশনের জন্য কাজ করা খুবই বড় ব্যাপার বলে মনে করেন হেডেন ৷ আর তাই হেডেন বলেন, ‘‘এরক থেকেই প্রমাণিত হয়, ধোনি ক্রিকেট খেলাটার প্রতি কতটা সৎ ৷’’

আরও পড়ুন: 8-9 মাস সময় আছে ভাবার, আইপিএলে অবসর জল্পনায় মন্তব্য ধোনির

তাঁর কথায়, ধোনি সমান্তরালভাবে চেন্নাই সুপার কিংস এবং তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করে গেছেন ৷ যেটা তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে বছরের পর বছর ধরে করে এসেছেন ৷ তবে, আগামী বছর ধোনি খেলবেন কি না, এই প্রশ্নটাই অপ্রাসঙ্গিক বলে মনে করেন হেডেন ৷ ব্যক্তিগতভাবে হেডেন মনে করেন, ধোনি আগামী বছর আইপিএল খেলতে পারবেন না ৷ তবে, পর-মুহূর্তে তিনি নিজের বক্তব্য থেকে কিছুটা হলেও পিছিয়ে এসে বলেন, ‘‘তবে বলা যায় না, কারণ লোকটার নাম এমএস ৷’’

এমএস ধোনির কৃতিত্বে মুগ্ধ প্রাক্তন অজি ওপেনার

চেন্নাই, 26 মে: মহেন্দ্র সিং ধোনি কে ? কারও কাছে তিনি ‘ক্যাপ্টেন কুল’, কারও কাছে তিনি ‘এমএস’, কারও কাছে তিনি ‘মাহি ভাই’ ৷ আর কারও কারও কাছে তিনি, ‘জাদুকর’ ৷ হ্যাঁ, প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেডেনের কাছে মহেন্দ্র সিং ধোনি একজন ‘জাদুকর’ ৷ যিনি অন্যের কাছে আবর্জনা মনে হওয়া জিনিসকে ‘অমূল্য সম্পদ’-এ পরিণত করতে পারেন ৷ ধোনির কৌশলী মাথার কারণেই চেন্নাই সুপার কিংস 10 বার আইপিএল ফাইনালে উঠেছে বলে মনে করেন হেডেন ৷

এবারের আইপিএল-এ ধোনি তাঁর সেরা বোলিং বিভাগকে পাননি ৷ ক্রিকেট খেলাটা বোঝেন, এমন যে কেউ তা স্বীকার করবেন ৷ তার অন্যথা হয়নি ম্যাথু হেডেনের ক্ষেত্রেও ৷ হেডেন জানান, টুর্নামেন্টের শুরুতে ধোনি তাঁর সেরা বোলিং আক্রমণ পাননি ৷ কিন্তু, তার মধ্যে থেকেও ধোনি সেরা খেলাটা বের করে এনেছেন ৷ অজিঙ্ক রাহানে এবং শিবম দুবের ব্যবহার নিয়েও ধোনির প্রশংসা করেছেন প্রাক্তন অজি ওপেনার ৷

আইপিএল সিজন-16’র পুরোটাই হাঁটুর চোট নিয়ে খেলে গিয়েছেন ধোনি ৷ এক ম্যাচের জন্যও মাঠের বাইরে থাকতে দেখা যায়নি তাঁকে ৷ শুধু ব্যাটিং অর্ডারে 7 নম্বর থেকে নিজেকে 8 নম্বরে নামিয়ে এনেছেন ৷ কিন্তু, গ্লাভস হাতে 20 ওভার টানা উইকেটের পিছনে ছিলেন ৷ এমনকি আগামী আইপিএল-এ তিনি খেলবেন কি না, সে নিয়ে সিদ্ধান্ত নিতে 8-9 মাস সময় নেবেন বলে প্রথম কোয়ালিফায়ারের শেষে জানিয়েছেন এমএস ৷ তবে, হেডেন মনে করেন আগামী আইপিএল-এ খেলার মতো জায়গায় থাকবেন না ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ৷

আরও পড়ুন: হৃদয় ছোঁয়া 'ফ্যান মোমেন্ট', গাভাসকরকে অটোগ্রাফ মাহির

হেডেন বলেন, ‘‘এমএস একজন জাদুকর ৷ ধোনি যে কারও আবর্জনা মনে হওয়া ক্রিকেটারকে তুলে নেন এবং তাঁদের সম্পদে পরিণত করেন ৷ ও অসাধারণ কৌশলী এবং ইতিবাচক ভাবনাচিন্তার মধ্যে থাকা একজন অধিনায়ক ৷’’ তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং চেন্নাই সুপার কিংসে সমান্তরালভাবে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও ধোনির ভূমিকা রয়েছে বলে মনে করেন হেডেন ৷ যে ক্রিকেট সংস্থার হয়ে ধোনি প্রতিনিধিত্ব করেন না, তেমনকি একটি অ্যাসোসিয়েশনের জন্য কাজ করা খুবই বড় ব্যাপার বলে মনে করেন হেডেন ৷ আর তাই হেডেন বলেন, ‘‘এরক থেকেই প্রমাণিত হয়, ধোনি ক্রিকেট খেলাটার প্রতি কতটা সৎ ৷’’

আরও পড়ুন: 8-9 মাস সময় আছে ভাবার, আইপিএলে অবসর জল্পনায় মন্তব্য ধোনির

তাঁর কথায়, ধোনি সমান্তরালভাবে চেন্নাই সুপার কিংস এবং তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করে গেছেন ৷ যেটা তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে বছরের পর বছর ধরে করে এসেছেন ৷ তবে, আগামী বছর ধোনি খেলবেন কি না, এই প্রশ্নটাই অপ্রাসঙ্গিক বলে মনে করেন হেডেন ৷ ব্যক্তিগতভাবে হেডেন মনে করেন, ধোনি আগামী বছর আইপিএল খেলতে পারবেন না ৷ তবে, পর-মুহূর্তে তিনি নিজের বক্তব্য থেকে কিছুটা হলেও পিছিয়ে এসে বলেন, ‘‘তবে বলা যায় না, কারণ লোকটার নাম এমএস ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.