চেন্নাই, 31 মার্চ : অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রশংসা চেন্নাই সুপার কিংগসের বিদেশি অল রাউন্ডার মইন আলির ৷ সেই সঙ্গে তাঁর মত, ধোনির অধিনায়কত্বে অধিকাংশ ক্রিকেটার নিজের খেলার উন্নতি করেছে ৷ তাই সবাই তাঁর অধিনায়কত্বে খেলতে মুখিয়ে থাকেন এবং নিজেদের উন্নত করতে চায় ৷ 9 এপ্রিল থেকে চেন্নাইয়ে শুরু হতে চলা আইপিএল 14তে চেন্নাইয়ের অধিনায়কত্ব করবেন মহেন্দ্র সিং ধোনি ৷ যে দলে এবার বিদেশি অলরাউন্ডার হিসেবে যোগ দিয়েছেন ইংল্যান্ডের মইন আলি ৷
ইংল্যান্ডের এই অলরাউন্ডার সিএসকে-র ওয়েব সাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘ধোনির নেতৃত্বে খেলেছেন এমন অনেক ক্রিকেটারের সঙ্গে আমি কথা বলেছি ৷ তাঁরা আমাকে জানিয়েছেন, কীভাবে ধোনি তাঁদের খেলায় উন্নতি করতে সাহায্য করেছেন ৷ একজন মহান অধিনায়কের এটাই কাজ বলে আমি বিশ্বাস করি ৷’’ ধোনির প্রশংসায় এখানেই থামেননি মইন ৷ তিনি আরও বলেন, ‘‘আমি মনে করি, এটা প্রত্যেক ক্রিকেটারের একটা আশা যে, সে একবার এমএসের অধিনায়কত্বে খেলবে ৷ ক্রিকেট নিয়ে যে আত্মবিশ্বাস এবং স্পষ্ট ধারণা তিনি খেলোয়াড়দের মধ্যে সঞ্চার করেন, তা এক কথায় অসাধারণ ৷’’
আরও পড়ুন : দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে ঋষভ, বাড়তি বোঝা ! বলছেন নেটিজেনরা
তাই ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংগসের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন মইন আলি ৷ ওই সাক্ষাৎকারে মইন আরও বলেন, যারা সবরকম পরিস্থিতিতে শান্ত থাকতে পারেন এমন শক্তিশালী নেতৃত্ব এবং কোচ একটি দলে থাকা খুব জরুরি ৷ পাশাপাশি যারা দলের খেলোয়াড়দের থেকে চাপ বিষয়টিকে দূরে সরিয়ে রাখতে জানে ৷’’ মইন আলি এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলেছেন মইন ৷