আমেদাবাদ, 9 এপ্রিল: ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে কলকাতার নাইটরা ৷ আর গুজরাতে গিয়ে সেখানকার জনপ্রিয় স্ট্রিট ফুড না-চেখে দেখলে হয় ! তাই নাইট ক্লাবের ফুড ভ্লগ ‘নাইট বাইট’ পৌঁছে গিয়েছিল আমেদাবাদের বিখ্যাত মানিকচক স্ট্রিট ফুডের সফরে ৷ আর এই সফরের সঙ্গী ছিলেন, কলকাতার নাইট ভেঙ্কটেশ আইয়ার ৷ ছোলে টিকিয়া, চিজ চাটনি স্যান্ডউইচ, পানি পুরি (ফুচকা), ঘোটালা দোসার মত নানান খাবার চেখে দেখলেন তিনি ৷
গত 28 মার্চ নাইট ক্লাব অ্যাপ চালু করেছিল কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি ৷ যেখানে নাইট রাইডার্সের ইনসাইডারের সব খবর পাবেন অনুরাগীরা ৷ এমনকী তারা সরাসরি সেই নাইট ক্লাবের সদস্য হতে পারবেন ৷ সেই নাইট ক্লাবে এবার যোগ হল, ফুড ভ্লগ ‘নাইট বাইট’ ৷ আমেদাবাদে যার প্রথম পর্বে যোগ দিলেন ভেঙ্কটেশ আইয়ার ৷ আমেদাবাদের বিখ্যাত মানিকচকে ঢুঁ মারল ‘নাইট ক্লাব’-এর ক্যামেরা ৷ প্রথমেই চিজ চাটনি স্যান্ডউইচ দিয়ে ভোজন পর্ব শুরু করেন নাইট অলরাউন্ডার ৷
এর পর ছোলে টিকিয়া, ঘোটালা দোসা এবং পানিপুরি (ফুচকা)... একের পর এক স্ট্রিট ফুড খেলেন ভেঙ্কটেশ আইয়ার ৷ মাঝে বিখ্যাত রজওয়ারি চায়েও চুমুক দিলেন তিনি ৷ শেষে মুখশুদ্ধি করলেন পান দিয়ে ৷ মানিকচকে উপস্থিত অনুরাগীদের ছবি তোলার আবদারও মেটালেন তিনি ৷ হোটেলে ফেরার পথে এটাও জানালেন, মনের তৃপ্তিতে খাবার খেয়েছেন ৷ কিন্তু, এই ক্যালোরি ঝড়াতে এবার জিমে ডবল পরিশ্রম করতে হবে তাঁকে ৷
-
#KnightBite Food Vlog feat. Venkatesh Iyer 🍲
— KolkataKnightRiders (@KKRiders) April 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
📍Manek Chowk Street Food tour. When in Ahmedabad 💜 @venkateshiyer | #AmiKKR | #TATAIPL2023 pic.twitter.com/RJpXFYqgnM
">#KnightBite Food Vlog feat. Venkatesh Iyer 🍲
— KolkataKnightRiders (@KKRiders) April 8, 2023
📍Manek Chowk Street Food tour. When in Ahmedabad 💜 @venkateshiyer | #AmiKKR | #TATAIPL2023 pic.twitter.com/RJpXFYqgnM#KnightBite Food Vlog feat. Venkatesh Iyer 🍲
— KolkataKnightRiders (@KKRiders) April 8, 2023
📍Manek Chowk Street Food tour. When in Ahmedabad 💜 @venkateshiyer | #AmiKKR | #TATAIPL2023 pic.twitter.com/RJpXFYqgnM
আরও পড়ুন: চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার ক্ষমতা রয়েছে গুজরাতের, মত সঞ্জয় মঞ্জরেকরের
আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লিগের তৃতীয় ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স ৷ কেকেআর গত ম্যাচে ভেঙ্কটেশ আইয়ারকে ওপেনিংয়ে তুলে এনেছিল ৷ কিন্তু, সেখানে সফল হতে পারেননি তিনি ৷ এমনকী প্রথম ম্যাচে মোহালিতে মিডল অর্ডারেও ব্যর্থ হয়েছেন ৷ এখন দেখার গুজরাতি স্ট্রিট ফুড খেয়ে টাইটান্সের বিরুদ্ধে নাইট অলরাউন্ডার ব্যাটে রান পান কি না !