ETV Bharat / sports

IPL 2023: মুম্বইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে লখনউ, আরও চাপে কেকেআর - mi

মঙ্গলবার ঘরের মাঠে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস ৷ ম্যাচের শেষ ওভারে 5 রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল লখনউ। জয়ের কারণে তারা টিকে থাকল প্লে-অফের দৌড়ে ৷ মুম্বই হেরে যাওয়ায় চাপ আরও বাড়ল কেকেআরের ৷

IPL 2023
মুম্বইকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে লখনউ
author img

By

Published : May 17, 2023, 7:03 AM IST

লখনউ, 17 মে: চলতি আইপিএলের গ্রুপ পর্ব প্রায় শেষের পথে ৷ একমাত্র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটানস ছাড়া আর কোনও দল এখনও প্লে-অফের টিকিট নিশ্চিত করতে পারেনি। তারা 13 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান করছে ৷ এরপরেই 15 পয়েন্ট নিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফের লড়াই থেকে পুরোপুরি ছিটকে গিয়েছে দিল্লি ও হায়দরাবাদ। বাকি দলগুলি প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে ৷ এখন একটা হার মানেই অঙ্ক জটিল হওয়া। মঙ্গলবার ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে নেমেছিল লখনউ ৷ রোহিতদের বিরুদ্ধে জিতে শেষ চারের পথে বড়সড় পা বাড়াল সুপার জায়ান্টস। মুম্বই হেরে যাওয়ায় চাপ বাড়ল কেকেআরের ৷

মঙ্গলবার টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিন উইকেট দিয়ে 177 রান করেছিল লখনউ। লখনউয়ের মার্কাস স্টইনিসের বিধ্বংসী ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। 47 বলে 89 রানে অপরাজিত থাকেন তিনি ৷ এছাড়া অধিনায়ক ক্রুনাল পান্ডিয়াও 49 রান করে আহত অবসৃত হয়ে মাঠ ছাড়েন ৷ জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে 172 রান তোলে। 5 রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে লখনউ। এর ফলে 14 পয়েন্টেই আটকে রইল মুম্বই।

আরও পড়ুন: রানা ও রিঙ্কুর যুগলবন্দিতে দাপুটে জয় কেকেআরের, চেন্নাইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে কলকাতা

গতকাল লখনউকে রুদ্ধশ্বাস জয় দেন মহসিন খান ৷ তাঁর প্রথম বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি ক্যামেরন গ্রিন। দ্বিতীয় বলে 1 রান নেন তিনি। তৃতীয় বলেও 1 রান নেন টিম ডেভিড। চতুর্থ বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি গ্রিন। জিততে শেষ 2 বলে 9 রান দরকার ছিল মুম্বইয়ের। পঞ্চম বলে 1 রান নেন গ্রিন। জিততে শেষ বলে 8 রান দরকার রোহিতদের কিন্তু আসে 2 রান নেন টিম ডেভিড। শেষ ওভারে 5 রান ওঠে। জয় থেকে 5 রান দূরে থেমে যেতে হয় মুম্বইকে। ম্যাচ জিতে জিতে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল লখনউ। অন্যদিকে, শনিবার লখনউ শেষ ম্যাচ খেলবে ইডেনে। কলকাতাকে সেই ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। জিতে 14 পয়েন্ট নিয়েও প্লে-অফে ওঠার সুযোগ নাও থাকতে পারে কেকেআরের।

লখনউ, 17 মে: চলতি আইপিএলের গ্রুপ পর্ব প্রায় শেষের পথে ৷ একমাত্র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটানস ছাড়া আর কোনও দল এখনও প্লে-অফের টিকিট নিশ্চিত করতে পারেনি। তারা 13 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান করছে ৷ এরপরেই 15 পয়েন্ট নিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফের লড়াই থেকে পুরোপুরি ছিটকে গিয়েছে দিল্লি ও হায়দরাবাদ। বাকি দলগুলি প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে ৷ এখন একটা হার মানেই অঙ্ক জটিল হওয়া। মঙ্গলবার ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে নেমেছিল লখনউ ৷ রোহিতদের বিরুদ্ধে জিতে শেষ চারের পথে বড়সড় পা বাড়াল সুপার জায়ান্টস। মুম্বই হেরে যাওয়ায় চাপ বাড়ল কেকেআরের ৷

মঙ্গলবার টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিন উইকেট দিয়ে 177 রান করেছিল লখনউ। লখনউয়ের মার্কাস স্টইনিসের বিধ্বংসী ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। 47 বলে 89 রানে অপরাজিত থাকেন তিনি ৷ এছাড়া অধিনায়ক ক্রুনাল পান্ডিয়াও 49 রান করে আহত অবসৃত হয়ে মাঠ ছাড়েন ৷ জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে 172 রান তোলে। 5 রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে লখনউ। এর ফলে 14 পয়েন্টেই আটকে রইল মুম্বই।

আরও পড়ুন: রানা ও রিঙ্কুর যুগলবন্দিতে দাপুটে জয় কেকেআরের, চেন্নাইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে কলকাতা

গতকাল লখনউকে রুদ্ধশ্বাস জয় দেন মহসিন খান ৷ তাঁর প্রথম বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি ক্যামেরন গ্রিন। দ্বিতীয় বলে 1 রান নেন তিনি। তৃতীয় বলেও 1 রান নেন টিম ডেভিড। চতুর্থ বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি গ্রিন। জিততে শেষ 2 বলে 9 রান দরকার ছিল মুম্বইয়ের। পঞ্চম বলে 1 রান নেন গ্রিন। জিততে শেষ বলে 8 রান দরকার রোহিতদের কিন্তু আসে 2 রান নেন টিম ডেভিড। শেষ ওভারে 5 রান ওঠে। জয় থেকে 5 রান দূরে থেমে যেতে হয় মুম্বইকে। ম্যাচ জিতে জিতে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল লখনউ। অন্যদিকে, শনিবার লখনউ শেষ ম্যাচ খেলবে ইডেনে। কলকাতাকে সেই ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। জিতে 14 পয়েন্ট নিয়েও প্লে-অফে ওঠার সুযোগ নাও থাকতে পারে কেকেআরের।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.