ETV Bharat / sports

IPL 2023: বলের পর ব্যাট হাতেও ত্রাতা ক্রুণাল, ঘরের মাঠে জায়ান্টস সেই লখনউ - আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদকে হারাল লখনউ সুপার জায়ান্টস । ক্রুণালের 34, রাহুলের অধিনায়কোচিত 35 রানের সুবাদে ম্যাচ পকেটে পুরল ঘরের ছেলেরা ।

IPL 2023
ঘরের মাঠে জায়ান্টস সেই লখনউ
author img

By

Published : Apr 7, 2023, 11:04 PM IST

Updated : Apr 7, 2023, 11:59 PM IST

লখনউ, 7 এপ্রিল: বল হাতে জ্বলে উঠেছিলেন । ব্যাট হাতেও লখনউয়ের ত্রাতা সেই ত্রুণাল পাণ্ডিয়া । তাঁর অল-রাউন্ড পারফর্ম্যান্সের সুবাদেই সানরাইজার্স হায়দরাবাদকে হারাল লখনউ সুপার জায়ান্টস । পাণ্ডিয়া ব্রাদার্সের বড়জনকে ব্যাট হাতে সঙ্গ দিলেন কেএল রাহুল । ক্রুণালের 23 বলে 34, চাপের মুখে রাহুলের অধিনায়কোচিত 35 রানের সুবাদে ম্যাচ পকেটে পুরল জায়ান্টস ।

সানরাইজার্সের দেওয়া 122 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই কেইল মার্সকে হারায় লখনউ । ব্যক্তিগত 13 রানে প্যাভিলিয়নে ফেরেন ক্যারিবিয়ান ব্যাটার । নিজের বলেই দুরন্ত ক্যাচে দীপক হুডাকে ফেরান ভুবনেশ্বর কুমার । সেখান থেকেই খেলাটা ধরে রাহুল-পাণ্ডিয়া জুটি । তাদের 55 রানের পার্টনারশিপে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় লখনউ । দুই ব্যাটার ক্রিজ ছাড়লেও জিততে অসুবিধা হয়নি জায়ান্টসদের । মাঝে রোমারিও শেফার্ড খাতা খুলতে না-পারলেও বাকি রানটা তুলতে নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিসের কোনও অসুবিধা হয়নি ।

নির্ধারিত 20 ওভারে 121 রান তোলে হায়দরাবাদ । সানরাইজার্সের ওপেনার আনমলপ্রীত সিং 26 বলে 31 রান করেন ৷ 34 রান করেন আরেক ব্যাটার রাহুল ত্রিপাটি ৷ লখনউ সুপার জায়ান্টসের সফলতম বোলার ক্রুণাল পান্ডিয়া ৷ চার ওভার হাত ঘুরিয়ে 18 রান খরচ করে তিন উইকেটে নেন পাণ্ডিয়া ব্রাদার্সের বড়জন ৷ 2টি উইকেট নেন অমিত মিশ্র ৷

আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত বাবা, প্রতিকূলতাকে হারিয়ে আইপিএল মঞ্চে উজ্জ্বল দিল্লির সুয়াশ

শুক্রবার আইপিএল 2023-এর দশম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস । ঘরের মাঠে শেষ হাসি হাসলেন লখনউ অধিনায়ক কেএল রাহুল । প্রথম ম্যাচে দিল্লিকে বিশাল ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে গিয়েছিল লখনউ । সেখান থেকে ফের ঘুরে দাঁড়াল তারা ।

অন্যদিকে প্রথম ম্যাচে রাজস্থানের কাছে পর্যুদস্ত হয়েছে হায়দরাবাদ । নিজামদের ঘরের মাঠে ঢুকে 'বধ' করেছে রয়্যালসরা । 72 রানের বিরাট ব্যবধানে ওই ম্যাচ জিতেছিল মরুশহর । এই অবস্থায় লখনউয়ের একানা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে ফের হেরে গেল তারা । পরের ম্যাচে নিজেদের শহরে পঞ্জাবের মুখোমুখি হবে হায়দরাবাদ ।

লখনউ, 7 এপ্রিল: বল হাতে জ্বলে উঠেছিলেন । ব্যাট হাতেও লখনউয়ের ত্রাতা সেই ত্রুণাল পাণ্ডিয়া । তাঁর অল-রাউন্ড পারফর্ম্যান্সের সুবাদেই সানরাইজার্স হায়দরাবাদকে হারাল লখনউ সুপার জায়ান্টস । পাণ্ডিয়া ব্রাদার্সের বড়জনকে ব্যাট হাতে সঙ্গ দিলেন কেএল রাহুল । ক্রুণালের 23 বলে 34, চাপের মুখে রাহুলের অধিনায়কোচিত 35 রানের সুবাদে ম্যাচ পকেটে পুরল জায়ান্টস ।

সানরাইজার্সের দেওয়া 122 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই কেইল মার্সকে হারায় লখনউ । ব্যক্তিগত 13 রানে প্যাভিলিয়নে ফেরেন ক্যারিবিয়ান ব্যাটার । নিজের বলেই দুরন্ত ক্যাচে দীপক হুডাকে ফেরান ভুবনেশ্বর কুমার । সেখান থেকেই খেলাটা ধরে রাহুল-পাণ্ডিয়া জুটি । তাদের 55 রানের পার্টনারশিপে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় লখনউ । দুই ব্যাটার ক্রিজ ছাড়লেও জিততে অসুবিধা হয়নি জায়ান্টসদের । মাঝে রোমারিও শেফার্ড খাতা খুলতে না-পারলেও বাকি রানটা তুলতে নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিসের কোনও অসুবিধা হয়নি ।

নির্ধারিত 20 ওভারে 121 রান তোলে হায়দরাবাদ । সানরাইজার্সের ওপেনার আনমলপ্রীত সিং 26 বলে 31 রান করেন ৷ 34 রান করেন আরেক ব্যাটার রাহুল ত্রিপাটি ৷ লখনউ সুপার জায়ান্টসের সফলতম বোলার ক্রুণাল পান্ডিয়া ৷ চার ওভার হাত ঘুরিয়ে 18 রান খরচ করে তিন উইকেটে নেন পাণ্ডিয়া ব্রাদার্সের বড়জন ৷ 2টি উইকেট নেন অমিত মিশ্র ৷

আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত বাবা, প্রতিকূলতাকে হারিয়ে আইপিএল মঞ্চে উজ্জ্বল দিল্লির সুয়াশ

শুক্রবার আইপিএল 2023-এর দশম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস । ঘরের মাঠে শেষ হাসি হাসলেন লখনউ অধিনায়ক কেএল রাহুল । প্রথম ম্যাচে দিল্লিকে বিশাল ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে গিয়েছিল লখনউ । সেখান থেকে ফের ঘুরে দাঁড়াল তারা ।

অন্যদিকে প্রথম ম্যাচে রাজস্থানের কাছে পর্যুদস্ত হয়েছে হায়দরাবাদ । নিজামদের ঘরের মাঠে ঢুকে 'বধ' করেছে রয়্যালসরা । 72 রানের বিরাট ব্যবধানে ওই ম্যাচ জিতেছিল মরুশহর । এই অবস্থায় লখনউয়ের একানা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে ফের হেরে গেল তারা । পরের ম্যাচে নিজেদের শহরে পঞ্জাবের মুখোমুখি হবে হায়দরাবাদ ।

Last Updated : Apr 7, 2023, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.