লখনউ, 22 এপ্রিল: কেএল রাহুলের 61 বলে 68 রান ৷ 135 রান তাড়া করতে নেমে 13 ওভারে মাত্র এক উইকেট হারিয়ে 98 রান ৷ এমতবস্থা থেকে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ হারল লখনউ সুপার জায়ান্টস ৷ লো-স্কোরিং ম্যাচে 7 রানে জিতে লিগ টেবিলে চার নম্বরে উঠে এল গতবারের চ্যাম্পিয়নরা ৷ অন্তিম ওভারে 11 রান ডিফেন্ড করতে এসে মাত্র 4 রান খরচ করলেন প্রাক্তন চেন্নাই সুপার কিংস তারকা ৷ সঙ্গে তুলে নিলেন দু'টি উইকেট ৷ রান-আউট হলেন লখনউয়ের আরও দুই ব্যাটার ৷ সবমিলিয়ে অন্তিম ওভারে চার উইকেট খোয়াল এলএসজি ৷ অর্থাৎ, 7 ওভারে 38 রান তুলতে ব্যর্থ নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি ৷
লখনউয়ের একনা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 6 উইকেটে মাত্র 135 রান তোলে গুজরাত টাইটান্স ৷ মন্থর উইকেটে অমিত মিশ্র, রবি বিষ্ণোই, ক্রুণাল পান্ডিয়া এবং মার্কস স্টইনিসের দাপুটে বোলিংয়ে কার্যত ধরাশায়ী হয়ে পড়ে গুজরাতের ব্যাটিং ৷ টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকা শুভমন গিল এদিন কোনও রান পাননি ৷ তবে, ওপেন করতে নেমে ঋদ্ধিমান সাহা (47) তাঁর ফর্ম জারি রাখেন ৷ অধিনায়ক হার্দিক করেন 50 বলে 66 রান ৷ লখনউয়ের হয়ে স্টোইনিস এবং ক্রুণাল 2 টি করে উইকেট নেন ৷
-
𝐒𝐍𝐀𝐓𝐂𝐇𝐈𝐍𝐆 𝐕𝐈𝐂𝐓𝐎𝐑𝐘 𝐅𝐑𝐎𝐌 𝐓𝐇𝐄 𝐉𝐀𝐖𝐒 𝐎𝐅 𝐃𝐄𝐅𝐄𝐀𝐓! 🤩⚡#LSGvGT #AavaDe #TATAIPL 2023 pic.twitter.com/FX3UpzGWnC
— Gujarat Titans (@gujarat_titans) April 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">𝐒𝐍𝐀𝐓𝐂𝐇𝐈𝐍𝐆 𝐕𝐈𝐂𝐓𝐎𝐑𝐘 𝐅𝐑𝐎𝐌 𝐓𝐇𝐄 𝐉𝐀𝐖𝐒 𝐎𝐅 𝐃𝐄𝐅𝐄𝐀𝐓! 🤩⚡#LSGvGT #AavaDe #TATAIPL 2023 pic.twitter.com/FX3UpzGWnC
— Gujarat Titans (@gujarat_titans) April 22, 2023𝐒𝐍𝐀𝐓𝐂𝐇𝐈𝐍𝐆 𝐕𝐈𝐂𝐓𝐎𝐑𝐘 𝐅𝐑𝐎𝐌 𝐓𝐇𝐄 𝐉𝐀𝐖𝐒 𝐎𝐅 𝐃𝐄𝐅𝐄𝐀𝐓! 🤩⚡#LSGvGT #AavaDe #TATAIPL 2023 pic.twitter.com/FX3UpzGWnC
— Gujarat Titans (@gujarat_titans) April 22, 2023
এদিন লখনউ সুপার জায়ান্টস তাদের প্রথম একাদশে কোনও বদল করেনি ৷ শুধু গত ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলা অমিত মিশ্রকে প্রথম একাদশে নিয়ে আসে তারা ৷ এদিন লখনউ সুপার জায়ান্টসের অতিরিক্ত প্লেয়ারদের তালিকায় ছিলেন জয়দেব উনাদকাট, কৃষ্ণাপ্পা গৌতম, ড্যানিয়েল স্যামস, প্রেরক মানকড় এবং করণ শর্মা ৷
গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে কার্যত জেতা ম্যাচ হারতে হয়েছিল গুজরাত টাইটান্সকে ৷ তাই শনিবারের ম্যাচে সেই ভুলের পুনরাবৃত্তি চাননি অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ প্রথম একাদশে কোনও বদল না-করে মাঠে নামে গতবারের শিরোপাধারীরা ৷
আরও পড়ুন: কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছি, ধোনির মন্তব্যে ফের অবসর জল্পনা
এদিন গুজরাতের হয়ে নূর আহমেদ আইপিএল অভিষেক করেন ৷ গত ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেললেও, তা আইপিএল অভিষেক হিসেবে গ্রাহ্য হয়নি ৷ গুজরাত টাইটান্সের অতিরিক্ত প্লেয়ারদের তালিকায় ছিলেন জসুয়া লিটল, জয়ন্ত যাদব, শিবম মাভি, সাই কিশোর এবং শ্রীকর ভরত ৷