মোহালি, 28 এপ্রিল: নজির গড়ে মোহালিতে 'পঞ্জাব বধ'। গুজরাত টাইটান্সকে টপকে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এল লখনউ। টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের নজির গড়ে কিংসকে 56 রানে হারাল নবাবের শহর। রান তাড়া করতে নেমে বেশ লড়াই দিলেন পঞ্জাব ব্যাটাররা। কিন্তু 257 রান তাড়া করে ইতিহাস গড়া সম্ভব হয়নি প্রীতি জিন্টার দলের পক্ষে। এক বল বাকি থাকতে 201 রানে শেষ হয়ে যায় পঞ্জাব ইনিংস।
হোম ম্যাচে টস জিতে দিনের শুরুটা এদিন ভালোই হয়েছিল কিংসের। কিন্তু লখনউকে প্রথম ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত যে এভাব ব্যুমেরাং হয়ে ফিরবে, ঘুণাক্ষরেও হয়তো টের পাননি শিখর ধাওয়ান। এলএসজি অধিনায়ক তথা ওপেনার কেএল রাহুল ব্যর্থ হলেও কাইল মায়ার্স, আযুষ বাদোনি, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরানের মারকাটারি ব্যাট রানের শিখরে পৌঁছে দেয় লখনউকে। চার ব্যাটারের কেউই এদিন রেয়াত করেননি বিপক্ষ বোলারদের। পঞ্জাব বোলারদের বোলিং ফিগার দেখলেই পরিষ্কার সেটা ।
মায়ার্স করেন 24 বলে 54 রান । সমসংখ্যক বল খেলে বাদোনির ব্যাট থেকে আসে 43। পঞ্জাব বোলারদের প্রতি আরও নির্দয় ছিলেন অজি অলরাউন্ডার স্টইনিস । 6টি চার এবং 5টি ছয়ে 40 বলে মারকাটারি 72 রান আসে তাঁর ব্যাটে । শেষদিকে পুরানের 19 বলে 45 রান আড়াইশোর গণ্ডি পার করে দেয় সুপার জায়ান্টসের । 20 ওভরে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 257 রান তোলে সফরকারী দল। অল্পের জন্য আরসিবি'র সর্বাধিক রানের (263) নজির ভাঙতে ব্যর্থ হয় তারা।
-
Packed up the points in Punjab! 💪✅ pic.twitter.com/LXfkbUdsdT
— Lucknow Super Giants (@LucknowIPL) April 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Packed up the points in Punjab! 💪✅ pic.twitter.com/LXfkbUdsdT
— Lucknow Super Giants (@LucknowIPL) April 28, 2023Packed up the points in Punjab! 💪✅ pic.twitter.com/LXfkbUdsdT
— Lucknow Super Giants (@LucknowIPL) April 28, 2023
আরও পড়ুন: জয়পুরে 'সিংহ গর্জন' থামিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়্যালস
পঞ্জাবের হয়ে আর্শদীপ 54, রাবাদা 52, কারেন 3 ওভারে খরচ করেন 38 রান। গুরনুর ব্রার 3 ওভারে খরচ করেন 42 । রান তাড়া করতে নেমে অথর্ব তাইড়ের 36 বলে 66 রানে আশার আলো দেখেছিল পঞ্জাব। সিকন্দর রাজার সঙ্গে চতুর্থ উইকেটে তাঁর 78 রানের জুটি সাময়িক লড়াই ছুড়ে দিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি । সিকন্দর রাজা করেন 22 বলে 36 রান। এছাড়া বড় রান তাড়া করতে গিয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিতে ব্যর্থ দলের বাকি ব্যাটাররা। রানের বোঝা কাঁধে নিয়ে শেষদিকে একের পর এক উইকেট খুইয়ে 19.5 ওভারে শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস । বড় ব্যবধানে জিতে 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে দু'য়ে উঠে এল এলএসজি । সমসংখ্যক ম্যাচে 8 পয়েন্ট নিয়ে ছ'য়ে পঞ্জাব ।