ETV Bharat / sports

IPL 2023: রহস্য স্পিনারে আস্থা রেখে মোতেরায় জয়ের লক্ষ্যে নামছেন নাইটরা - আইপিএল 2013

রবিবার আইপিএল-এর ম্যাচে আমেদাবাদে গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ৷ এদিনের ম্যাচে টস বড় ভূমিকা নিতে পারে ৷

ETV Bharat
নাইটদের ছবি
author img

By

Published : Apr 8, 2023, 9:40 PM IST

আমেদাবাদ, 8 এপ্রিল: শনিবার সাত সকালেই কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দিলেন জেসন রয় । ইংল্যান্ডের এই ক্রিকেটারকে শাকিব আল হাসানের বদলে দলে নিয়েছে নাইটরা । রবিবার তিনি বেগুনি জার্সি পড়ে আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামবেন কি না, সেই সিদ্ধান্ত অবশ্য চন্দ্রকান্ত পণ্ডিত এবং নীতীশ রানার । তবে জেসন রয়ের যোগদানকে স্বাগত জানিয়েছেন ভরত অরুণ ।

বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসও নতুন সপ্তাহে কলকাতায় পা-রাখছেন । হায়দরাবাদ ম্যাচের আগে তাঁর চলে আসার খবরে নাইট শিবিরে বিকল্প বাড়ল । তবে পণ্ডিত স্যারের ছেলেরা ম্যাচ ধরে এগোতে চাইছেন । ঘরের মাঠে অপারেশন বেঙ্গালুরুর পরে এবার আমেদাবাদে মিশন গুজরাত টাইটান্স । একটা জয়ই নাইটদের বদলে দিয়েছে । দলের মালিক শাহরুখ খানও দলের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন । বিশ্বাস না-হারিয়ে সামনের দিকে তাকানোর কথা বলেছেন তিনি । বিশ্বাস রাখলে তা করা সম্ভব তা মনে করেন 'কিং খান'।

হার দিয়ে শুরু হলেও জয় দিয়ে প্রত্যাবর্তন । শার্দূল ঠাকুর, রিঙ্কু সিং,গুরবাজের ব্যাটে আশার আলো দেখা গেলেও বাকিদের ব্যাটে ভরসা মেলেনি । সাংবাদিক সম্মেলনে এসে নাইটদের বোলিং কোচ ভরত অরুণও বলছেন দলের ওপর বিশ্বাস রয়েছে তাঁর । যদিও অধিনায়ক নীতীশ রানার নেতৃত্ব এবং ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে । যদিও ভরত অরুণ বলেছেন, “ও তরুণ, ক্রিকেটীয় বুদ্ধি রয়েছে । নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নীতীশের রয়েছে । সেই কারণেই ওকে বাছা হয়েছে । ও ভালো করবে এই ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী । ও ব্যাটসম্যান হিসেবে রান পাচ্ছে না একথা মানতে পারছি না । মাত্র দুটো ম্যাচ হয়েছে । তাতে নীতীশ বড় রান পায়নি । তা বলে হা হুতাশ করার কারণ নেই । লম্বা মরশুম সামনে । নীতীশ আত্মবিশ্বাসী। নিশ্চয়ই রানে ফিরবে ৷”

তবে ক্রিকেট পণ্ডিতরা মনে করছেন টস রবিবারের ম্যাচে বড় ভূমিকা নিতে পারে । ভরত অরুণ বলছেন টস কারও নিয়ন্ত্রণে নেই। তাই টস নিয়ে বাড়তি চিন্তা করছেন না তাঁরা । আমেদাবাদে ম্যাচটি যেহেতু দিনের বেলায় তাই পরিকল্পনা সেভাবেই সাজাতে ব্যস্ত নাইট শিবির । ইতিমধ্যে পিচ দেখা সেরে ফেলেছে নাইট শিবির । ইডেনে, স্পিনারদের ঘূর্ণিতে ম্যাচ হাতে এসেছিল । বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুহাস শর্মা সফল । বিষয়টি মাথায় রেখেই ভরত অরুণ বলছেন, “পিচ যথেষ্ট ভালো । আমাদের একাধিক বিকল্প রয়েছে । ইমপ্যাক্ট প্লেয়ারকেও পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে হবে । মিস্ট্রি স্পিনারে ফের আস্থা রাখছি আমরা।”

আরও পড়ুন: গুয়াহাটিতে রয়্যালস রাজস্থানই, দ্বিতীয় ম্যাচে মাঠ মাতাল 'ঘরের ছেলে'রা

রবিবারের ম্যাচে প্রতিপক্ষ দলে একাধিক নামী ক্রিকেটার রয়েছেন । তাঁদের সম্পর্কে পণ্ডিত স্যারের পরিকল্পনা কী? ভরত অরুণ বলেন, “প্রতিটি দলেই একাধিক ক্রিকেটার রয়েছে যারা পরস্পরকে জানেন । তাই খবর পাওয়া কঠিন নয় । এই খবর আমাদের সাহায্য করবে ।” শার্দূল ঠাকুর রান পেয়েছেন । রান এসেছে রিঙ্কু সিংয়ের ব্যাট থেকেও । নীতীশ রানা রানে ফিরবেন বলে আশায় নাইট শিবির । কিন্তু যাঁর ব্যাটের ঝড়, বলের কেরামতি পার্থক্য গড়বে সেই আন্দ্রে রাসেল এখনও ব্যর্থ । ইতিমধ্যে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ক্যারিবিয়ান অলরাউন্ডারের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি বুঝে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় মরিয়া রাসেল। আমেদাবাদে শার্দূল রিঙ্কুর সঙ্গে নীতিশ রাসেলের ব্যাট যদি কথা বলে তাহলে কাজ সহজ হয় নাইটদের । তাহলে ইডেনের পরে বেগুনি পতাকা উড়বে আমেদাবাদেও ।

আমেদাবাদ, 8 এপ্রিল: শনিবার সাত সকালেই কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দিলেন জেসন রয় । ইংল্যান্ডের এই ক্রিকেটারকে শাকিব আল হাসানের বদলে দলে নিয়েছে নাইটরা । রবিবার তিনি বেগুনি জার্সি পড়ে আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামবেন কি না, সেই সিদ্ধান্ত অবশ্য চন্দ্রকান্ত পণ্ডিত এবং নীতীশ রানার । তবে জেসন রয়ের যোগদানকে স্বাগত জানিয়েছেন ভরত অরুণ ।

বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসও নতুন সপ্তাহে কলকাতায় পা-রাখছেন । হায়দরাবাদ ম্যাচের আগে তাঁর চলে আসার খবরে নাইট শিবিরে বিকল্প বাড়ল । তবে পণ্ডিত স্যারের ছেলেরা ম্যাচ ধরে এগোতে চাইছেন । ঘরের মাঠে অপারেশন বেঙ্গালুরুর পরে এবার আমেদাবাদে মিশন গুজরাত টাইটান্স । একটা জয়ই নাইটদের বদলে দিয়েছে । দলের মালিক শাহরুখ খানও দলের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন । বিশ্বাস না-হারিয়ে সামনের দিকে তাকানোর কথা বলেছেন তিনি । বিশ্বাস রাখলে তা করা সম্ভব তা মনে করেন 'কিং খান'।

হার দিয়ে শুরু হলেও জয় দিয়ে প্রত্যাবর্তন । শার্দূল ঠাকুর, রিঙ্কু সিং,গুরবাজের ব্যাটে আশার আলো দেখা গেলেও বাকিদের ব্যাটে ভরসা মেলেনি । সাংবাদিক সম্মেলনে এসে নাইটদের বোলিং কোচ ভরত অরুণও বলছেন দলের ওপর বিশ্বাস রয়েছে তাঁর । যদিও অধিনায়ক নীতীশ রানার নেতৃত্ব এবং ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে । যদিও ভরত অরুণ বলেছেন, “ও তরুণ, ক্রিকেটীয় বুদ্ধি রয়েছে । নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নীতীশের রয়েছে । সেই কারণেই ওকে বাছা হয়েছে । ও ভালো করবে এই ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী । ও ব্যাটসম্যান হিসেবে রান পাচ্ছে না একথা মানতে পারছি না । মাত্র দুটো ম্যাচ হয়েছে । তাতে নীতীশ বড় রান পায়নি । তা বলে হা হুতাশ করার কারণ নেই । লম্বা মরশুম সামনে । নীতীশ আত্মবিশ্বাসী। নিশ্চয়ই রানে ফিরবে ৷”

তবে ক্রিকেট পণ্ডিতরা মনে করছেন টস রবিবারের ম্যাচে বড় ভূমিকা নিতে পারে । ভরত অরুণ বলছেন টস কারও নিয়ন্ত্রণে নেই। তাই টস নিয়ে বাড়তি চিন্তা করছেন না তাঁরা । আমেদাবাদে ম্যাচটি যেহেতু দিনের বেলায় তাই পরিকল্পনা সেভাবেই সাজাতে ব্যস্ত নাইট শিবির । ইতিমধ্যে পিচ দেখা সেরে ফেলেছে নাইট শিবির । ইডেনে, স্পিনারদের ঘূর্ণিতে ম্যাচ হাতে এসেছিল । বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুহাস শর্মা সফল । বিষয়টি মাথায় রেখেই ভরত অরুণ বলছেন, “পিচ যথেষ্ট ভালো । আমাদের একাধিক বিকল্প রয়েছে । ইমপ্যাক্ট প্লেয়ারকেও পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে হবে । মিস্ট্রি স্পিনারে ফের আস্থা রাখছি আমরা।”

আরও পড়ুন: গুয়াহাটিতে রয়্যালস রাজস্থানই, দ্বিতীয় ম্যাচে মাঠ মাতাল 'ঘরের ছেলে'রা

রবিবারের ম্যাচে প্রতিপক্ষ দলে একাধিক নামী ক্রিকেটার রয়েছেন । তাঁদের সম্পর্কে পণ্ডিত স্যারের পরিকল্পনা কী? ভরত অরুণ বলেন, “প্রতিটি দলেই একাধিক ক্রিকেটার রয়েছে যারা পরস্পরকে জানেন । তাই খবর পাওয়া কঠিন নয় । এই খবর আমাদের সাহায্য করবে ।” শার্দূল ঠাকুর রান পেয়েছেন । রান এসেছে রিঙ্কু সিংয়ের ব্যাট থেকেও । নীতীশ রানা রানে ফিরবেন বলে আশায় নাইট শিবির । কিন্তু যাঁর ব্যাটের ঝড়, বলের কেরামতি পার্থক্য গড়বে সেই আন্দ্রে রাসেল এখনও ব্যর্থ । ইতিমধ্যে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ক্যারিবিয়ান অলরাউন্ডারের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি বুঝে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় মরিয়া রাসেল। আমেদাবাদে শার্দূল রিঙ্কুর সঙ্গে নীতিশ রাসেলের ব্যাট যদি কথা বলে তাহলে কাজ সহজ হয় নাইটদের । তাহলে ইডেনের পরে বেগুনি পতাকা উড়বে আমেদাবাদেও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.