ETV Bharat / sports

IPL 2023: শাকিবের পরিবর্ত খুঁজে নিল কেকেআর, নাইট শিবিরে যোগ দিচ্ছেন ইংল্যান্ড ওপেনার - শাকিব আল হাসানের পরিবর্ত

আইপিএল-এ ফের প্রত্যাবর্তন হচ্ছে জেসন রয়ের ৷ শাকিব আল হাসানের পরিবর্ত হিসেবে তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে তিনি দলের সঙ্গে যোগ দেবেন ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 5, 2023, 5:26 PM IST

Updated : Apr 6, 2023, 5:47 PM IST

কলকাতা, 5 এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিচ্ছেন ইংল্যান্ডের ওপেনিং ব্যাটার জেসন রয় ৷ শাকিব আল হাসানের পরিবর্ত হিসেবে জেসন রয়কে দলে নিয়েছে কেকেআর ৷ 2 কোটি 80 লক্ষ টাকায় তাঁকে নেওয়া হয়েছে ৷ নিলামের সময় জেসন রয়ের বেস প্রাইজ ছিল দেড় কোটি টাকা ৷ 32 বছরের জেসন রয় শেষবার 2021 সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন ৷ 2022 সালে তাঁকে গুজরাত কিনলেও, কোনও ম্যাচ খেলায়নি ৷ এবার শাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড না-ছাড়ায়, জেসন রয়কে পরিবর্ত হিসেবে নিল কেকেআর ৷

জেসন রয় দিল্লি ডেয়ারডেভিলস এবং 2016 সালে গুজরাত লায়ন্সের হয়ে খেলেছিলেন ৷ আইপিএল-এ জেসন রয় মাত্র 13টি ম্যাচ খেলেছেন ৷ যেখানে 2টি হাফ সেঞ্চুরি-সহ তাঁর মোট রান 329 ৷ সর্বোচ্চ অপরাজিত 91 রান করেছিলেন সানরাইজার্সের হয়ে ৷ ইংল্যান্ডের হয়ে 64টি টি-20 ম্যাচ খেলেছেন তিনি ৷ সেখানে 8টি হাফ সেঞ্চুরি-সহ মোট 1522 রান করেছেন জেসন রয় ৷ এখন দেখার কেকেআর এর হয়ে তিনি কতটা সফল হতে পারেন ৷ উল্লেখ্য, জেসন রয় আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে কেকেআরে যোগ দেবেন ৷

উল্লেখ্য, শাকিব আল হাসান এই মরশুমে কেকেআর-এ যোগ দেবেন না ৷ তেমনি অধিনায়ক শ্রেয়স আইয়ারও এই মরশুমে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না ৷ তাঁর পিঠের নিচের অংশের চোটের জন্য তাঁকে বিদেশে অস্ত্রোপচার করাতে যেতে হবে ৷ জানা গিয়েছে, তিনি ইংল্যান্ডে যাচ্ছেন পিঠের অস্ত্রোপচার করাতে ৷ ফলে কমপক্ষে 4 মাস মাঠের বাইরে থাকতে হবে শ্রেয়সকে ৷ তাই তিনি আইপিএল-এর পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নেই ৷ তবে, আশা করা হচ্ছে অক্টোবর মাসে বিশ্বকাপের সময় তিনি ভারতীয় দলে যোগ দিতে পারবেন ৷

আরও পড়ুন: আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেই শ্রেয়স, হতে পারে অস্ত্রোপচার

তবে, শ্রেয়সের পরিবর্ত হিসেবে কাকে দলে নেওয়া হবে, সে নিয়ে নাইট শিবিরের তরফে কিছু জানানো হয়নি ৷ এ নিয়ে আলোচনা চলছে ৷ খুব শীঘ্রই শ্রেয়সের বিকল্প কোনও ক্রিকেটারের নাম কেকেআর ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে, লিটন দাসকে নিয়েও সংশয় রয়েছে ৷ তাঁকেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইপিএল খেলার জন্য ছাড়বে কিনা, তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে ৷

কলকাতা, 5 এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিচ্ছেন ইংল্যান্ডের ওপেনিং ব্যাটার জেসন রয় ৷ শাকিব আল হাসানের পরিবর্ত হিসেবে জেসন রয়কে দলে নিয়েছে কেকেআর ৷ 2 কোটি 80 লক্ষ টাকায় তাঁকে নেওয়া হয়েছে ৷ নিলামের সময় জেসন রয়ের বেস প্রাইজ ছিল দেড় কোটি টাকা ৷ 32 বছরের জেসন রয় শেষবার 2021 সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন ৷ 2022 সালে তাঁকে গুজরাত কিনলেও, কোনও ম্যাচ খেলায়নি ৷ এবার শাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড না-ছাড়ায়, জেসন রয়কে পরিবর্ত হিসেবে নিল কেকেআর ৷

জেসন রয় দিল্লি ডেয়ারডেভিলস এবং 2016 সালে গুজরাত লায়ন্সের হয়ে খেলেছিলেন ৷ আইপিএল-এ জেসন রয় মাত্র 13টি ম্যাচ খেলেছেন ৷ যেখানে 2টি হাফ সেঞ্চুরি-সহ তাঁর মোট রান 329 ৷ সর্বোচ্চ অপরাজিত 91 রান করেছিলেন সানরাইজার্সের হয়ে ৷ ইংল্যান্ডের হয়ে 64টি টি-20 ম্যাচ খেলেছেন তিনি ৷ সেখানে 8টি হাফ সেঞ্চুরি-সহ মোট 1522 রান করেছেন জেসন রয় ৷ এখন দেখার কেকেআর এর হয়ে তিনি কতটা সফল হতে পারেন ৷ উল্লেখ্য, জেসন রয় আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে কেকেআরে যোগ দেবেন ৷

উল্লেখ্য, শাকিব আল হাসান এই মরশুমে কেকেআর-এ যোগ দেবেন না ৷ তেমনি অধিনায়ক শ্রেয়স আইয়ারও এই মরশুমে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না ৷ তাঁর পিঠের নিচের অংশের চোটের জন্য তাঁকে বিদেশে অস্ত্রোপচার করাতে যেতে হবে ৷ জানা গিয়েছে, তিনি ইংল্যান্ডে যাচ্ছেন পিঠের অস্ত্রোপচার করাতে ৷ ফলে কমপক্ষে 4 মাস মাঠের বাইরে থাকতে হবে শ্রেয়সকে ৷ তাই তিনি আইপিএল-এর পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নেই ৷ তবে, আশা করা হচ্ছে অক্টোবর মাসে বিশ্বকাপের সময় তিনি ভারতীয় দলে যোগ দিতে পারবেন ৷

আরও পড়ুন: আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেই শ্রেয়স, হতে পারে অস্ত্রোপচার

তবে, শ্রেয়সের পরিবর্ত হিসেবে কাকে দলে নেওয়া হবে, সে নিয়ে নাইট শিবিরের তরফে কিছু জানানো হয়নি ৷ এ নিয়ে আলোচনা চলছে ৷ খুব শীঘ্রই শ্রেয়সের বিকল্প কোনও ক্রিকেটারের নাম কেকেআর ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে, লিটন দাসকে নিয়েও সংশয় রয়েছে ৷ তাঁকেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইপিএল খেলার জন্য ছাড়বে কিনা, তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে ৷

Last Updated : Apr 6, 2023, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.