ETV Bharat / sports

KKR vs CSK : ধোনিদের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নাইটদের - এমএস ধোনি

পরিসংখ্যানের বিচারে কলকাতার বিরুদ্ধে অনেক এগিয়ে থেকেই রবিবার মাঠে নামছে চেন্নাই সুপার কিংস ৷ 24 বারের মুখোমুখি সাক্ষাতে মাত্র 8 বার জিতেছে কেকেআর ৷ যেখানে 15 বার জিতে বাড়তি আত্মবিশ্বাস ধোনিবাহিনী ৷ চলতি আইপিএলের প্রথম পর্বেও নাইটদের হারিয়েছে সিএসকে ৷

KKR vs CSK
হ্য়াটট্রিকের লক্ষ্যে মাঠে নামল দুই দল
author img

By

Published : Sep 26, 2021, 3:05 PM IST

Updated : Sep 26, 2021, 3:52 PM IST

আবুধাবি, 26 সেপ্টেম্বর : রবিবাসরীয় দুপুরে মরু শহরে আমনে-সামনে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস ৷ দ্বিতীয় পর্বে দুই দলই প্রথম দুটি করে ম্যাচ জেতায় রবিবার হ্য়াটট্রিকের লক্ষ্যে মাঠে নামছে ৷ শেখ জায়েদ স্টেডিয়ামে 24 ঘণ্টা আগে যেখানে লড়াই হয়েছিল রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস, সেই পিচেই টক্কর ধোনিবিগ্রেড-মরগ্যানবাহিনীর ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যান ৷

রেকর্ড বলছে, কলকাতার বিরুদ্ধে আইপিএলের সফলতম দলটির নাম চেন্নাই সুপার কিংস ৷ মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে মাঠে নামার আগেই কুঁকড়ে যায় কেকেআর ৷ চলতি আইপিএলের প্রথম পর্বে ওয়াংখেড়েতে নাইটদের হারায় সিএসকে ৷ তবে গত মরসুমে এই মরু শহরে দুই দলই একবার করে জিতেছে ৷ এখনও পর্যন্ত 24 বারের মুখোমুখি সাক্ষাতে মাত্র 8 বার জিতেছে কেকেআর ৷ যেখানে 15 বার জিতে বাড়তি আত্মবিশ্বাস ধোনি অ্যান্ড কোং ৷

24 ঘণ্টা আগে যে পিচেই লড়েছিল দিল্লি-রাজস্থান, সেই বাইশ গজেই লড়াই ধোনি-মরগ্যানদের ৷ এই ম্যাচে 155 রান তাড়া করেও জিততে পারেনি রয়্যালস ৷ তাই টস জিতে এখানে প্রথম ব্যাটিংয়ের সুযোগ হাতছাড়া করেননি নাইট ক্যাপ্টেন ৷ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামেই অবশ্য প্রথম দুটি ম্য়াচ খেলেছে কেকেআর ৷ দু'টি ম্যাচই রান তাড়া করে দিয়েছে কিং খানের দল ৷ প্রথম ম্য়াচে বিরাট কোহির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরুদ্ধে দুরন্ত বোলিং এবং দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রান তাড়া করতে দুরন্ত ব্যাটিং নাইটদের সহজ জয় এনে দেয় ৷ রোহিত শর্মাদের বিরুদ্ধে ব্যাট হাতে নাইটদের জেতান ভেঙ্কটেশ আইয়ার ও রাহুল ত্রিপাঠি ৷

অন্য দিকে সিএসকে প্রথম দুটি ম্যাচের মধ্যে একটি খেলেছে দুবাই ও অপরটি খেলেছে শারজায় ৷ দুবাই প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে 156 রান করেও জিতে নেয় ধোনিবিগ্রেড ৷ শারজায় দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 156 রান তাড়া করে জেতে সিএসকে ৷ দুই দলই মরু শহরে প্রথম দুটি ম্যাচ জিতে লিগ তালিকায় প্রথম চারে থেকে এদিন লড়াইয়ে নামে ৷ 9 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই ৷ আর 9 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে কলকাতা ৷

আরও পড়ুন : সৌরভদের ইডেনের স্মৃতি ফেরালেন মিতালিরা

কেকেআর একাদশ : শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন), নীতিশ রানা, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সুনীল নারিন, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণা ও বরুণ চক্রবর্তী ৷

সিএসকে একাদশ : রুতরাজ গায়কোয়াড, ফ্যাফ ডু'প্লেসিস, মোয়েন আলি, সুরেশ রায়না, এমএস ধোনি (ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক ঠাকুর ও জোস হ্যাজেলউড ৷

আবুধাবি, 26 সেপ্টেম্বর : রবিবাসরীয় দুপুরে মরু শহরে আমনে-সামনে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস ৷ দ্বিতীয় পর্বে দুই দলই প্রথম দুটি করে ম্যাচ জেতায় রবিবার হ্য়াটট্রিকের লক্ষ্যে মাঠে নামছে ৷ শেখ জায়েদ স্টেডিয়ামে 24 ঘণ্টা আগে যেখানে লড়াই হয়েছিল রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস, সেই পিচেই টক্কর ধোনিবিগ্রেড-মরগ্যানবাহিনীর ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যান ৷

রেকর্ড বলছে, কলকাতার বিরুদ্ধে আইপিএলের সফলতম দলটির নাম চেন্নাই সুপার কিংস ৷ মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে মাঠে নামার আগেই কুঁকড়ে যায় কেকেআর ৷ চলতি আইপিএলের প্রথম পর্বে ওয়াংখেড়েতে নাইটদের হারায় সিএসকে ৷ তবে গত মরসুমে এই মরু শহরে দুই দলই একবার করে জিতেছে ৷ এখনও পর্যন্ত 24 বারের মুখোমুখি সাক্ষাতে মাত্র 8 বার জিতেছে কেকেআর ৷ যেখানে 15 বার জিতে বাড়তি আত্মবিশ্বাস ধোনি অ্যান্ড কোং ৷

24 ঘণ্টা আগে যে পিচেই লড়েছিল দিল্লি-রাজস্থান, সেই বাইশ গজেই লড়াই ধোনি-মরগ্যানদের ৷ এই ম্যাচে 155 রান তাড়া করেও জিততে পারেনি রয়্যালস ৷ তাই টস জিতে এখানে প্রথম ব্যাটিংয়ের সুযোগ হাতছাড়া করেননি নাইট ক্যাপ্টেন ৷ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামেই অবশ্য প্রথম দুটি ম্য়াচ খেলেছে কেকেআর ৷ দু'টি ম্যাচই রান তাড়া করে দিয়েছে কিং খানের দল ৷ প্রথম ম্য়াচে বিরাট কোহির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরুদ্ধে দুরন্ত বোলিং এবং দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রান তাড়া করতে দুরন্ত ব্যাটিং নাইটদের সহজ জয় এনে দেয় ৷ রোহিত শর্মাদের বিরুদ্ধে ব্যাট হাতে নাইটদের জেতান ভেঙ্কটেশ আইয়ার ও রাহুল ত্রিপাঠি ৷

অন্য দিকে সিএসকে প্রথম দুটি ম্যাচের মধ্যে একটি খেলেছে দুবাই ও অপরটি খেলেছে শারজায় ৷ দুবাই প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে 156 রান করেও জিতে নেয় ধোনিবিগ্রেড ৷ শারজায় দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 156 রান তাড়া করে জেতে সিএসকে ৷ দুই দলই মরু শহরে প্রথম দুটি ম্যাচ জিতে লিগ তালিকায় প্রথম চারে থেকে এদিন লড়াইয়ে নামে ৷ 9 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই ৷ আর 9 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে কলকাতা ৷

আরও পড়ুন : সৌরভদের ইডেনের স্মৃতি ফেরালেন মিতালিরা

কেকেআর একাদশ : শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন), নীতিশ রানা, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সুনীল নারিন, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণা ও বরুণ চক্রবর্তী ৷

সিএসকে একাদশ : রুতরাজ গায়কোয়াড, ফ্যাফ ডু'প্লেসিস, মোয়েন আলি, সুরেশ রায়না, এমএস ধোনি (ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক ঠাকুর ও জোস হ্যাজেলউড ৷

Last Updated : Sep 26, 2021, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.