ETV Bharat / sports

IPL 2023: আরসিবি-র সামনে ঘুরে দাঁড়ানোর পথ হাতড়াচ্ছে দিশেহারা কেকেআর

author img

By

Published : Apr 25, 2023, 1:18 PM IST

পরপর 5 ম্যাচে হেরে এবার আরসিবি-র চ্যালেঞ্জ ৷ বেঙ্গালুরুতে উড়ে যাওয়ার আগে, তাই দলের পারফরম্যান্স নিয়ে চিন্তায় অধিনায়ক নীতীশ রানা ৷ রীতিমতো প্লেয়ারদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুললেন তিনি ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

কলকাতা, 25 এপ্রিল: কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএল-এ অর্ন্তজলী যাত্রা শুরু হয়ে গিয়েছে ! পয়েন্ট টেবিলের পরিসংখ্যান সেটাই বলছে ৷ সাতটা ম্যাচে পাঁচটা হেরে ব্যাকফুটে কেকেআর ৷ এর মধ্যে পরপর চারটে হার ৷ পুরো দলে দু-একজন ছাড়া কেউ পারফর্ম করতে পারছেন না ৷ স্বভাবতই হতাশ কেকেআর অধিনায়ক নীতীশ রানা ৷ এবার সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তাও আবার চিন্নাস্বামীর মাঠে ৷ যেখানে পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে বিরাট কোহলিদের ৷ তাই বেঙ্গালুরুতে উড়ে যাওয়ার আগে দলের অধিকাংশ প্লেয়ারদের পারফর্ম্যান্স নিয়ে চিন্তায় অধিনায়ক নীতীশ রানা ৷

নীতীশ মেনে নিয়েছেন, টানা চার হারের পরেও বিন্দুমাত্র উন্নতি হয়নি তাঁর দলের। কী ভাবে উন্নতি হতে পারে, সেই আভাসও দিতে পারছেন না ৷ জানালেন, এ ধরনের প্রতিযোগিতায় বড় দলের বিরুদ্ধে একের পর এক ভুল হতে থাকলে পিছিয়ে পড়তেই হবে ৷ এ দিন নীতীশ বলেন, ‘‘সত্যি বলতে, 236 রানের লক্ষ্যমাত্রা ছিল আমাদের সামনে ৷ ব্যাট করতে নামার আগেই আমরা চাপে পড়ে গিয়েছিলাম ৷ এই হার হজম করা সত্যিই কঠিন ৷ কৃতিত্ব দিতে হবে অজিঙ্ক ভাইকে ৷ উনি যে ভাবে ব্যাট করেছেন, তা অসাধারণ ৷ ব্যাটে যা লাগছিল সেটাই মাঠের বাইরে উড়ে যাচ্ছিল ৷’’

নীতীশ মেনে নিয়েছেন, কেকেআর দল হিসেবে একেবারেই উন্নতি করতে পারছে না ৷ জানালেন, সিএসকে-এর বিরুদ্ধে ওই ম্যাচ জিততে হলে পাওয়ার প্লে-তে ভাল খেলতে হত ৷ সেটাই দল হিসেবে করতে পারেনি কেকেআর ৷ তাঁর মতে, এত বড় রান তাড়া করতে গিয়ে সেটা মেনে নেওয়া যায় না ৷ বরাবর ম্যাচে পিছিয়ে ছিল নাইটরা ৷ আর এই হারের পর, দলে ঘুরে দাঁড়ানোর কথা বলা হয়েছে ৷

বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবেন নীতীশ রানারা ৷ টানা হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ তাদের কাছে ৷ দল পরিচালনা থেকে কোচিং সবেতেই দৈন্যতা প্রকাশ পাচ্ছে ৷ দেরিতে হলেও নাইট ম্যানেজমেন্ট বুঝতে পারছে আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা কেবল অতীতের ছায়া মাত্র ৷ ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন উঠছে ৷ কেন সুনীল নারাইনকে ওপেন করানো হল ? 7 ম্যাচ পরেও কেন কেকেআর-এর ওপেনিং জুটি তৈরি হল না ? কেন টস জিতেও ব্যাটিং নেওয়া হয়নি ? এই সব প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

এসবের মধ্যেও ম্যাচের পরের দিনও ধোনি আবেশে মেতে রয়েছে ইডেন ৷ ম্যাচের চব্বিশ ঘণ্টা পড়েও কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আলোচনা সিএবি-তে ৷ যুগ্মসচিব নরেশ ওঝা ছাড়া বেশিরভাগ পদাধিকারী আসেননি ৷ যাঁরা এসেছেন তাঁরা দীর্ঘদিন ধরে বঙ্গ ক্রিকেটের সঙ্গে যুক্ত ৷ 29 এপ্রিল ম্যাচের প্রস্তুতি নিয়ে সলতে পাকানোর আগে সবাই মানছেন একপেশে ইডেন তাঁরা দেখেননি ৷ সচিন তেন্ডুলকরের জনপ্রিয়তা মাথায় রেখেও, সকলেই একমত ক্রিকেট থেকে অবসর চলে যাওয়া একটা মানুষকে নিয়ে উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য ৷ ইডেন যেন এক টুকরো চেন্নাই ৷ গ্যালারিতে হলুদ জার্সির একাধিপত্য ৷

আরও পড়ুন: বিধ্বংসী ব্যাটিংয়ে রানের ইমারত চেন্নাইয়ের, টানা চতুর্থ হারের প্রহর গুনছে নাইটরা

সত্যিই রবিবার কলকাতাবাসী মেতেছিল মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ৷ কারণ, ক্রিকেটার কেরিয়ারে হয়তো শেষবার ইডেন গার্ডেন্সে পেশাদারি ক্রিকেট খেললেন তিনি। অনুরাগীরা তাঁর প্রতি হৃদয় উজাড় করে ভালোবাসা দিলেন ৷ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু শোনা গেল, ‘‘ধোনি আমরা তোমাকে ভালোবাসি ৷’’ যখন তিনি শেষ ওভারে মাঠে নামলেন, ইডেনের গ্যালারি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাঁকে স্বাগত জানিয়েছে ৷ ম্যাচ শেষ হওয়ার পর তাঁর মুখে একটা হাসি লেগেছিল ৷ অভিব্যক্তির মাধ্যমেই বুঝিয়ে দিলেন, কলকাতার মানুষের এমন অভ্যর্থনায় আপ্লুত মাহি ৷

ম্যাচের পর ধোনি এরকম সমর্থনের জন্য কলকাতাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন ৷ প্রচুর মানুষ শুধু তাঁকে সমর্থন করতে মাঠে এসেছিল ৷ ধোনি এও উল্লেখ করলেন এর মধ্যে পরের ম্যাচে অনেকেই পার্পল জার্সি পরে মাঠে আসবেন ৷ হয়তো তাঁকে শেষবারের মতো ফেয়ার ওয়েল জানাতে এসেছিল কলকাতার দর্শকরা ৷ আর তাই বারবার তিনি ধন্যবাদ জানালেন ইডেনের দর্শকদের ৷ ধোনির জন্য ইডেনের সমর্থন ছিল চেন্নাই সুপার কিংসের দিকে ৷

বিধ্বংসী ব্যাটিং করেছেন অজিঙ্ক রাহানে, শিবম দুবে এবং ডেভন কনওয়ে ৷ রাহানে 244 স্ট্রাইক রেটে ব্যাটিং করে দিশেহারা করে দিয়েছেন উমেশ যাদবদের ৷ তিনি ক্রিকেটের ব্যকারণ মেনে ব্যাটিং করেন, এটাই প্রচলিত ৷ কিন্তু ইডেন দেখল, রাহানে উদ্ভাবনী শট খেলারও ক্ষমতা রাখেন ৷ চলতি আইপিএলে পুর্নজন্ম হয়েছে রাহানের ৷ যেভাবে ব্যাটিং করছেন, ফের জাতীয় দলে প্রত্যাবর্তন হলে, অবাক হওয়ার কিছু থাকবে না ৷ 29 বলে 71 রানের ইনিংস খেলেছেন ৷

আরও পড়ুন: বিফলে রিঙ্কু-রয়ের লড়াই, নন্দনকাননে নাইটদের উড়িয়ে কিং চেন্নাই

কলকাতার বিরুদ্ধে আইপিএল-এ নিজের সবচেয়ে বিধ্বংসী ইনিংস খেলার পর, পুরনো দলকে কার্যত একহাত নিলেন ৷ ব্যাটিংয়ের এই বদল নিয়ে তিনি জানান, টার্নিং পয়েন্ট এটাই যে তিনি এখানে খেলার সুযোগ পাচ্ছেন ৷ এক-দু'বছর আগে তিনি সেভাবে খেলার সুযোগ পাচ্ছিলেন না ৷ রাহানে বলেন, ‘‘আপনি যদি না খেলেন, তাহলে কীভাবে দেখাবেন যে আপনার হাতে কী কী শট আছে ? আপনি যদি টানা না খেলতে পারেন, তাহলে আপনি সেটা দেখাতে পারবেন না ৷ এখানে খেলার সুযোগ পেয়েছি ৷’’

সরাসরি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে একহাত নিয়েছেন মুম্বইকর ৷ বুঝিয়ে দিলের গত মরশুমে তাঁকে কেকেআর খেলার সুযোগই দেয়নি ৷ আর তাই চেন্নাই সুপার কিংসে গিয়ে তিনি খুশি ৷ সেখানে তিনি তিন নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় খেলার সুযোগ পাচ্ছেন ৷ আর তাঁর খেলার ধরন নিয়ে স্পষ্ট বার্তা ৷ বড় শট খেলতে হলে, মানসিকতাটাই আসল ৷ কিছু করব মনে করলে, তা ঠিক করা যায় বলে জানালেন ক্ষুব্ধ রাহানে ৷

কলকাতা, 25 এপ্রিল: কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএল-এ অর্ন্তজলী যাত্রা শুরু হয়ে গিয়েছে ! পয়েন্ট টেবিলের পরিসংখ্যান সেটাই বলছে ৷ সাতটা ম্যাচে পাঁচটা হেরে ব্যাকফুটে কেকেআর ৷ এর মধ্যে পরপর চারটে হার ৷ পুরো দলে দু-একজন ছাড়া কেউ পারফর্ম করতে পারছেন না ৷ স্বভাবতই হতাশ কেকেআর অধিনায়ক নীতীশ রানা ৷ এবার সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তাও আবার চিন্নাস্বামীর মাঠে ৷ যেখানে পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে বিরাট কোহলিদের ৷ তাই বেঙ্গালুরুতে উড়ে যাওয়ার আগে দলের অধিকাংশ প্লেয়ারদের পারফর্ম্যান্স নিয়ে চিন্তায় অধিনায়ক নীতীশ রানা ৷

নীতীশ মেনে নিয়েছেন, টানা চার হারের পরেও বিন্দুমাত্র উন্নতি হয়নি তাঁর দলের। কী ভাবে উন্নতি হতে পারে, সেই আভাসও দিতে পারছেন না ৷ জানালেন, এ ধরনের প্রতিযোগিতায় বড় দলের বিরুদ্ধে একের পর এক ভুল হতে থাকলে পিছিয়ে পড়তেই হবে ৷ এ দিন নীতীশ বলেন, ‘‘সত্যি বলতে, 236 রানের লক্ষ্যমাত্রা ছিল আমাদের সামনে ৷ ব্যাট করতে নামার আগেই আমরা চাপে পড়ে গিয়েছিলাম ৷ এই হার হজম করা সত্যিই কঠিন ৷ কৃতিত্ব দিতে হবে অজিঙ্ক ভাইকে ৷ উনি যে ভাবে ব্যাট করেছেন, তা অসাধারণ ৷ ব্যাটে যা লাগছিল সেটাই মাঠের বাইরে উড়ে যাচ্ছিল ৷’’

নীতীশ মেনে নিয়েছেন, কেকেআর দল হিসেবে একেবারেই উন্নতি করতে পারছে না ৷ জানালেন, সিএসকে-এর বিরুদ্ধে ওই ম্যাচ জিততে হলে পাওয়ার প্লে-তে ভাল খেলতে হত ৷ সেটাই দল হিসেবে করতে পারেনি কেকেআর ৷ তাঁর মতে, এত বড় রান তাড়া করতে গিয়ে সেটা মেনে নেওয়া যায় না ৷ বরাবর ম্যাচে পিছিয়ে ছিল নাইটরা ৷ আর এই হারের পর, দলে ঘুরে দাঁড়ানোর কথা বলা হয়েছে ৷

বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবেন নীতীশ রানারা ৷ টানা হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ তাদের কাছে ৷ দল পরিচালনা থেকে কোচিং সবেতেই দৈন্যতা প্রকাশ পাচ্ছে ৷ দেরিতে হলেও নাইট ম্যানেজমেন্ট বুঝতে পারছে আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা কেবল অতীতের ছায়া মাত্র ৷ ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন উঠছে ৷ কেন সুনীল নারাইনকে ওপেন করানো হল ? 7 ম্যাচ পরেও কেন কেকেআর-এর ওপেনিং জুটি তৈরি হল না ? কেন টস জিতেও ব্যাটিং নেওয়া হয়নি ? এই সব প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

এসবের মধ্যেও ম্যাচের পরের দিনও ধোনি আবেশে মেতে রয়েছে ইডেন ৷ ম্যাচের চব্বিশ ঘণ্টা পড়েও কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আলোচনা সিএবি-তে ৷ যুগ্মসচিব নরেশ ওঝা ছাড়া বেশিরভাগ পদাধিকারী আসেননি ৷ যাঁরা এসেছেন তাঁরা দীর্ঘদিন ধরে বঙ্গ ক্রিকেটের সঙ্গে যুক্ত ৷ 29 এপ্রিল ম্যাচের প্রস্তুতি নিয়ে সলতে পাকানোর আগে সবাই মানছেন একপেশে ইডেন তাঁরা দেখেননি ৷ সচিন তেন্ডুলকরের জনপ্রিয়তা মাথায় রেখেও, সকলেই একমত ক্রিকেট থেকে অবসর চলে যাওয়া একটা মানুষকে নিয়ে উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য ৷ ইডেন যেন এক টুকরো চেন্নাই ৷ গ্যালারিতে হলুদ জার্সির একাধিপত্য ৷

আরও পড়ুন: বিধ্বংসী ব্যাটিংয়ে রানের ইমারত চেন্নাইয়ের, টানা চতুর্থ হারের প্রহর গুনছে নাইটরা

সত্যিই রবিবার কলকাতাবাসী মেতেছিল মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ৷ কারণ, ক্রিকেটার কেরিয়ারে হয়তো শেষবার ইডেন গার্ডেন্সে পেশাদারি ক্রিকেট খেললেন তিনি। অনুরাগীরা তাঁর প্রতি হৃদয় উজাড় করে ভালোবাসা দিলেন ৷ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু শোনা গেল, ‘‘ধোনি আমরা তোমাকে ভালোবাসি ৷’’ যখন তিনি শেষ ওভারে মাঠে নামলেন, ইডেনের গ্যালারি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাঁকে স্বাগত জানিয়েছে ৷ ম্যাচ শেষ হওয়ার পর তাঁর মুখে একটা হাসি লেগেছিল ৷ অভিব্যক্তির মাধ্যমেই বুঝিয়ে দিলেন, কলকাতার মানুষের এমন অভ্যর্থনায় আপ্লুত মাহি ৷

ম্যাচের পর ধোনি এরকম সমর্থনের জন্য কলকাতাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন ৷ প্রচুর মানুষ শুধু তাঁকে সমর্থন করতে মাঠে এসেছিল ৷ ধোনি এও উল্লেখ করলেন এর মধ্যে পরের ম্যাচে অনেকেই পার্পল জার্সি পরে মাঠে আসবেন ৷ হয়তো তাঁকে শেষবারের মতো ফেয়ার ওয়েল জানাতে এসেছিল কলকাতার দর্শকরা ৷ আর তাই বারবার তিনি ধন্যবাদ জানালেন ইডেনের দর্শকদের ৷ ধোনির জন্য ইডেনের সমর্থন ছিল চেন্নাই সুপার কিংসের দিকে ৷

বিধ্বংসী ব্যাটিং করেছেন অজিঙ্ক রাহানে, শিবম দুবে এবং ডেভন কনওয়ে ৷ রাহানে 244 স্ট্রাইক রেটে ব্যাটিং করে দিশেহারা করে দিয়েছেন উমেশ যাদবদের ৷ তিনি ক্রিকেটের ব্যকারণ মেনে ব্যাটিং করেন, এটাই প্রচলিত ৷ কিন্তু ইডেন দেখল, রাহানে উদ্ভাবনী শট খেলারও ক্ষমতা রাখেন ৷ চলতি আইপিএলে পুর্নজন্ম হয়েছে রাহানের ৷ যেভাবে ব্যাটিং করছেন, ফের জাতীয় দলে প্রত্যাবর্তন হলে, অবাক হওয়ার কিছু থাকবে না ৷ 29 বলে 71 রানের ইনিংস খেলেছেন ৷

আরও পড়ুন: বিফলে রিঙ্কু-রয়ের লড়াই, নন্দনকাননে নাইটদের উড়িয়ে কিং চেন্নাই

কলকাতার বিরুদ্ধে আইপিএল-এ নিজের সবচেয়ে বিধ্বংসী ইনিংস খেলার পর, পুরনো দলকে কার্যত একহাত নিলেন ৷ ব্যাটিংয়ের এই বদল নিয়ে তিনি জানান, টার্নিং পয়েন্ট এটাই যে তিনি এখানে খেলার সুযোগ পাচ্ছেন ৷ এক-দু'বছর আগে তিনি সেভাবে খেলার সুযোগ পাচ্ছিলেন না ৷ রাহানে বলেন, ‘‘আপনি যদি না খেলেন, তাহলে কীভাবে দেখাবেন যে আপনার হাতে কী কী শট আছে ? আপনি যদি টানা না খেলতে পারেন, তাহলে আপনি সেটা দেখাতে পারবেন না ৷ এখানে খেলার সুযোগ পেয়েছি ৷’’

সরাসরি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে একহাত নিয়েছেন মুম্বইকর ৷ বুঝিয়ে দিলের গত মরশুমে তাঁকে কেকেআর খেলার সুযোগই দেয়নি ৷ আর তাই চেন্নাই সুপার কিংসে গিয়ে তিনি খুশি ৷ সেখানে তিনি তিন নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় খেলার সুযোগ পাচ্ছেন ৷ আর তাঁর খেলার ধরন নিয়ে স্পষ্ট বার্তা ৷ বড় শট খেলতে হলে, মানসিকতাটাই আসল ৷ কিছু করব মনে করলে, তা ঠিক করা যায় বলে জানালেন ক্ষুব্ধ রাহানে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.