আবুধাবি, 26 সেপ্টেম্বর : মরু শহরে চেন্নাই সুপার কিংস-কে বড় রানের টার্গেট দিল কলকাতা নাইট রাইডার্স ৷ টস জিতে প্রথম ব্যাটিং করে শুরুটা ভাল না-হলেও রাহুল ত্রিপাঠি ও নীতীশ রানা এবং দীনেশ কার্তিকের ব্যাটে ধোনিদের 172 রানের টার্গেট দিল নাইটরা ৷ চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে বিরাট কোহলিদের বিরুদ্ধে নাইটদের জয় এনে দিয়েছিলেন বোলাররা ৷ পরের ম্যাচে রোহিত শর্মাদের বিরুদ্ধে কিং খানের দলকে জেতান ব্য়াটাররা ৷
রবিবার মহেন্দ্র সিং ধোনিদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেকেআর ব্যাটাররা ৷ শুরুটা ভাল না-হলেও নাইটদের বড় রানে পৌঁছে দেন রাহুল ত্রিপাঠি ও নীতিশ রানার লড়াই ৷ সাত নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন প্রাক্তন নাইট অধিনায়ক ডিকে ৷ মাত্র 11 বলে তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়ে 26 রানে আউট হন কার্তিক ৷ ইনিংসের শেষ বলে বাউন্ডারি মেরে কেকেআর-কে 171 রানে পৌঁছে দেন রানা ৷
প্রথম ওভারে আত্মঘাতী রান-আউটে শুভমন গিলের উইকেট হারায় কেকেআর ৷ তারপর নাইট ইনিংসের হাল ধরেন মুম্বই ম্যাচের দুই নায়ক ভেঙ্কটেশ আইয়ার ও রাহুল ত্রিপাঠি ৷ আগের ম্যাচের মতো এদিন দারুণ শুরু করেছিলেন আইয়ার ৷ কিন্ত বড় রান করার আগেই ভয়ঙ্কর হয়ে ওঠা বাঁ-হাতি নাইট ব্যাটারকে ডাগ-আউটে ফেরান শার্দূল ঠাকুর ৷ 15 বলে তিনটি বাউন্ডারি-সহ 18 রান করে আউট হন আইয়ার ৷
আরও পড়ুন : অবসরের আগে গোলাপি বলে টেস্টের অভিজ্ঞতা অর্জন করতে চান ঝুলন
ক্যাপেটন ইয়ন মরগ্যান অবশ্য স্কোর বোর্ডকে বেগ দিতে পারেননি ৷ 14 বল খেলে মাত্র 8 রান করে ডাগ-আউটে ফেরেন নাইট অধিনায়ক ৷ এর পর ক্রিজে আসেন রানা ৷ রাহুলের সঙ্গে জুটি বেঁধে কেকেআর ইনিংসকে এগিয়ে নিয়ে যান নীতীশ ৷ তবে অল্পের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া হল রাহুলের ৷ 33 বলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি-সহ 45 রান করে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তিনি ৷ এরপর ক্রিজে এসে ঝড় তোলার চেষ্টা করেন আন্দ্রে রাসেল ৷ কিন্তু বড় রান করার আগেই ক্যারিবিয়ান অল-রাউন্ডারকে ডাগ-আউটে ফেরান শার্দূল ৷ 15 বলে দুটি চার ও একটি ছয় মেরে 20 রান করেন রাসেল ৷ তারপর কার্তিকের ঝড় ইনিংস নাইটদের দেড়শো রানের গণ্ডি টপকাতে সাহায্য করে ৷ তবে 37 রানে অপরাজিত থেকে নাইটদের বড় রানে পৌঁছে দেন রানা ৷ 27 বলের ইনিংসে তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান এই বাঁ-হাতি ৷