ETV Bharat / sports

IPL Auction 2023: নিলামে আইপিএল’র রেকর্ড দাম পেলেন স্যাম কারেন, 18.5 কোটিতে কিনল পঞ্জাব - আইপিএল

আইপিএল নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারেন (Sam Curran Became Most Expensive Player Sold in Auction) ৷ 18.5 কোটি টাকায় তাঁকে কিনল পঞ্জাব কিংস ৷ অজি ক্যামরন গ্রিন পেলেন দ্বিতীয় সর্বোচ্চ দাম ৷ বেন স্টোকসকে নিল সিএসকে ৷

Sam Curran ETV BHARAT
আইপিএল’র রেকর্ড দামে পঞ্জাবে গেলেন স্যাম কারেন
author img

By

Published : Dec 23, 2022, 5:33 PM IST

কোচি, 23 ডিসেম্বর: আইপিএল 2023-এর সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারেন (Sam Curran Became Most Expensive Player Sold in Auction) ৷ পঞ্জাব কিংস তাঁকে 18.50 কোটি টাকায় কিনেছে ৷ বেস প্রাইজ 2 কোটি থেকে তাঁর দর আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি মূল্য উঠেছে ৷ পাশাপাশি, অস্ট্রেলিয়ার ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে 17.50 কোটি টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে মিনি অকশন (IPL 2023 Mini auction) থেকে নিয়েছে চেন্নাই সুপার কিংস ৷ তাঁকে 16.25 কোটি টাকায় কিনেছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি ৷

আইপিএল-16’র আগে ক্রিকেটারদের দর কষাকষির একটা ছোট পর্ব আয়োজিত হয়েছে কোচিতে ৷ আর এই নিলামে আইপিএল-এর 15 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন ইংল্যান্ডের বাঁ-হাতি অলরাউন্ডার স্যাম কারেন ৷ চেন্নাই সুপার কিংস তাঁকে এবার ছেড়ে দিয়েছিল ৷ আর তাতেই আইপিএল-এর ভাগ্য আরও চওড়া হয়ে গেল স্যামের ৷ আইপিএল-এ তাঁর প্রথম ফ্র্যাঞ্চাইজি পঞ্জাবে ফিরলেন স্যাম কারেন ৷ আর তাঁর দর উঠল 18.50 কোটি টাকা ৷ যা আইপিএল-এর ইতিহাসে কোনও ক্রিকেটারের রেকর্ড দর ৷

Sam Curran ETV BHARAT
আইপিএল-এর সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারেন

তবে, শুধু স্যাম কারেন নন ৷ দ্বিতীয় সর্বোচ্চ দর পেয়েছেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামরন গ্রিন ৷ তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স 17.50 কোটি টাকায় কিনেছে ৷ তবে, এবারের এই মিনি অকশন গতবারের মেগা অকশনের মতোই অলরাউন্ডারদের লক্ষ্মীলাভ করাচ্ছে ৷ ইংল্যান্ডের আরেক অলরাউন্ডার তথা টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে 16.25 কোটি টাকায় কিনেছে চেন্নাই সুপার কিং ৷ তাঁকে রাজস্থান রয়্যাল ছেড়ে দিয়েছিল ৷

আরও পড়ুন: নিলামে কাদের দলে নিতে মরিয়া নাইটরা ?

আরেক ব্রিটিশ ক্রিকেটার এবারের আইপিএল-এ নিজের দর বেস প্রাইজের 1.5 কোটি থেকে 13.5 কোটিতে নিয়ে গিয়েছেন ৷ তিনি হলেন মিডল অর্ডার ব্যাটার হ্যারি ব্রুক ৷ তাঁকে সানরাইজার্স হায়দরাবাদ কিনেছে ৷ হ্যারি ব্রুক সম্প্রতি শেষ হওয়া পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের সেরা প্লেয়ার হয়েছেন ৷ তবে, এবারের আইপিএল-এ কোন দল পাননি বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান ৷

কোচি, 23 ডিসেম্বর: আইপিএল 2023-এর সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারেন (Sam Curran Became Most Expensive Player Sold in Auction) ৷ পঞ্জাব কিংস তাঁকে 18.50 কোটি টাকায় কিনেছে ৷ বেস প্রাইজ 2 কোটি থেকে তাঁর দর আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি মূল্য উঠেছে ৷ পাশাপাশি, অস্ট্রেলিয়ার ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে 17.50 কোটি টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে মিনি অকশন (IPL 2023 Mini auction) থেকে নিয়েছে চেন্নাই সুপার কিংস ৷ তাঁকে 16.25 কোটি টাকায় কিনেছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি ৷

আইপিএল-16’র আগে ক্রিকেটারদের দর কষাকষির একটা ছোট পর্ব আয়োজিত হয়েছে কোচিতে ৷ আর এই নিলামে আইপিএল-এর 15 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন ইংল্যান্ডের বাঁ-হাতি অলরাউন্ডার স্যাম কারেন ৷ চেন্নাই সুপার কিংস তাঁকে এবার ছেড়ে দিয়েছিল ৷ আর তাতেই আইপিএল-এর ভাগ্য আরও চওড়া হয়ে গেল স্যামের ৷ আইপিএল-এ তাঁর প্রথম ফ্র্যাঞ্চাইজি পঞ্জাবে ফিরলেন স্যাম কারেন ৷ আর তাঁর দর উঠল 18.50 কোটি টাকা ৷ যা আইপিএল-এর ইতিহাসে কোনও ক্রিকেটারের রেকর্ড দর ৷

Sam Curran ETV BHARAT
আইপিএল-এর সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারেন

তবে, শুধু স্যাম কারেন নন ৷ দ্বিতীয় সর্বোচ্চ দর পেয়েছেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামরন গ্রিন ৷ তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স 17.50 কোটি টাকায় কিনেছে ৷ তবে, এবারের এই মিনি অকশন গতবারের মেগা অকশনের মতোই অলরাউন্ডারদের লক্ষ্মীলাভ করাচ্ছে ৷ ইংল্যান্ডের আরেক অলরাউন্ডার তথা টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে 16.25 কোটি টাকায় কিনেছে চেন্নাই সুপার কিং ৷ তাঁকে রাজস্থান রয়্যাল ছেড়ে দিয়েছিল ৷

আরও পড়ুন: নিলামে কাদের দলে নিতে মরিয়া নাইটরা ?

আরেক ব্রিটিশ ক্রিকেটার এবারের আইপিএল-এ নিজের দর বেস প্রাইজের 1.5 কোটি থেকে 13.5 কোটিতে নিয়ে গিয়েছেন ৷ তিনি হলেন মিডল অর্ডার ব্যাটার হ্যারি ব্রুক ৷ তাঁকে সানরাইজার্স হায়দরাবাদ কিনেছে ৷ হ্যারি ব্রুক সম্প্রতি শেষ হওয়া পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের সেরা প্লেয়ার হয়েছেন ৷ তবে, এবারের আইপিএল-এ কোন দল পাননি বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.