ETV Bharat / sports

টানটান উত্তেজনা, আইপিএল 14-র প্রথম ম্যাচে 10 রানে জিতল কলকাতা

আজ চেপকের 22 গজে দাপট দেখায় কেকেআরের ভারতীয় ব্রিগেড ৷ তবে ব্যর্থ কলকাতার বিদেশি ক্রিকেটাররা ৷ ব্যাট হাতে সুযোগ পান রাসেল, মরগ্যান ও শাকিব ৷ তবে তিনজনের যৌথ সংগ্রহ 10 রান ৷ 16 তম ওভারে মাঠে নামলেও নিষ্প্রভ দেখাল রাসেলের ব্যাট ৷

কেকেআর
কেকেআর
author img

By

Published : Apr 11, 2021, 11:06 PM IST

চেন্নাই, 11 এপ্রিল : ভারতীয় ব্রিগেডের দুরন্ত পারফরমেন্সে চেন্নাইয়ের চেপকে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের সূচনা করল কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স করে 6 উইকেটে 187 রান ৷ জবাবে হায়দরাবাদ থামল 177 রানে ৷ 10 রানে জয় তুলে নিল মরগ্য়ান ব্রিগেড ৷

টস হারার পর প্রথমে ব্যাটিং করতে হয় কলকাতা নাইট রাইডার্সকে ৷ মরগ্যান বাহিনীর কাছে সেটা যেন সাপে বর হয় ৷ শুরুতেই নাইটদের ভারতীয় ব্রিগেড দাপট দেখায় ৷ দুই ওপেনার নীতিশ রানা ও শুভমন গিল কেকেআরের রান 6 ওভারে 50-র গণ্ডি পার করে দেন ৷ দুই ওপেনারে ইনিংসের ভিত্তি প্রস্তর তৈরি করে দেন ৷

দলগত 53 রানে শুভমন ফিরলেও রাহুল ত্রিপাঠীকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিয়ে যান নীতিশ ৷ দু’জনে গড়েন 104 রানের পার্টনারশিপ ৷ এই পার্টনারশিপ দেখেই বোঝা যাচ্ছিল বড় রানের পথে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ৷ ত্রিপাঠী ব্যক্তিগত 53 রানের মাথায় টি নটরাজনের বলে সাহার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৷ অন্যদিকে 80 রান করেন নীতিশ ৷ 56 বলে 80 রান করে নবির বলে বিজয় শঙ্করকে ক্যাচ দেন তিনি ৷ শেষ দিকে ক্যামিও খেলেন দীনেশ কার্তিক ৷ 9 বলে করেন 22 রান ৷

অর্ধশতরানের পর নীতিশ রানা
অর্ধশতরানের পর নীতিশ রানা

আজ চেপকের 22 গজে দাপট দেখায় কেকেআরের ভারতীয় ব্রিগেড ৷ তবে ব্যর্থ কলকাতার বিদেশি ক্রিকেটাররা ৷ ব্যাট হাতে সুযোগ পান রাসেল, মরগ্যান ও শাকিব ৷ তবে তিনজনের যৌথ সংগ্রহ 10 রান ৷ 16 তম ওভারে মাঠে নামলেও নিষ্প্রভ দেখাল রাসেলের ব্যাট ৷

দুরন্ত বেয়ারস্ট্রো
দুরন্ত বেয়ারস্ট্রো

বোলিংয়ে কেকেআরের ইনিংসের সূচনা করেন পোড় খাওয়া ভারতীয় স্পিনার হরভজন সিং ৷ প্রথম ওভারেই ওয়ার্নারের উইকেট নেওয়ার সুযোগ ছিল ভাজ্জির কাছে ৷ তবে একটি শক্ত সুযোগ হাতছাড়া করেন প্যাট ক্যামিন্স ৷ যদিও তার পরের ওভারেই ওয়ার্নারকে দুরন্ত বলে ফিরিয়ে দেন প্রসিদ্ধ কৃষ্ণ ৷ শাকিবও কেকেআরের প্রত্যাবর্তনের প্রথম বলেই ঋদ্ধিমানকে ফিরিয়ে দেন ৷

নীতিশ রানার দাপট
নীতিশ রানার দাপট

শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গেলেও হায়দরাবাদ ইনিংসকে দৃঢ়তা দিলেন জনি বেয়ারস্ট্রো ও মনীশ পাণ্ডে ৷ বেয়ারস্ট্রো করলেন 55 রান ৷ অন্যদিকে মনীশের সংগ্রহ 61 রান ৷ কলকাতার হয়ে প্রসিদ্ধ কৃষ্ণ নিলেন 2টি উইকেট ৷ বাকি একটি করে উইকেট নিলেন শাকিব, ক্যামিন্স ও রাসেল ৷

চেন্নাই, 11 এপ্রিল : ভারতীয় ব্রিগেডের দুরন্ত পারফরমেন্সে চেন্নাইয়ের চেপকে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের সূচনা করল কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স করে 6 উইকেটে 187 রান ৷ জবাবে হায়দরাবাদ থামল 177 রানে ৷ 10 রানে জয় তুলে নিল মরগ্য়ান ব্রিগেড ৷

টস হারার পর প্রথমে ব্যাটিং করতে হয় কলকাতা নাইট রাইডার্সকে ৷ মরগ্যান বাহিনীর কাছে সেটা যেন সাপে বর হয় ৷ শুরুতেই নাইটদের ভারতীয় ব্রিগেড দাপট দেখায় ৷ দুই ওপেনার নীতিশ রানা ও শুভমন গিল কেকেআরের রান 6 ওভারে 50-র গণ্ডি পার করে দেন ৷ দুই ওপেনারে ইনিংসের ভিত্তি প্রস্তর তৈরি করে দেন ৷

দলগত 53 রানে শুভমন ফিরলেও রাহুল ত্রিপাঠীকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিয়ে যান নীতিশ ৷ দু’জনে গড়েন 104 রানের পার্টনারশিপ ৷ এই পার্টনারশিপ দেখেই বোঝা যাচ্ছিল বড় রানের পথে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ৷ ত্রিপাঠী ব্যক্তিগত 53 রানের মাথায় টি নটরাজনের বলে সাহার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৷ অন্যদিকে 80 রান করেন নীতিশ ৷ 56 বলে 80 রান করে নবির বলে বিজয় শঙ্করকে ক্যাচ দেন তিনি ৷ শেষ দিকে ক্যামিও খেলেন দীনেশ কার্তিক ৷ 9 বলে করেন 22 রান ৷

অর্ধশতরানের পর নীতিশ রানা
অর্ধশতরানের পর নীতিশ রানা

আজ চেপকের 22 গজে দাপট দেখায় কেকেআরের ভারতীয় ব্রিগেড ৷ তবে ব্যর্থ কলকাতার বিদেশি ক্রিকেটাররা ৷ ব্যাট হাতে সুযোগ পান রাসেল, মরগ্যান ও শাকিব ৷ তবে তিনজনের যৌথ সংগ্রহ 10 রান ৷ 16 তম ওভারে মাঠে নামলেও নিষ্প্রভ দেখাল রাসেলের ব্যাট ৷

দুরন্ত বেয়ারস্ট্রো
দুরন্ত বেয়ারস্ট্রো

বোলিংয়ে কেকেআরের ইনিংসের সূচনা করেন পোড় খাওয়া ভারতীয় স্পিনার হরভজন সিং ৷ প্রথম ওভারেই ওয়ার্নারের উইকেট নেওয়ার সুযোগ ছিল ভাজ্জির কাছে ৷ তবে একটি শক্ত সুযোগ হাতছাড়া করেন প্যাট ক্যামিন্স ৷ যদিও তার পরের ওভারেই ওয়ার্নারকে দুরন্ত বলে ফিরিয়ে দেন প্রসিদ্ধ কৃষ্ণ ৷ শাকিবও কেকেআরের প্রত্যাবর্তনের প্রথম বলেই ঋদ্ধিমানকে ফিরিয়ে দেন ৷

নীতিশ রানার দাপট
নীতিশ রানার দাপট

শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গেলেও হায়দরাবাদ ইনিংসকে দৃঢ়তা দিলেন জনি বেয়ারস্ট্রো ও মনীশ পাণ্ডে ৷ বেয়ারস্ট্রো করলেন 55 রান ৷ অন্যদিকে মনীশের সংগ্রহ 61 রান ৷ কলকাতার হয়ে প্রসিদ্ধ কৃষ্ণ নিলেন 2টি উইকেট ৷ বাকি একটি করে উইকেট নিলেন শাকিব, ক্যামিন্স ও রাসেল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.