ETV Bharat / sports

বৃথা গেল সঞ্জুর 119, রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে 4 রানে হারাল পঞ্জাব

author img

By

Published : Apr 13, 2021, 7:20 AM IST

আইপিএল-এর রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে 4 রানে হারিয়ে দিল পঞ্জাব ৷ 119 রান করে আশা জাগালেও শেষরক্ষা করতে পারেননি সঞ্জু স্যামসন ৷

IPL 2021, Sanju Samson's 119 In Vain As Punjab Kings Beat Rajasthan Royals By Four Runs In A Thriller match
বৃথা গেল সঞ্জুর 119, রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে 4 রানে হারাল পঞ্জাব

মুম্বই, 13 এপ্রিল: বৃথা গেল অধিনায়কত্বের অভিষেকে সঞ্জু স্যামসনের অপ্রতিরোধ্য সেঞ্চুরি ৷ স্নায়ুর লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে ফাইনাল ওভারে ম্যাচ বের করে আনলেন যুবা পেসার অর্শদীপ সিং ৷ আইপিএল-এর আসরে পঞ্জাব কিংসের কাছে মাত্র চার রানে হার মানতে হল রাজস্থান রয়্যালসকে ৷

সোমবারের ম্যাচে কেএল রাহুল (50 বলে 91) ও দীপক হুদা (28 বলে 64)-র ব্যাটে ভর করে 6 উইকেট হারিয়ে 221 রানের ইনিংস খাঁড়া করেছিল পঞ্জাব কিংস ৷ রাজস্থানকে লক্ষ্যের খুব কাছাকাছি নিয়ে চলে গিয়েছিলেন স্যামসন ৷ তাঁর 63 বলে 119 রান খেলার রূপ বদলে দিয়েছিল ৷ তবে শেষরক্ষা করতে পারেননি তিনি ৷ শেষ বলে অর্শদীপের বলে ক্যাচ তুলে দেন তিনি ৷ আর সেখানেই শেষ হয়ে যায় রাজস্থানের ম্যাচ জেতার স্বপ্ন ৷ জেতার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী ছিলেন স্যামসন ৷ তিনি ততক্ষণে 12টি বাউন্ডারি ও 7টি ওভার বাউন্ডারি মেরে ফেলেছেন ৷ রাজস্থানের যখন 2 বলে 5 রান বাকি, তখন সিঙ্গলস নেওয়ার সুযোগ থাকলেও তা নিয়ে স্ট্রাইক ছাড়তে চাননি স্যামসন ৷ তবে তাঁর আশায় জল ঢেলে দেল অর্শদীপ ৷

আরও পড়ুন: প্রথমবার পঞ্জাবের হয়ে অর্ধশতরান ছাড়া মরসুম শুরু গেইলের

222 রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার বেন স্টোকসকে শূন্য রানে হারায় রাজস্থান ৷ এরপর 25 রানে পড়ে যায় দ্বিতীয় উইকেট ৷ এরপরেই খেলার রাশ হাতে তুলে নিয়েছিলেন স্যামসন ৷ তাঁর দুরন্ত ইনিংস দেখে একসময়ে মনে হচ্ছিল, রাজস্থানের ম্যাচ জেতাটা সময়ের অপেক্ষা ৷ তবে সব হিসেব ওলট পালট করে দেন তরুণ পেসার অর্শদীপ ৷ তিনি 35 রানের বিনিময়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন ৷ মহম্মদ সামি 33 রানের বিনিময়ে পেয়েছেন 2টি উইকেট ৷

মুম্বই, 13 এপ্রিল: বৃথা গেল অধিনায়কত্বের অভিষেকে সঞ্জু স্যামসনের অপ্রতিরোধ্য সেঞ্চুরি ৷ স্নায়ুর লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে ফাইনাল ওভারে ম্যাচ বের করে আনলেন যুবা পেসার অর্শদীপ সিং ৷ আইপিএল-এর আসরে পঞ্জাব কিংসের কাছে মাত্র চার রানে হার মানতে হল রাজস্থান রয়্যালসকে ৷

সোমবারের ম্যাচে কেএল রাহুল (50 বলে 91) ও দীপক হুদা (28 বলে 64)-র ব্যাটে ভর করে 6 উইকেট হারিয়ে 221 রানের ইনিংস খাঁড়া করেছিল পঞ্জাব কিংস ৷ রাজস্থানকে লক্ষ্যের খুব কাছাকাছি নিয়ে চলে গিয়েছিলেন স্যামসন ৷ তাঁর 63 বলে 119 রান খেলার রূপ বদলে দিয়েছিল ৷ তবে শেষরক্ষা করতে পারেননি তিনি ৷ শেষ বলে অর্শদীপের বলে ক্যাচ তুলে দেন তিনি ৷ আর সেখানেই শেষ হয়ে যায় রাজস্থানের ম্যাচ জেতার স্বপ্ন ৷ জেতার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী ছিলেন স্যামসন ৷ তিনি ততক্ষণে 12টি বাউন্ডারি ও 7টি ওভার বাউন্ডারি মেরে ফেলেছেন ৷ রাজস্থানের যখন 2 বলে 5 রান বাকি, তখন সিঙ্গলস নেওয়ার সুযোগ থাকলেও তা নিয়ে স্ট্রাইক ছাড়তে চাননি স্যামসন ৷ তবে তাঁর আশায় জল ঢেলে দেল অর্শদীপ ৷

আরও পড়ুন: প্রথমবার পঞ্জাবের হয়ে অর্ধশতরান ছাড়া মরসুম শুরু গেইলের

222 রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার বেন স্টোকসকে শূন্য রানে হারায় রাজস্থান ৷ এরপর 25 রানে পড়ে যায় দ্বিতীয় উইকেট ৷ এরপরেই খেলার রাশ হাতে তুলে নিয়েছিলেন স্যামসন ৷ তাঁর দুরন্ত ইনিংস দেখে একসময়ে মনে হচ্ছিল, রাজস্থানের ম্যাচ জেতাটা সময়ের অপেক্ষা ৷ তবে সব হিসেব ওলট পালট করে দেন তরুণ পেসার অর্শদীপ ৷ তিনি 35 রানের বিনিময়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন ৷ মহম্মদ সামি 33 রানের বিনিময়ে পেয়েছেন 2টি উইকেট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.