বেঙ্গালুরু, 10 ফেব্রুয়ারি : 2021 আইপিএলের আগে ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে ব্য়াটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ বুধবার আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির তরফে একথা ঘোষণা করা হয়েছে ৷ জাতীয় দলের কোচিং এবং অতীতে আইপিএলেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে সঞ্জয় বাঙ্গারের ৷ আরসিবি শিবিরে প্রধান কোচ সাইমন কাটিচ এবং শ্রীধরণ শ্রীরামের সঙ্গে এবার কোচিং দলে যোগ দেবেন তিনি ৷
-
We are delighted to welcome Sanjay Bangar to the RCB Family as a batting consultant for #IPL2021! 🤩
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Welcome aboard, Coach! 🤜🏻🤛🏻#PlayBold #WeAreChallengers #NowARoyalChallenger pic.twitter.com/SWKLthSyXl
">We are delighted to welcome Sanjay Bangar to the RCB Family as a batting consultant for #IPL2021! 🤩
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 10, 2021
Welcome aboard, Coach! 🤜🏻🤛🏻#PlayBold #WeAreChallengers #NowARoyalChallenger pic.twitter.com/SWKLthSyXlWe are delighted to welcome Sanjay Bangar to the RCB Family as a batting consultant for #IPL2021! 🤩
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 10, 2021
Welcome aboard, Coach! 🤜🏻🤛🏻#PlayBold #WeAreChallengers #NowARoyalChallenger pic.twitter.com/SWKLthSyXl
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন মাইক হেসন এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে জানান, ‘‘প্রধান কোচ সাইমন কাটিচের নেতৃত্বাধীন কোচিং দলে অভিজ্ঞ সঞ্জয় বাঙ্গারকে যুক্ত করতে পেরে খুবই আনন্দিত ৷’’ আরসিবি-তে বাঙ্গারের ভূমিকা কী হবে? এ নিয়ে বলতে গিয়ে মাইক হেসন জানিয়েছেন, ‘‘48 বছর বয়সী বাঙ্গার মরসুম শুরু আগের ক্যাম্প থেকেই দলের সঙ্গে যোগ দেবেন ৷ সেখানে সঞ্জয় বাঙ্গার একজন ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নতুন মরসুম শুরুর আগে বেঙ্গালুরুতে হওয়া ক্যাম্পে দলের সঙ্গে কাজ করবেন ৷’’
আরও পড়ুন : আইপিএল 2021: চেন্নাইয়ে নিলাম 18 ফেব্রুয়ারি
সবশেষ মাইক বলেন, ‘‘সঞ্জয় বাঙ্গারের ব্যাটি কোচ হিসেবে অসাধারণ জ্ঞান এবং অভিজ্ঞতা, আমাদের খেলোয়াড়দের পুরো আইপিএল জুড়ে সাহায্য় করবে ৷ আর সেই কারণে আমরা খুবই ভাগ্য়বান ৷’’ এর আগে গত মাসে আরসিবি মোট 12 জন খেলোয়াড়কে দলে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল ৷ প্রসঙ্গত, আগামী সপ্তাহেই আইপিএলে খেলোয়াড়দের নিলাম রয়েছে ৷