মুম্বই, 11 এপ্রিল : আইপিএলের দ্বিতীয় ম্যাচ ৷ মুখোমুখি দিল্লি ক্যাপিট্যালস ও চেন্নাই সুপার কিংস ৷ ওয়াংখেড়ের 22 গজে ঝোড়ো ব্যাটিংয়ে গুরু ধোনিকে মাঠ ছাড়া করলেন শিষ্য পন্থ ৷ চেন্নাইকে সাত উইকেটে হারাল দিল্লি ৷
টসে জিতে ফিল্ডিংয়ে নামে দিল্লি ক্যাপিট্যালস ৷ ম্যাচের শুরু থেকে দিল্লির বোলাররা আধিপত্য বিস্তার করেছিল চেন্নাইয়ের ওপেনারদের উপর ৷ দিল্লির দুর্ধর্ষ বোলিং চেন্নাইকে 188-তে বেধে রাখে ৷ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ধাওয়ান ও পৃথ্বী শয়ের ওপেনিং জুটির ব্যাটিংয়ে ভর করে লক্ষ্যমাত্রায় পৌঁছায় দিল্লি ক্যাপিট্যালস ৷ পাঁচ ওভারে দু'জনের স্কোর হয়েছিল 50-এর উপর ৷ 10 ওভারের শেষে কোনও উইকেট না হারিয়ে দিল্লির স্কোর ছিল 99 ৷
আরও পড়ুন : ধোনির খাতা শূন্য, রায়নার অর্ধশতরানে দিল্লির সামনে লক্ষ্য 189
অন্যদিকে 14 ওভারের শেষে প্রথম উইকেট পায় চেন্নাই ৷ ধাওয়ন যখন প্যাভিলয়নে ফিরছেন তখন স্কোরবোর্ডে দুই উইকেটে 167 রান । তারপর একের পর এক রান তুলে দিল্লির স্কোর দাঁড়ায় তিন উইকেটে 190 ৷ 54 বলে 85 রান করেন ধাওয়ান ৷ আর পৃথ্বী করেন 38 বলে 72 রান ৷
সিএসকে-র হয়ে মইন আলি (36), অম্বাতি রায়ডু (23) ও রবীন্দ্র জাডেজা (26) ঝড় তুললেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷