কলকাতা, 15 এপ্রিল : সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শাহবাজ আহমেদের 3 উইকেট, বিরাটদের ম্যাচে ফিরিয়েছিল ৷ আর ছাত্রের এহেন পারফরমেন্সের পর উচ্ছ্বসিত কোচ অরুণ লাল ৷ বলেন " শাহবাজ আহমেদকে আমি বলি জাহাঁবাজ ক্রিকেটার । ব্যাট হাতে যেকোনও ম্যাচ ঘোরানোর ক্ষমতা রয়েছে । বোলিংটাও জাস্ট ফ্যাবেলাস । তাই ওর পারফরমেন্স দেখে আমি অবাক হইনি৷"
ম্যাচ জেতানো বোলিংয়ের পর বাংলা দলের অন্যতম সেরা অলরাউন্ডারকে নিয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন অরুণ লাল । করোনা ভাইরাসের কারণে একটা মরসুম কার্যত খেলা হয়নি। ঘরোয়া ক্রিকেট গত মরসুমে হয়নি । এইবছর রণজি ট্রফি হয়নি । সীমিত ওভারের টুর্নামেন্টে বাংলা দল ব্যর্থ । সেই ব্যর্থতার পিছনের কারণ নিয়ে কাটাছেঁড়া হয়েছে । কিন্তু শাহবাজ আহমেদের পারফরম্যান্স ধারাবাহিকতা বজায় ছিল ।
"ছেলেটার মধ্যে খাটার ইচ্ছে রয়েছে । শেখার ইচ্ছে প্রবল । আরসিবির ড্রেসিংরুমে কোহলিদের থেকে যে শিখছে তা ওর পারফরম্যান্সের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে," বলছিলেন বাংলা দলের কোচ । প্রায় একই সঙ্গে যোগ করলেন,"এই ছেলেটা অনেক দূর যাবে ।"
আরও পড়ুন : একদিনের ক্রিকেটে দশকের সেরা ক্রিকেটার, বিরাটকে সম্মান উইজ়ডেনের
বাংলা দলের অধিনায়ক অনুস্টুপ মজুমদার সতীর্থ শাহবাজ আহমেদের পারফরম্যান্স দেখে খুশি । "ড্রেসিংরুমে থাকার সময় ম্যাচ নিয়ে মগ্ন থাকে। ওর মেজাজটা সবসময় ভয়ডরহীন।ব্যাটসম্যানদের নাম দেখে বল করে না । আবার ব্যাট হাতে বোলারের নাম নিয়ে চিন্তা করে না । এককথায় ন্যাচারাল ক্রিকেটার৷" বলছেন অনুস্টুপ । তবে একটা ম্যাচ দেখে কোনও সিদ্ধান্ত নিতে চান না বাংলা দলের অধিনায়ক । আশা করছেন আরও ম্যাচ খেলার সুযোগ পাবে এবং নিজেকে প্রমাণ করবে শাহবাজ আহমেদ ।