- 50 লক্ষ টাকায় বাংলাদেশের লিটন দাসকে তুলে নিল কলকাতা ।
- দু'বছর পর নাইটদের জার্সিতে ফিরলেন শাকিব আল হাসান । 1.5 কোটি টাকায় তাঁকে দলে নিল কেকেআর ।
- মনদীপ সিংহকে 50 লক্ষ টাকায় কিনল কেকেআর ।
IPL Auction 2023: স্যাম কারেনের রেকর্ডের দিনে শেষ মুহূর্তে নাইট ঝড়, কলকাতায় ফিরলেন শাকিব - Indian Premier League Mini Auction 2023
22:11 December 23
আইপিএল 16’র আগে মিনি অকশন ৷ 10 ফ্র্যাঞ্চাইজি নতুনভাবে দল সাজানোর কাজ শুরু করেছিল ৷ সেখানেই শেষ মুহূর্তে দেখা গেল নাইট ঝড় । অবিক্রিত থাকার পর শাকিব আল হাসান, লিটন দাস-সহ একগুচ্ছ খেলোয়াড়কে বেস প্রাইসে তুলে নিল শাহরুখ খানের দল ।
19:20 December 23
- দল পেলেন না অ্যাডাম জাম্পা ।
18:39 December 23
- কায়রন পোলার্ডের পর একজন অল-রাউন্ডারের খোঁজে ছিল মুম্বই ইন্ডিয়ান্স । সেই অভাব মেটাতেই অজি অল-রাউন্ডারকে দলে নিল তারা । 17.50 কোটি টাকায় দলে এলেন ক্যামেরন গ্রিন ।
18:38 December 23
- 2 কোটি টাকা বেস প্রাইসের নিকোলাস পুরানের দর উঠল 16 কোটি টাকা । ক্যারিবিয়ানের দক্ষতাতেই ভরসা রাখল লখনউ সুপার জায়ান্টস ।
18:38 December 23
- অবিক্রিত মহম্মদ নবি । দল পেলেন না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ।
18:14 December 23
- পেসার বৈভব অরোরাকে নিল কলকাতা । 60 লক্ষ টাকায় নাইটদের দলে গেলেন তিনি ।
17:22 December 23
- 5.50 কোটি দর উঠল বঙ্গ পেসারের । 20 লক্ষ টাকা বেস প্রাইস থেকে কয়েক কোটি টাকায় মুকেশ কুমারকে কিনল দিল্লি ক্যাপিটালস ।
15:51 December 23
- 16.25 কোটি টাকায় বেন স্টোকসকে কিনে নিল চেন্নাই সুপার কিংস ।
15:32 December 23
- জিম্বাবোয়ের সিকান্দার রাজাকে দলে নিল পঞ্জাব কিংস ।
15:30 December 23
- আইপিএলের ইতিহাসে সমস্ত রেকর্ড ভেঙে দিলেন স্যাম কারেন । 2 কোটি টাকা বেস প্রাইস থেকে ইংল্যান্ডের অলরাউন্ডারকে 18.5 কোটি টাকায় তুলে নিল পঞ্জাব কিংস ।
15:12 December 23
- ন্যূনতম দর ছিল 1 কোটি টাকা । অবিক্রিত থেকে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট ।
- 50 লক্ষ টাকায় অজিঙ্ক রাহানেকে দলে নিল চেন্নাই সুপার কিংস ।
- দল পেলেন না শাকিব আল হাসান ।
15:08 December 23
- 13 কোটি 25 লক্ষ টাকায় ইংল্যান্ডের হ্যারি ব্রুককে তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ । বেস প্রাইস 1.5 কোটি টাকা থেকে তাঁকে নিয়ে দর কষাকষি শুরু করেছিল হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস ।
14:54 December 23
আইপিএল 16’র আগে মিনি অকশন ৷ 10 ফ্র্যাঞ্চাইজি নতুনভাবে দল সাজানোর কাজ শুরু করেছিল ৷ সেখানেই শেষ মুহূর্তে দেখা গেল নাইট ঝড় । অবিক্রিত থাকার পর শাকিব আল হাসান, লিটন দাস-সহ একগুচ্ছ খেলোয়াড়কে বেস প্রাইসে তুলে নিল শাহরুখ খানের দল ।
- কেন উইলিয়ামসনকে তুলে নিল গুজরাত টাইটান্স । গতবারের বিজয়ী দলে ন্যূনতম দর 2 কোটি টাকাতে গেলেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক ।
22:11 December 23
আইপিএল 16’র আগে মিনি অকশন ৷ 10 ফ্র্যাঞ্চাইজি নতুনভাবে দল সাজানোর কাজ শুরু করেছিল ৷ সেখানেই শেষ মুহূর্তে দেখা গেল নাইট ঝড় । অবিক্রিত থাকার পর শাকিব আল হাসান, লিটন দাস-সহ একগুচ্ছ খেলোয়াড়কে বেস প্রাইসে তুলে নিল শাহরুখ খানের দল ।
- 50 লক্ষ টাকায় বাংলাদেশের লিটন দাসকে তুলে নিল কলকাতা ।
- দু'বছর পর নাইটদের জার্সিতে ফিরলেন শাকিব আল হাসান । 1.5 কোটি টাকায় তাঁকে দলে নিল কেকেআর ।
- মনদীপ সিংহকে 50 লক্ষ টাকায় কিনল কেকেআর ।
19:20 December 23
- দল পেলেন না অ্যাডাম জাম্পা ।
18:39 December 23
- কায়রন পোলার্ডের পর একজন অল-রাউন্ডারের খোঁজে ছিল মুম্বই ইন্ডিয়ান্স । সেই অভাব মেটাতেই অজি অল-রাউন্ডারকে দলে নিল তারা । 17.50 কোটি টাকায় দলে এলেন ক্যামেরন গ্রিন ।
18:38 December 23
- 2 কোটি টাকা বেস প্রাইসের নিকোলাস পুরানের দর উঠল 16 কোটি টাকা । ক্যারিবিয়ানের দক্ষতাতেই ভরসা রাখল লখনউ সুপার জায়ান্টস ।
18:38 December 23
- অবিক্রিত মহম্মদ নবি । দল পেলেন না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ।
18:14 December 23
- পেসার বৈভব অরোরাকে নিল কলকাতা । 60 লক্ষ টাকায় নাইটদের দলে গেলেন তিনি ।
17:22 December 23
- 5.50 কোটি দর উঠল বঙ্গ পেসারের । 20 লক্ষ টাকা বেস প্রাইস থেকে কয়েক কোটি টাকায় মুকেশ কুমারকে কিনল দিল্লি ক্যাপিটালস ।
15:51 December 23
- 16.25 কোটি টাকায় বেন স্টোকসকে কিনে নিল চেন্নাই সুপার কিংস ।
15:32 December 23
- জিম্বাবোয়ের সিকান্দার রাজাকে দলে নিল পঞ্জাব কিংস ।
15:30 December 23
- আইপিএলের ইতিহাসে সমস্ত রেকর্ড ভেঙে দিলেন স্যাম কারেন । 2 কোটি টাকা বেস প্রাইস থেকে ইংল্যান্ডের অলরাউন্ডারকে 18.5 কোটি টাকায় তুলে নিল পঞ্জাব কিংস ।
15:12 December 23
- ন্যূনতম দর ছিল 1 কোটি টাকা । অবিক্রিত থেকে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট ।
- 50 লক্ষ টাকায় অজিঙ্ক রাহানেকে দলে নিল চেন্নাই সুপার কিংস ।
- দল পেলেন না শাকিব আল হাসান ।
15:08 December 23
- 13 কোটি 25 লক্ষ টাকায় ইংল্যান্ডের হ্যারি ব্রুককে তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ । বেস প্রাইস 1.5 কোটি টাকা থেকে তাঁকে নিয়ে দর কষাকষি শুরু করেছিল হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস ।
14:54 December 23
আইপিএল 16’র আগে মিনি অকশন ৷ 10 ফ্র্যাঞ্চাইজি নতুনভাবে দল সাজানোর কাজ শুরু করেছিল ৷ সেখানেই শেষ মুহূর্তে দেখা গেল নাইট ঝড় । অবিক্রিত থাকার পর শাকিব আল হাসান, লিটন দাস-সহ একগুচ্ছ খেলোয়াড়কে বেস প্রাইসে তুলে নিল শাহরুখ খানের দল ।
- কেন উইলিয়ামসনকে তুলে নিল গুজরাত টাইটান্স । গতবারের বিজয়ী দলে ন্যূনতম দর 2 কোটি টাকাতে গেলেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক ।