ETV Bharat / sports

Shreyas Iyer Out Of IPL 2023: আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেই শ্রেয়স, হতে পারে অস্ত্রোপচার - শ্রেয়স আইয়ার

আগামী 3 মাসের জন্য ক্রিকেট মাঠের বাইরে শ্রেয়স ৷ তাঁর পিঠে অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে ৷ ফলে আইপিএল থেকে ছিটকেই গেলেন কেকেআর অধিনায়ক ৷ এমনকী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তাঁকে পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে ৷

Shreyas Iyer ETV BHARAT
Shreyas Iyer
author img

By

Published : Apr 5, 2023, 10:14 AM IST

মুম্বই, 5 এপ্রিল: আইপিএল থেকে ছিটকেই গেলেন শ্রেয়স আইয়ার ৷ শুধু আইপিএল নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না ভারতের এই মিডল অর্ডার ব্যাটার ৷ ইএসপিএন ক্রিকইনফোকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পিঠে চোটের অংশে অস্ত্রোপচার করাতে হবে শ্রেয়সকে ৷ ফলে তাঁকে মাঠের বাইরে থাকতে হবে কমপক্ষে তিন মাস ৷ এই খবর প্রকাশ্যে আসতেই মাথায় হাত কেকেআর-এর ৷

কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট মনে করেছিল প্রথম 6-7 ম্যাচে হয়ত শ্রেয়সকে পাওয়া যাবে না ৷ কিন্তু, তিনি যে পুরো সিজনের জন্যই মাঠের বাইরে থাকবেন, তা হয় তো ভাবতে পারেনি কেকেআর ৷ ফলে শ্রেয়সের ফিরতে না পারা, সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নাইটদের কাছে ৷ বিষয়টি কার্যত 'মরার উপর, খাঁড়ার ঘা'-এর মতো ৷ সাকিব আল হাসানকে নাইটরা এ বছর আইপিএল-এ পাচ্ছে না ৷ তিনি তা কেকেআর কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন ৷ লিটন দাসের দলের যোগ দেওয়া নিয়েও সংশয় রয়েছে ৷ এই পরিস্থিতিতে কেকেআর অধিনায়কের পুরো সিজন থেকে ছিটকে যাওয়া সবচেয়ে বড় ধাক্কা নাইট শিবিরের কাছে ৷

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে পিঠে চোট পান শ্রেয়স ৷ তার জেরে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-290 সিরিজ খেলতে পারেননি ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টেও দলের বাইরে ছিলেন ৷ কিন্তু, চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে আবারও পুরনো জায়গায় চোট পান তিনি ৷ এবার পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে যায় ৷ বলা হচ্ছিল, মাস দেড়েক সময় লাগবে তাঁর সুস্থ হতে ৷

আরও পড়ুন: সরে গিয়েছে রিস টপলের কাঁধের হাড়, স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আরসিবি

কিন্তু, বিসিসিআই এর তরফে কোনও কিছুই নিশ্চিত করা হচ্ছিল না ৷ এবার একেবারে অস্ত্রোপচারের খবর শোনা যাচ্ছে ৷ আর তা নিশ্চিত হলে, অন্তত জুলাই মাসের আগে ক্রিকেট মাঠে ফেরা হবে না শ্রেয়সের ৷ তবে, সেটাও নির্ভর করছে রিহ্যাবে কত দ্রুত সুস্থ হচ্ছেন তিনি তার উপর ৷ এই অবস্থায় সবচেয়ে বেশি সমস্যায় কেকেআর ৷ কারণ, নীতীশ রানাকে তারা স্ট্যান্ডবাই হিসেবে অধিনায়ক করেছিলেন ৷ কিন্তু, প্রথম ম্যাচের পরেই তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে ৷ ফলে বাকি সিজন কীভাবে সামাল দেওয়া হবে, সেটাই বড় চিন্তা নাইট শিবিরে ৷

মুম্বই, 5 এপ্রিল: আইপিএল থেকে ছিটকেই গেলেন শ্রেয়স আইয়ার ৷ শুধু আইপিএল নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না ভারতের এই মিডল অর্ডার ব্যাটার ৷ ইএসপিএন ক্রিকইনফোকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পিঠে চোটের অংশে অস্ত্রোপচার করাতে হবে শ্রেয়সকে ৷ ফলে তাঁকে মাঠের বাইরে থাকতে হবে কমপক্ষে তিন মাস ৷ এই খবর প্রকাশ্যে আসতেই মাথায় হাত কেকেআর-এর ৷

কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট মনে করেছিল প্রথম 6-7 ম্যাচে হয়ত শ্রেয়সকে পাওয়া যাবে না ৷ কিন্তু, তিনি যে পুরো সিজনের জন্যই মাঠের বাইরে থাকবেন, তা হয় তো ভাবতে পারেনি কেকেআর ৷ ফলে শ্রেয়সের ফিরতে না পারা, সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নাইটদের কাছে ৷ বিষয়টি কার্যত 'মরার উপর, খাঁড়ার ঘা'-এর মতো ৷ সাকিব আল হাসানকে নাইটরা এ বছর আইপিএল-এ পাচ্ছে না ৷ তিনি তা কেকেআর কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন ৷ লিটন দাসের দলের যোগ দেওয়া নিয়েও সংশয় রয়েছে ৷ এই পরিস্থিতিতে কেকেআর অধিনায়কের পুরো সিজন থেকে ছিটকে যাওয়া সবচেয়ে বড় ধাক্কা নাইট শিবিরের কাছে ৷

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে পিঠে চোট পান শ্রেয়স ৷ তার জেরে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-290 সিরিজ খেলতে পারেননি ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টেও দলের বাইরে ছিলেন ৷ কিন্তু, চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে আবারও পুরনো জায়গায় চোট পান তিনি ৷ এবার পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে যায় ৷ বলা হচ্ছিল, মাস দেড়েক সময় লাগবে তাঁর সুস্থ হতে ৷

আরও পড়ুন: সরে গিয়েছে রিস টপলের কাঁধের হাড়, স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আরসিবি

কিন্তু, বিসিসিআই এর তরফে কোনও কিছুই নিশ্চিত করা হচ্ছিল না ৷ এবার একেবারে অস্ত্রোপচারের খবর শোনা যাচ্ছে ৷ আর তা নিশ্চিত হলে, অন্তত জুলাই মাসের আগে ক্রিকেট মাঠে ফেরা হবে না শ্রেয়সের ৷ তবে, সেটাও নির্ভর করছে রিহ্যাবে কত দ্রুত সুস্থ হচ্ছেন তিনি তার উপর ৷ এই অবস্থায় সবচেয়ে বেশি সমস্যায় কেকেআর ৷ কারণ, নীতীশ রানাকে তারা স্ট্যান্ডবাই হিসেবে অধিনায়ক করেছিলেন ৷ কিন্তু, প্রথম ম্যাচের পরেই তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে ৷ ফলে বাকি সিজন কীভাবে সামাল দেওয়া হবে, সেটাই বড় চিন্তা নাইট শিবিরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.