বেঙ্গালুরু, 3 এপ্রিল: মম্বই ইন্ডিয়ান্স শেষবার আইপিএল-এর ওপেনিং ম্যাচ জিতেছিল 2012 সালে ৷ তারপর থেকে কোনওবারেই মরশুমের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখেনি পল্টনরা ৷ গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ যার পর একটানা 11টি সিজনে প্রথম ম্যাচ হারার রেকর্ড গড়ল রোহিত শর্মার মুম্বই ৷ আর এই 11 সিজনের 11টি ম্যাচে মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা ৷ লাগাতার এই হারে কার্যত বিরক্ত মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ড ৷ জানালেন, সিজনের পর সিজন প্রথম ম্যাচ জিততে না পারাটা ‘বিরক্তিকর’ ৷
2012 সালে সেই সময়ের ডিফেডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে তাঁদের ঘরের মাঠে ওপেনিং ম্যাচে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ সেটাই শেষ ৷ এর পর মুম্বই 5 বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে ৷ কিন্তু, কোনওবার সিজনের প্রথম ম্যাচে জিততে পারেননি রোহিত শর্মারা ৷ যা নিয়ে এমআই কোচ বলছেন, ‘‘এটা আমার নবম সিজন, আর আমরা এই ক’টা বছরে কোনও ওপেনিং ম্যাচ জিততে পারিনি ৷ আর এটা ক্রমশ বিরক্তিকর হয়ে উঠছে ৷ কিন্তু, দিনের শেষে দেখতে গেলে, এই টুর্নামেন্টে অনেক কঠিন লড়াই রয়েছে ৷ এখানে তাই যত বেশি জেতা সম্ভব তত ভালো ৷ হারার এখানে কোনও জায়গা নেই ৷ আর সেই শুরুটাই খুব কঠিন ৷’’
নিজে পেসার ছিলেন শেন বন্ড ৷ তাঁর গতির সামনে বিশ্বের তাবড় ব্যাটাররা মাথা নত করেছেন ৷ তাই প্রতিপক্ষের বোলার হলেও, পেসার মহম্মদ সিরাজের প্রশংসা না-করে পারলেন না তিনি ৷ তাঁর কথায়, মুম্বইয়ের সামনে আজকে সিরাজ অসাধারণ খেলেছেন ৷ প্রথম 3 ওভারে কোনও জায়গা ছাড়েনি বড় শট খেলার জন্য ৷ এমনকি নিজের বাউন্সারগুলোকে দারুণভাবে ব্যবহার করেছেন মহম্মদ সিরাজ ৷ হায়দরাবাদী সিরাজে মুগ্ধ শেন বন্ড বলেই ফেলেন, ‘‘ও আমাদের ব্যাটারদের মারার সুযোগ দেয়নি ৷ আমাদের কয়েকটা বড় শট নিতে বাধ্য করেছে ৷ আর তাতেই উইকেট নিয়ে গিয়েছে ৷’’
আরও পড়ুন: ঘরের মাঠে ব্যাটে-বলে পারফর্ম্যান্স খোঁজে সিএসকে, লখনউয়ের চিন্তা ব্যাটিং
এমনকি বেঙ্গালুরুর ছোট মাঠের ব্যাটিং পিচে পাওয়ার প্লে-র 6 ওভারে 1 উইকেট হারিয়ে মাত্র 29 রান করা মেনে নিতে পারেননি শেন বন্ড ৷ লম্বা ব্যাটিং অর্ডার থাকা সত্ত্বেও 170-এর বেশি রান তুলতে না পারাকে ব্যর্থতা হিসেবেই মনে করছেন তিনি ৷ তবে, কঠিন পরিস্থিতি থেকে শেষ তিন ওভারে তিলক বর্মার মারকাটারি ইনিংসের প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে ৷ এমনকি 190 রানও এই পিচে ডিফেন্ড করা কঠিন ছিল বলে মনে করেন শেন বন্ড ৷ কার্যত তা সত্যি হিসেবেই প্রমাণ করেছেন বিরাট কোহলি (49 বলে 82 অপরাজিত) এবং ফাফ ডু প্লেসিস (43 বলে 73) ৷ 22 বল বাকি থাকতে 172 রান তুলে নেয় আরসিবি ৷ ফলে 200-র উপরে রান থাকলেও, তা নিরাপদ হত বলে মনে করেন না শেন বন্ড ৷